আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে : হাসনাত

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে : হাসনাত
ছবি : কালের কণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি।

আজ বুধবার (২৬ মার্চ) দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জাতীয় নাগরিক পার্টি’র উদ্যোগে এবং হাসনাত আব্দুল্লার তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিল এবং হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
স্বাধীনতা দিবসে কোস্ট গার্ডের ছয়টি জাহাজ উন্মুক্ত

স্বাধীনতা দিবসে কোস্ট গার্ডের ছয়টি জাহাজ উন্মুক্ত

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত দেড় দশক সময় ধরে ইসলামিক যে পড়াশোনা আমাদের মাদরাসাগুলোতে হয়েছে, সেগুলো দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হতো। আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে।

জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় তাদের শিকার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও আমরা ধর্মীয় যে লোকগুলো রয়েছি তারা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি আমাদের সব সময় আমাদের দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক উসকানিতে আমাদের সিলেটের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখেছি ভবিষ্যতেও সেভাবে এগিয়ে যাব।’

আরো পড়ুন
মুজিব যেখানে ব্যর্থ, জিয়া সেখানে সফল : সরওয়ার আলমগীর

মুজিব যেখানে ব্যর্থ, জিয়া সেখানে সফল : সরওয়ার আলমগীর

 

কুমিল্লার যতগুলো আসন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির আসন হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে নিয়ে দেবীদ্বার আসনটি এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলব। গত ৭ মাসে দেবীদ্বারের অনেক পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশক সময়ের চেয়ে অনেক পরিবর্তন করেছি।

ভবিষ্যতেও জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আরো সৃষ্টিশীল উন্নয়নের ধারায় নিয়ে যাব। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ন্যায়, সাম্য সামাজিক সুবিচারের রাষ্ট্র হিসেবে কায়েম করব।’

আরো পড়ুন
আ. লীগকে আর কোনো সুযোগ নয় : নাসির উদ্দীন

আ. লীগকে আর কোনো সুযোগ নয় : নাসির উদ্দীন

 

হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রাম্পুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, বিএনপি কুমিল্লা (উ.) জেলা সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসানের পর আগামীকাল প্রথম ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। সংগত কারণেই এবারের ঈদ উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। 

রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদ মিছিল, মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ও নেত্বত্ব দেওয়া ছাত্র-জনতা।

আরো পড়ুন
ঈদের নামাজ যেভাবে পড়বেন

ঈদের নামাজ যেভাবে পড়বেন

 

তবে এই আমেজের মধ্যেও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের ভুলে যাননি আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

এবারের ঈদ উৎসব নিয়ে রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সাদিক কায়েম।

তিনি তার পোস্টে বলেছেন, ‘গত বছর যে সন্তানরা এসে মাকে সালাম করত, তাদের সহস্রজন আজ শহীদ! আমাদের একটা উৎসবমুখর ঈদ উপহার দিতে গিয়ে কত প্রাণ পেয়েছে শাহাদাতের ঠিকানা। ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না আমরা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জানাই ঈদ মোবারক।

প্রাসঙ্গিক
মন্তব্য

ইশরাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইশরাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মির্জা আব্বাস
সংগৃহীত ছবি

আদালতের রায়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রবিবার (৩০ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানান তিনি।

গত ২৭ মার্চ আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়ার পর মির্জা আব্বাসের বাসায় দোয়া নিতে যান ইশরাক হোসেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, ‘প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিলেন।

ইশরাক আমার সন্তানের মতো। আমি বিশ্বাস করি, ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, সুয়ারেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সব সুবিধা নিশ্চিত হবে। ইশরাক নগরবাসীর বিপদে-আপদে পাশে থাকবে।

তিনি বলেন, ‘সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাকের জয় ছিনিয়ে নেয়। আদালতের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এ জন্য শুকরিয়া জানাই।’

এ সময় মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন উপস্থিত ছিলেন।

মন্তব্য

অন্তর্বর্তী সরকার যেমন ছাত্রদের, তেমনি সাধারণ জনগণ-শ্রমিকদেরও : রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তী সরকার যেমন ছাত্রদের, তেমনি সাধারণ জনগণ-শ্রমিকদেরও : রিজভী
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।’

আজ রবিবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো স্বৈরাচার শেখ হাসিনার দোসররা রয়ে গেছে।

তারা দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের ও তাদের পরিবারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন। এসব পরিবারের শোক ও মাতম আমরা দেখতে পাই না।

তাদের ব্যথা শুধু তাদের পরিবারই বুঝতে পারে।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে ১৭/১৮ জন রিকশা শ্রমিক শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলো অনেক কষ্টে জীবনযাপন করছে। পরিবারগুলো তাদের সন্তানদের স্কুল-কলেজে লেখাপড়ার খরচ-বেতন দিতে পারছে না। আজকের অন্তর্বর্তী সরকার যেমন ছাত্রদের, তেমন সাধারণ জনগণ ও শ্রমিকদেরও।

এসব পরিবারকে পুনর্বাসন করার দায়িত্ব এই সরকারের।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘কী সংস্কার করবে, নাকি করবে না তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে। নির্বাচন নিয়ে সরকার একেক সময় একেক কথা বলছে। অন্তর্বর্তী সরকার নিখোঁজ হওয়া, হারিয়ে যাওয়া, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার মতো দুনিয়া কাঁপানো আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তারা নির্বাচন দিতে দেরি করে কেন?’

রিজভী বলেন, ‘কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের হঠাৎ করে গ্রেপ্তার করা শুরু হয়েছে ঈদের প্রাক্কালে।

কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে তা বলছে না, আমি চার থেকে পাঁচবার এসপিকে ফোন দিয়েছি, তিনি ফোন ধরছেন না। বিএনপি নেতাকর্মীরা হাসিনার অত্যাচার নিপীড়ন সহ্য করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে। এখনো সেটাই হচ্ছে।’

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক শামীম মাহমুদের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সহ-সভাপতি ডা. আব্দুল আওয়াল।

মন্তব্য

বান্ডিল বান্ডিল টাকা বিতরণ ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বান্ডিল বান্ডিল টাকা বিতরণ ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা। 

ঈদ সালামি ও ঈদ উপহার বাবদ ওই টাকা দলের নেতাকর্মীদের দিয়েছেন বলে জানান মাসুদুর রহমান মাসুদ।

জানা যায়, শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ তার নিজের ফেসবুকের পেজে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন।

যার ক্যাপশনে লেখা রয়েছে- ‘সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।’

আরো পড়ুন
নালিতাবাড়ির দুই গ্রামে ঈদ উদযাপন

নালিতাবাড়ির দুই গ্রামে ঈদ উদযাপন

 

ভিডিওতে দেখা যায়, মাসুদুর রহমান মাসুদের চারপাশে ঘিরে আছেন প্রায় ত্রিশ জন যুবক। তাদের সামনে এক হাজার টাকা ও পাঁচশ টাকার নোটের বান্ডিল থেকে টাকা গুনে আশেপাশের যুবকদের মাঝে বিলি করছেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ সাংবাদিকদের বলেন, আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ দিয়ে প্রতিবছর নেতাকর্মীদের ঈদ উপহার ও ঈদ সালামি দিয়ে থাকি।

তবে এ বছর সময় স্বল্পতার কারণে নেতাকর্মীদের পাঞ্জাবি কিনে দেওয়া সম্ভব হয়নি, যে কারণে নগদ টাকা দিয়েছি। সর্বমোট দুই লাখ টাকা দিয়েছি। তাছাড়া দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া ও তাদের ঈদ উপহার দেওয়া কোনো দোষের কিছু নয়। 

তিনি বলেন, মূলত এই ভিডিওটি আমি করিনি।

আমার পেজের বেশ কয়েকজন এডমিন রয়েছে। তাদের মধ্য থেকে কেউ একজন এই ভিডিওটি করে পেজে প্রকাশ করেছেন। তবে এভাবে ভিডিওটি প্রকাশ করা উচিত হয়নি। ভবিষ্যতে আমাদের আরও সতর্ক হওয়া উচিত।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ