প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শনিবার (২২মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

 

মামলার বিবরণে জানা গেছে, সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওমানপ্রবাসীর সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর নববধূকে তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে যান। ৪ মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফিরে তার স্বামী নববধূর সঙ্গে স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার রিপোর্ট দেন। ওই নববধূ তার শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বামীকে জানালে উল্টো নববধূকে বেধড়ক পিটিয়ে জখম করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
পরে ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলার বাদী বলেন, ‘মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বর্তমানে তাকে এক নিকটাত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিচারার্থে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

পাকুন্দিয়ায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
পাকুন্দিয়ায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ
পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামে টিনের ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে। ছবি : কালের কণ্ঠ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সাদেক হোসেন খোকন ও তার লোকজনের বিরুদ্ধে। সোমবার (২৩ মার্চ) রাতে  উপজেলার চরকাওনা মুনিয়ারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) এ বিষয়ে পাকুন্দিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে এক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. জুয়েল রানা নামের এক ব্যক্তি।

জুয়েল রানা বলেন, ‘১৯৬৬ সালে আমার দাদা হাসমত উল্লাহ পাশের বাড়ির মৃত আব্দুল মান্নান ও আব্দুল জব্বারের কাছ থেকে সাফ কাওলা দলিল মূল্যে ৮ শতাংশ জমি কেনেন।

প্রায় ৫৮ বছর ধরে আমরা এ জমি ভোগ দখল করে আসছি। কিন্তু হঠাৎ করে কাউকে না জানিয়ে গত সোমবার রাতে মৃত আব্দুল মান্নানের ছেলে গোলাপ, ভাতিজা খোকন ও নাতি রুবেলসহ আরো ৮ থেকে ১০ জন মিলে ওই জমিতে অবৈধভাবে রাতের আঁধারে একটি টিনের একচালা ঘর তোলেন।’

আরো পড়ুন
বেলুচিস্তানের মানবাধিকার কর্মী মাহরাং বালুচের মুক্তি দাবি অ্যামনেস্টির

বেলুচিস্তানের মানবাধিকার কর্মী মাহরাং বালুচের মুক্তি দাবি অ্যামনেস্টির

 

তিনি আরো বলেন, ‘তারা আমাদের প্রাণনাশের হুমকি-ধমকিও দিচ্ছেন। তাদের হুমকি-ধমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি।

তাদের হাত থেকে জমিটি রক্ষা করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলেও তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ বিষয়ে আইনরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছি।’

অভিযুক্ত সাদেক হোসেন খোকন রাতে ঘর তোলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাদের জায়গাতেই আমরা ঘর তুলেছি। তাদের জায়গায় কোনোরকম হস্তক্ষেপ করেনি আমরা।

পাকুন্দিয়া থানার ওসি শাখাওয়াৎ হোসেন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

ঘরের আড়ায় ঝুলছিল প্রতিবন্ধী যুবকের নিথর দেহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
ঘরের আড়ায় ঝুলছিল প্রতিবন্ধী যুবকের নিথর দেহ
সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সুমন মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সুমন ওই গ্রামের রফিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন।

সোমবার সন্ধ্যায় তাকে একা বাড়িতে রেখে তার বাবা রফিক মিয়া ধান খেতে পানি দেওয়ার জন্য বের হন। খেতে পানি দেওয়া শেষে বাড়ি ফিরে দেখেন- ছেলের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ দৃশ্য দেখে তিনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য

নওগাঁয় উপজেলা আ. লীগের সভাপতি বুলু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নওগাঁয় উপজেলা আ. লীগের সভাপতি বুলু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নওগাঁর বদলগাছী আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। 

আরো পড়ুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

 

ঘটনার পরের দিন বেলাল হোসেন শৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ নেতাকর্মীসহ আরো অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় বুলুকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন
২৫ মার্চ 'গণহত্যা দিবস' আজ

২৫ মার্চ 'গণহত্যা দিবস' আজ

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আবু খালেদ বুলু বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য

বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার
সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ফৌজিয়া আফরিন (৩৪) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে পৌর এলাকার তিনানী পাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।

নিহত স্কুল শিক্ষিকা বগারচর ইউনিয়নের জাকিরুল ইসলামের স্ত্রী। তিনি রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, আজ মঙ্গলবার সকালে নিজবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে বকশীগঞ্জ পৌর শহরে যাচ্ছিলেন ফৌজিয়া আফরিন। পথিমধ্যে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে তিনানী পাড়া নামক স্থানে আসলে বিপরীতগামী একটি পিকআপ ভ্যান সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন অটোভ্যানে থাকা স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন। পরে স্থানীয়রা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ