আমরা জিততে পারতাম বললেন হামজা

রানা শেখ শিলং থেকে
রানা শেখ শিলং থেকে
শেয়ার
আমরা জিততে পারতাম বললেন হামজা
ছবি : মীর ফরিদ, শিলং থেকে

ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের মিক্সড জোনে গণমাধ্যমকর্মীদের ভিড়। উদ্দেশ্য হামজা চৌধুরীর সঙ্গে কথা বলা। সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোরা মন খারাপ নিয়ে বেরিয়ে যাওয়ার মিনিট দশেক পর এক এক করে বের হয়ে এলেন শেখ মোরসালিন, তপু বর্মণ, তারিক কাজীরা। যার জন্য অপেক্ষা সেই হামজা এলেন একদম শেষে।

তাকে পেয়েই গণমাধ্যমকর্মীররা একের পর এক প্রশ্ন ছুঁড়লেন।

হামজাও হাসি-মুখে প্রশ্নের উত্তর দিতে থাকলেন। চার-পাঁচটি সহজ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু তা কাজে লাগিয়ে গোল পাওয়া হয়নি।

হামজার এ নিয়ে আক্ষেপ আছে কিনা? ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সহজ সরল উত্তর, ‘আমরা আজ জিততে পারতাম। কিন্তু ফুটবলে এরকম মিস হয়েই থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও হয় এরকম। আমাদের এটা বাজে দিন ছিল।
’ ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে জয় পেতে পারত কয়েক গোলের ব্যবধানে। কিন্তু মজিবুর রহমান জনি, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমনরা সুযোগ নষ্টের মিছিলে নামেন এদিন। হামজার তাই জয় না পাওয়ার আক্ষেপ করে গেলেন।

তবে ব্যক্তিগতভাবে দারুণ উজ্জ্বল ছিলেন হামজা। লাল-সবুজের জার্সিতে অভিষেক ম্যাচেই হৃদয় জয় করে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার।

ম্যাচ না জিতলেও হামজা যেন ‘জিতে’ গেছেন এদিন। নিখুঁত পাসিং, কড়া ট্যাকেল করে ভারতীয় ফরোয়ার্ডদের আক্রমণ ভেস্তে দিয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে এক পয়েন্ট এনে দিয়েছেন। প্রতিটা ট্যাকেলের পর সতীর্থদের উজ্জীবিত করেছেন। হামজা বলেছেন, ‘খেলায় আমাদের খুব ব্যস্ত থাকতে হয়েছে। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।’ প্রথমবার লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে পেরে গর্বিত হামজা, ‘আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এই দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

খেলায় ফিরতে সমস্যা হবে না তামিমের

    মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তামিম ইকবালকে আবার ব্যাট হাতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরের জন্য অন্তত তিন মাস অপেক্ষা করতে বলেছেন তাঁর চিকিৎসকরা। তবে তামিম যেভাবে সুস্থ হয়ে উঠছেন, তাতে দ্রুত এই অভিজ্ঞ ক্রিকেটারের মাঠে ফেরার আশা দেখছেন তাঁর চাচা আকরাম খান। গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তামিমের বর্তমান অবস্থাও জানান তিনি।
শেয়ার
খেলায় ফিরতে সমস্যা হবে না তামিমের

প্রশ্ন : তামিমের সর্বশেষ অবস্থা কী?

আকরাম খান : এখন এভারকেয়ার হাসপাতালে আছে। ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। যে অবস্থায় আছে, এমন যদি থাকে তাহলে দুই-তিন দিন পর ওকে আমরা বাসায় নিয়ে যেতে পারব।

প্রশ্ন : দেশের বাইরে নেওয়ার কোনো পরিকল্পনা আছে?

আকরাম : রিং লাগানো হয়ে গেছে।

 এখন আমরা পারিবারিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। বাড়তি চিন্তা রাখতে চাচ্ছি না।

প্রশ্ন : সাভার থেকে তড়িঘড়ি করে ঢাকায় নেওয়ার কারণ কী?

আকরাম : আমি কাউকে ছোট করতে চাই না। তবে আরো ভালো চিকিৎসা এবং আরো কিছু সুযোগ-সুবিধার জন্য আনা হয়েছে।

 ওখানে অনেকেই যাচ্ছিল, ট্রাফিকের যে অবস্থা, সঙ্গে রমজান মাস—এসব বিবেচনা করে পারিবারিক সিদ্ধান্তে আমরা ঢাকায় এনেছি। এতে ডাক্তারদের পরামর্শ নেওয়া হয়েছে।

প্রশ্ন : যখন তামিমের খবর জানতে পারেন, তখন আপনাদের মানসিক অবস্থা কেমন ছিল?

আকরাম :  খুবই খারাপ ছিল সেটা। আমাকে বলা হলো, তামিম আর বেঁচে নেই।

 এটা কল্পনাও করতে পারিনি। কোনো দিন ভাবিনি এ ধরনের খবর শুনব। এত অল্প বয়সী ছেলে। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন। বললেন, রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন।
 তখন একটু স্বাভাবিক হয়েছি। যেহেতু রিং লাগাতে যাচ্ছেন, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে। খেলাধুলার সঙ্গে থাকা মানুষ সে। অসুস্থ হওয়ার আগের ১০ দিনে দুটো সেঞ্চুরিও করেছে। কল্পনা করা যায় না!

প্রশ্ন : ডাক্তার বলেছেন তিন মাসের আগে তামিমকে মাঠে দেখা যাবে না। পারিবারিকভাবে তাঁর খেলায় ফেরা নিয়ে আপনাদের কী ভাবনা?

আকরাম : সে এক মাস পর স্বাভাবিক হয়ে যাবে। এমনকি এখনো স্বাভাবিক আছে। ডাক্তার আমাকে বলেছেন, এক মাস পর সাধারণ জীবনযাপনে চলে আসতে পারবে। আমার মনে হয় না ওর কোনো (খেলতে) সমস্যা হবে।

প্রশ্ন : ক্রিকেটে তাঁর ফেরার ব্যাপারে আপনাদের পরামর্শ কী থাকবে?

আকরাম : জীবনযাপনের ধরন একটু বদলাতে হবে। জীবনযাপনের ধরন ঠিক থাকলে কোনো সমস্যা হবে না। ওর সেই সক্ষমতা আছে; যে মানসিক শক্তি আছে তাতে আমার মনে হয় সে এটা খুব সহজে করতে পারবে।

মন্তব্য

জবাবটা কি রাফিনিয়াকেই দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
জবাবটা কি রাফিনিয়াকেই দিলেন মেসি
আর্জেন্টিনার জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন মেসি। ছবি : এক্স থেকে

চোটে না পড়লে সতীর্থদের সঙ্গে মনুমেন্তালে জয়োৎসব করতেন লিওনেল মেসি। সেই সুযোগ না হলেও নিজের দেওয়া কথা রেখেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার সময়ই সতীর্থদের জানিয়েছিলেন, ভক্ত হিসেবে দলকে সমর্থন দেবেন তিনি।

আরো পড়ুন
আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

 

ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে সেই সমর্থন ঘরে বসে দিয়েছেন মেসি।

বাকোবাক্সে সতীর্থদের গোল ও জয় দেখে হাততালি দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষে সতীর্থদের অভিনন্দনও জানিয়েছেন ইন্টার মায়ামির প্লে-মেকার। ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিতে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়াকে যেন জবাবটাও দিলেন তিনি।

আরো পড়ুন
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

 

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার হুংকার ছুরেছিলেন রাফিনিয়া।

কিন্তু শেষে নিজেরাই উড়ে গেছেন। মেসি অবশ্য রাফিনিয়ার নাম ধরে না বললেও জবাবটা যে বার্সেলোনার ফরোয়ার্ডকেই দিয়েছেন তার কথায় তেমনিই ইঙ্গিত পাওয়া যায়। জয়ের পর তাই ৩৭ বছর বয়সী মেসি লিখেছেন, ‘মাঠে, মাঠের বাইরে যেখানেই হোক না কেন, এটাই জাতীয় দলের চিত্র। সব সময় মাঠের খেলা দিয়েই জবাব দিই।
গতকালের (আজ) এবং উরুগুয়ের বিপক্ষে পাওয়া দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন।’

আরো পড়ুন
রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

 

মেসি নাম ধরে না বললেও এনজো ফার্নান্দেজ সরাসরি রাফিনিয়ার নাম ধরে তাকে বিনয়ী হতে বলেছেন। দলের দ্বিতীয় গোলদাতা ও এক গোলের সহায়তাকারী চেলসি মিডফিল্ডার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।’

মন্তব্য

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার। ছবি : এএফপি

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরেই তার পরিবার অভিযোগ করেন চিকিৎসার অবহেলার কথা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ৭ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চলছে বিচারও।

আরো পড়ুন
রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

 

বিচারকাজ চলার সময়ই নতুন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেই ব্যক্তি হচ্ছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়া। তাকে গ্রেপ্তার করার কারণ হিসেবে বার্তা সংস্থা এপিসহ অনেক গণমাধ্যম জানিয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। গতকাল তার সাক্ষ্য নেওয়ার সময় প্রসিকিউটররা বেশ কয়েবার বাধা দেন।

আদালতে দেহরক্ষীর দাবি, ম্যারাডোনার মৃত্যুর সময় ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তার।

তবে তদন্তে জানা যায় মৃত্যুর আগে ও পরে লুক-কোরিয়ার মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে। অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে কোরিয়ার।

আরো পড়ুন
আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

 

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে।

সেখানে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ৮ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আনিত অভিযোগে বিচার কার্যক্রম চলছে। সেই ৭ জনের মধ্যে আছেন- একজন করে নিউরোসার্জন, মনোরোগবিদ, মনোবিজ্ঞানী, মেডিক্যাল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং রাতের বেলার নার্স। দোষী সাব্যস্ত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে তাদের।

মন্তব্য

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ
গোলের পর ফার্নান্দেজের উদযাপন। ছবি : এএফপি

ভারতের বিপক্ষে গতকাল যতগুলো সুযোগ পেয়েছিল বাংলাদেশ তাতে জয়টা প্রাপ্যই ছিল। তবে সুযোগগুলো মিস করায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তাতে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেননি হামজা চৌধুরীও।

আরো পড়ুন
সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিব্রতকর রেকর্ড

সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিব্রতকর রেকর্ড

 

রাতে দেশের হয়ে গলা ফাঁটানো বাংলাদেশের দর্শকরাই পরে দুই ভাগ হয়ে গেছেন।

আজ সকালে একদল ব্রাজিল আরেক দল আর্জেন্টিনা বনে যান। তাতে হলুদবাহিনীদের হারিয়ে উল্লাসে মাতেন আলবিসেলেস্তারা। ঘরের মাঠ মনুমেন্তালে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। বোকাবাক্সে যারা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় উপভোগ করেছেন সেই সব বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন এনজো ফার্নান্দেজ।

দলের জয়ে একটি গোল ও সহায়তা করা ফার্নান্দেজ তাদের জয়টা বাংলাদেশের জয় বলেও জানিয়েছেন। আর্জেন্টিনার মিডফিল্ডার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

আরো পড়ুন
রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

 

বাংলাদেশের আর্জেন্টিনাই সমর্থকদের ধন্যবাদ জানানো অবশ্য নতুন নয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এএফএ) তাদের খেলোয়াড়দের।

কাতার বিশ্বকাপ জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানানো এএফএ সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছিল। ফার্নান্দেজ তো জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে পোস্টও দিয়েছিলেন। সামাজিক মাধ্যম ফেসবুকে ফার্নান্দেজ লিখেছিলেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ