চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন আহত হওয়ার পর একজন হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার ভোরের দিকে চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোয়ারীঘাট এলাকায় ছিনতাই করার সময় গণধোলাইয়ের শিকার হন ওই তিনজন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।

 

নিহতের বয়স ২৫ বছরের মতো। আহতদের একজনের বয়স ২০ ও আরেকজন ১৮ বছর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মরদেহ মর্গে রাখা হয়েছে। 

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. শোয়েব বলেন, ভোরে চাম্পাতলের সোয়ারীঘাটে ছিনতাই করার সময় স্থানীয় জনতা গণধোলাই দেন ওই তিন ছিনতাইকারীকে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢামেকের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের একজনকে মৃত ঘোষণা করেন।

 

এসআই বলেন, আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখনো ওই ছিনতাইকারীদের নাম-পরিচয় জানতে পারেনি। তবে এ বিষয়ে আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএমপিতে ফের বড় রদবদল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডিএমপিতে ফের বড় রদবদল
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২০ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এই পদায়ন করা হয়। আজ শনিবার (২২ মার্চ) ডিএমপি সূত্র এ তথ্য জানায়। 

পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখতে ক্লিক করুন-পাতা-১, পাতা-২, পাতা-৩

আরো পড়ুন
সহকর্মীকে মারধরের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সহকর্মীকে মারধরের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

 
প্রাসঙ্গিক
মন্তব্য

বিজেআইএম-এর ফেলোদের ইফতার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিজেআইএম-এর ফেলোদের ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)-এর ফেলোদের ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় তা অনুষ্ঠিত হয়। বিজেআইএম-এর আহ্বায়ক স্যাম জাহানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ রেদওয়ান আহমেদ। 

দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফেলোদের উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক ইয়াসির আরাফাত, সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহফুজুর রহমান মানিক, দ্য রিপোর্ট ডট লাইভের মোজো রিপোর্টার গোলাম রাব্বানী, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সবুজ মাহমুদ, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের লিড মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধুরী ও ডিজিটাল রিপোর্টার সাইমুন মুবিন পল্লব, সারা বাংলা ডট নেটের নিজস্ব প্রতিবেদক ফারহানা নীলা।

এতে আরো উপস্থিত ছিলেন- দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল জোবায়ের ও বীর সাহাবী, বণিক বার্তার সহ-সম্পাদক মারিফুল হাসান, দৈনিক কালের কণ্ঠের সহ-সম্পাদক হেদায়েত উল্লাহ, নেত্র নিউজের রিপোর্টার মার্জিয়া হাশমী মুমু ও মিরাজ হোসাইন, সময় টিভির সহ-সম্পাদক রিমু সিদ্দিক, বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো জার্নালিস্ট সাজ্জাদ হোসেন, ফ্রিল্যান্স রিপোর্টার স্টেফান উত্তম ও মনিরুজ্জামান মনির এবং বিজেআইএম-এর স্বেচ্ছাসেবক শফিকুল সুমন।

প্রসঙ্গত, ২০২২ সালে বিজেআইএম সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র অধিকারবিষয়ক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটি এখন পর্যন্ত ৭০টির বেশি শক্তিশালী ও কার্যকর প্রেস বিবৃতি দিয়েছে, যা দমন-পীড়ন এবং সাংবাদিকতার অসদাচরণের বিরুদ্ধে কথা বলেছে। এমনকি বিগত কঠিন একনায়কতান্ত্রিক আমলেও তা চলমান ছিল।

বিজেআইএম-এর সদস্যরা এএফপি, আলজাজিরা, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ইপিএ, বেনারনিউজ, ইরাওয়াদ্দি, আনাদোলু, টিআরটি, সিএনএন, দ্য ইকোনমিস্ট, মঙ্গাবে, দ্য থার্ড পোল, আরব নিউজ, এসওপিএ, চায়না ডেইলি, ন্যাশনাল জিওগ্রাফিক, ব্লুমবার্গ, আরএসএফ, ফ্রান্স ২৪, ম্যাট্রিক্স ইমেজ, নেত্র নিউজসহ বহু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন।

মন্তব্য

সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিল বনশ্রী মিডিয়া সোসাইটি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিল বনশ্রী মিডিয়া সোসাইটি
বনশ্রী মিডিয়া সোসাইটির মিডিয়া কর্মীরা

সৃজন, সংস্কৃতি, সম্প্রীতি আমাদের পথ, পরিচয়—এই স্লোগান সামনে রেখে বনশ্রী ও আশপাশের এলাকা রামপুরা, বাড্ডা, খিলগাঁও, বাসাবো, মহানগর, আফতাবনগরে বসবাসরত মিডিয়াকর্মীদের নিয়ে গঠিত হয়েছে বনশ্রী মিডিয়া সোসাইটি (বিএমএস)। জনপ্রিয় নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক এবং অভিনয়শিল্পী, উপস্থাপক ও নির্মাতা শফিউল আলম বাবুকে সদস্যসচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি করে গঠিত হয়েছে বনশ্রী মিডিয়া সোসাইটি।

এ উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) আফতাবনগরের পোলারাইজ ক্যাফেতে আয়োজন করা হয় মিলনমেলা ও ইফতার মাহফিলের। ইফতার মাহফিলের পাশাপাশি ১৫ জন দরিদ্র ও এতিম শিশুর মধ্যে ঈদের উপহার বিতরণ করে বনশ্রী মিডিয়া সোসাইটি (বিএমএস)।

আরো পড়ুন
কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

 

ফেরদৌস আরা বন্যার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন নাট্যজন, অভিনয়শিল্পী ও ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, চলচ্চিত্র ও নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমানসহ মিডিয়ার অসংখ্য মুখ।

বিএমএসের উপদেষ্টা কমিটিতে রয়েছেন চিত্রনায়ক ও পরিচালক মাহবুবুর রশিদ মুন্না, মুহাম্মদ ও জাহাঙ্গীর আলম মিন্টু। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ‘চাঁদের আলো’খ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। যুগ্ম সদস্যসচিব শেখ রুনা, সদস্য হিসেবে আছেন সুজন মাহমুদ, শেখ মাহবুবুর রহমান, তিনু করিম, নাবিলা আলম পলিন, সোহেল তালুকদার, রুহুল আমিন ভূঁইয়া, রাহাত রেজা।

আরো পড়ুন
আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী!

আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী!

 

অনুষ্ঠানে আহ্বায়ক মাসুম শাহরিয়ার বলেন, ‘এই শহরের ভেতর অনেক শহর। আমরা শিল্প-সংস্কৃতির লোকজন ছড়িয়ে-ছিটিয়ে থাকি। কাছাকাছি থেকেও আমরা আলাদা। প্রয়োজনে একত্রিত হতে পারি না।

নিজেদের অধিকারের কথা একা বলি। তাই আমরা চাই এই সংগঠনের মাধ্যমে আমাদের মিছিল সুদীর্ঘ হোক, আমাদের কণ্ঠস্বর জোরালো হোক। একটা ন্যাশনাল কমিউনিটিকে সামনে রেখে আমরা বনশ্রী ও আশপাশের এলাকার সংস্কৃতিবান মানুষদের নিয়ে বিএমএস প্রতিষ্ঠা করতে চাই।’

সদস্যসচিব শফিউল আলম বাবু বলেন, ‘আমরা শুরু করেছি অল্প কয়েকজনের আগ্রহ ও উদ্যোগে। কিন্তু আমরা সারথী হিসেবে চাই দেশের সব শিল্পীকে।

আমরা এই সংগঠনে কোনো ভেদাভেদ চাই না, সব ধর্ম-বর্ণের মানুষ নিয়ে আমরা এগোতে চাই। যে যেই রাজনীতির মতাদর্শের মানুষই হোক না কেন, দেশের সংস্কৃতিকে যারা হৃদয়ে লালন করেন, তারাই হবেন এর সদস্য।’

আলোচনাসভায় আরো বক্তব্য দেন চিত্রনায়ক ও পরিচালক মো. মাহবুবুর রশিদ মুন্না, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, প্রযোজক মনোয়ার পাঠান, অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক শেখ রুনা, অভিনেতা তপন হাফিজ, অভিনেতা ও পরিচালক শাওন আশরাফ, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব শফিকুল হাসান রতন, জ্যেষ্ঠ সাংবাদিক দুলাল খান, বাচসাসের দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল প্রমুখ।

মন্তব্য

ঢাকায় আরো ২৩ স্থানে সুলভমূল্যে বিক্রি হবে মাংস-দুধ-ডিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকায় আরো ২৩ স্থানে সুলভমূল্যে বিক্রি হবে মাংস-দুধ-ডিম
সংগৃহীত ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবং সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

গত ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সারা দেশের তিন লাখ ৯৬ হাজার ৫৮৬ জন পুরুষ, দুই লাখ ১২ হাজার ৮৪৪ জন নারী ক্রেতার মাঝে সুলভমূল্যে ১৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলে সারা দেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে।

আরো পড়ুন
নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

যেসব স্থানে জুলাই বিপ্লবের সময় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দিয়েই ১ রমজান থেকে ঢাকার ২৫টি স্থানে সুলভমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু রয়েছে।

আগামী ২৩ মার্চ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাজেটের আওতায় ঢাকায় আরো ২৩টি কেন্দ্র, নারায়ণগঞ্জে তিনটি এবং সাতটি বিভাগীয় দপ্তরে ১৪টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে।

আরো পড়ুন
ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

 


 
এ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ডিম প্রতি ডজন ১০৮ টাকার স্থলে ১০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।                   
 
চলমান ২৫টি বিক্রয় কেন্দ্র
 
সচিবালয়ের পাশে, খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি, বনানী, কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচাবাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) এবং কাকরাইল।
 
যোগ হওয়া নতুন ২৩টি কেন্দ্র
 
আসাদগেট (টাউন হল), লালমাটিয়া মহিলা কলেজ, শংকর প্লাজা, জিগাতলা (কায়সার সুইটমিট), আজিমপুর (তিন নম্বর গেট), নিউ পল্টন, এলিফেন্ট রোড (ইস্টার্ন মল্লিকার সামনে), জুরাইন কাঁচাবাজার, আঁটিবাজার, গাবতলী মাজার রোড, মিরপুর ৬ নম্বর বাজার, শেওড়াপাড়া, কচুক্ষেত বাজার, উত্তরা আজমপুর কাঁচাবাজার, মেরুল বাড্ডা, মগবাজার মোড়, গ্রীন রোড, বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের পেছনে, বাসাবো বৌদ্ধ মন্দির, মধ্যবাড্ডা লিংক রোড, জোয়ার সাহারা, উত্তরা খালপাড়, রামপুরা হাজীপাড়া এবং লালবাগ এতিমখানা।


 
নারায়ণগঞ্জে ৩টি কেন্দ্র
 
ডিসি অফিস চানমারি, চাষাড়া চত্বর এবং তারকার মাঠ কুতুবপুর।

মন্তব্য

সর্বশেষ সংবাদ