বুধবার বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বুধবার বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আগামী ২৬ মার্চ বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহনগুলো সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত অন্যান্য গাড়িচালকদের জন্য আগামী ২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো :

১. সার্জেন্ট আহাদ পুলিশ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত (টয়েনবী সার্কুলার রোডে) সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

২. আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত (ডিআইটি রোডে) সব প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৩. পার্ক রোডের উত্তর প্রান্ত থেকে ইত্তেফাক মোড় (টয়েনবী সার্কুলার রোড) অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেস ক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করবে।

৫. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

উল্লেখ্য, উল্লিখিত নির্দেশনাসমূহ বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত রাস্তাসমূহ পরিহার করে অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়িচালকদের অনুরোধ করা হলো। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে রাস্তা ও এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

মন্তব্য

সম্পর্কিত খবর

কালের কণ্ঠকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কালের কণ্ঠকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালের কণ্ঠকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার দুপুরে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের কাছে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল। 

 

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক আপনার ও আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রিয় মাতৃভূমিতে প্রতিষ্ঠিত হোক সত্যিকারের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার।

মন্তব্য

এখনো লড়ছেন জুলাই যোদ্ধা মহিবুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এখনো লড়ছেন জুলাই যোদ্ধা মহিবুল্লাহ
সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী মহিবুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লড়ছেন শারীরিক যন্ত্রণার সঙ্গে। তার দুই পা এখনো অবশ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো প্রয়োজন বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। 

কিন্তু বিদেশে পাঠিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য যে অর্থের দরকার তা তার পরিবারের পক্ষে সংস্থান করা সম্ভব হচ্ছে না।

এ জন্য মহিবুল্লাহ সরকারের সহায়তা চেয়েছেন। মুহিবুল্লাহ জুলাই যোদ্ধা হিসেবে সনদপত্র পেয়েছেন। তার সনদ  নম্বর-১২৯৬৬। তার বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুযারঢ়িয়ায়।
মা আমেনা বেগম ও বাবা শরীয়তউল্লা ছেলের সুস্থতা কামনায় শুধু দিন শুনলেও ছেলের বিদেশে চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না।

আরো পড়ুন
শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর হাতে ট্রেনের টিকিট কালোবাজারি আটক

শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর হাতে ট্রেনের টিকিট কালোবাজারি আটক

 

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মহিবুল্লাহ নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হন। খুব কাছ থেকে তাকে কে বা কারা গুলি করে। গুলি তার গলা ভেদ করে বের হয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় তার সহযোদ্ধারা তাকে যত দ্রুত সম্ভব ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। সেদিন সন্ধ্যা থেকে তার অভিভাবক হিসেবে ঢাকার শেওড়াপাড়ার বাসিন্দা জিয়াউল খান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিবুল্লাহর ভর্তি থেকে শুরু করে সার্বক্ষণিক দেখশোনা ও অন্যান্য সহযোগিতা করেন। শুরু থেকেই তিনি চিকিৎসার খরচ জোগান দিচ্ছেন।

গত বছরের ১৯ জুলাই সন্ধ্যায় মহিবুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতাল থেকে তাকে সাভারের সিআরপিতে পাঠানোর পরামর্শ দেন চিকিসকরা।

পরে গত ১০ আগস্ট তাকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়। সেখানে প্রায় সাত মাস চিকিৎসাধীন থাকের আহত ওই শিক্ষার্থী। পরে আরো উন্নত চিকিৎসার জন্য মহিবুল্লাহকে গত ১২ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে ভর্তি করা হয়। এখন সে সেখানে চিকিৎসাধীন তিনি। 

সিএমইচের রোগীর অবস্থা সম্পর্কিত সংশ্লিষ্ট বিবরণীতে বলা হয়েছে, মহিবুল্লাহর দুই পা অবশ হয়ে গেছে। সাভারের সিআরপি থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর তার ডান হাতের পেশিশক্তি ও অন্যান্য বিষয়ে পরীক্ষা করা হয়। সেখানে তার সাইকো থেরাপি দেওয়াসহ অন্যান্য চিকিৎসা সেবা চলছে। তবে সংশ্লিষ্ট চিকিৎসকরা আরো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। 

আহত মুহিবুল্লাহ বলেন, ‘সিএমএইচে আমার চিকিৎসা চলছে। এখানকার চিকিৎসকদের আন্তরিকতায় আমি মুগ্ধ। আমি সরকারের কাছেও কৃতজ্ঞ। আমার বড় ভাই ও অভিভাবক জিয়াউল খান আমার চিকিৎসার খরচ জোগাচ্ছেন। কিন্তু আরো উন্নত চিকিৎসার জন্য যে খরচ দরকার তা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এ কারণে সরকারের আরো সহায়তা কামনা করছি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য সাময়িক সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট আট ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

প্রাসঙ্গিক
মন্তব্য

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, যথাসময়ে ট্রেন ছাড়ায় ভোগান্তি নেই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, যথাসময়ে ট্রেন ছাড়ায় ভোগান্তি নেই
সংগৃহীত ছবি

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার তৃতীয় দিন আজ বুধবারে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে যথাসময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, তাই ভোগান্তি নেই। সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত পূর্বনির্ধারিত ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে বলে কমলাপুর স্টেশনের কর্মকর্তা এবং যাত্রীরা জানিয়েছেন।

 

ধূমকেতু এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস যথাসময়ে ছেড়ে গেছে। স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের তেমন ভোগান্তি নেই। তবে টিকেট ছাড়া স্টেশনে যাত্রীরা ঢুকতে পারছেন না।

যাত্রীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

যাত্রীদের জন্য স্টেশনে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

২৬ মার্চ মহান বিজয় দিবসের ছুটি হওয়ায় মূলত কর্মজীবী মানুষের পরিবার-পরিজন ঢাকা ছাড়ছেন। ঈদের আগে শেষ কর্ম দিবস বৃহস্পতিবার (২৭ মার্চ) সরকারি চাকরিজীবীরা ঢাকা ছাড়বেন। ফলে স্টেশনে চাপ আরো বেড়ে যাবে।

এদিকে সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার-১ ও নরসিংদী কমিউটার-৪ ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় উপদেষ্টা বলেন, 'অনলাইন টিকিটের বিষয়ে যেসব অনিয়ম ছিল, আমরা সেগুলো অনেক ফ্ল্যাট করার চেষ্টা করেছি। কিন্তু ঈদের সময় টিকিটের চাহিদা চার থেকে ছয় গুণ বেড়ে যায়। ট্রেন এবং আসনসংখ্যা কম হওয়ার কারণে অনেকে টিকিট পান না। আমরা ট্রেনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব।

'

রেলের কোনো কর্মকর্তা টিকিট কালোবাজির সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ