কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সাদেক হোসেন খোকন ও তার লোকজনের বিরুদ্ধে। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার চরকাওনা মুনিয়ারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) এ বিষয়ে পাকুন্দিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে এক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. জুয়েল রানা নামের এক ব্যক্তি।
জুয়েল রানা বলেন, ‘১৯৬৬ সালে আমার দাদা হাসমত উল্লাহ পাশের বাড়ির মৃত আব্দুল মান্নান ও আব্দুল জব্বারের কাছ থেকে সাফ কাওলা দলিল মূল্যে ৮ শতাংশ জমি কেনেন।
প্রায় ৫৮ বছর ধরে আমরা এ জমি ভোগ দখল করে আসছি। কিন্তু হঠাৎ করে কাউকে না জানিয়ে গত সোমবার রাতে মৃত আব্দুল মান্নানের ছেলে গোলাপ, ভাতিজা খোকন ও নাতি রুবেলসহ আরো ৮ থেকে ১০ জন মিলে ওই জমিতে অবৈধভাবে রাতের আঁধারে একটি টিনের একচালা ঘর তোলেন।’
আরো পড়ুন
বেলুচিস্তানের মানবাধিকার কর্মী মাহরাং বালুচের মুক্তি দাবি অ্যামনেস্টির
তিনি আরো বলেন, ‘তারা আমাদের প্রাণনাশের হুমকি-ধমকিও দিচ্ছেন। তাদের হুমকি-ধমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাদের হাত থেকে জমিটি রক্ষা করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলেও তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ বিষয়ে আইনরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযুক্ত সাদেক হোসেন খোকন রাতে ঘর তোলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাদের জায়গাতেই আমরা ঘর তুলেছি। তাদের জায়গায় কোনোরকম হস্তক্ষেপ করেনি আমরা।
’
পাকুন্দিয়া থানার ওসি শাখাওয়াৎ হোসেন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’