পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল বিভিন্ন সময় দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর :
বগুড়া ও শেরপুর : শেরপুর উপজেলায় ট্রাকচাপায় দুজন নিহত এবং কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। গতকাল সকালে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৫০) এবং হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে হানিফ উদ্দিন (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী আমিনুল জানান, একটি ট্রাক রণবীরবালা বশির পাগলার মাজারের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা হানিফকে চাপা দিয়ে যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে হানিফ ও ভটভটিতে থাকা হারুন ঘটনাস্থলেই মারা যান।
ভোলা : বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। বোরহানউদ্দিনে নিহতের নাম মো. রায়হান এবং চরফ্যাশনে নিহতের নাম আব্দুর রহমান। গতকাল সকালে এবং দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
গুরুদাসপুর (নাটোর) : গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে আল মামুন (২৬) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।
গতকাল বিকেলে কাছিকাটা টোলপ্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল মামুন সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে।
রাজবাড়ী : ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের মহিষবাতান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন সিকদার (২১) বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ী গ্রামের শহিদ সিকদারের ছেলে।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : বুড়িচংয়ে ট্রাকচাপায় মেহেদী হাসান শাওন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপরদিকে কামারখাড়া গোমতীর চরে ট্রাক উল্টে চাপাপড়ে আলাউদ্দিন (৩১) নামে চালক নিহত হয়েছে। গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।