জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির কথা বলছি। আমরা মনে করি, জুলাই গণ-অভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে এগোই তাহলে নির্বাচন-পরবর্তী সময়ে যে সরকার আসবে, তারা যে সংস্কারপ্রক্রিয়া চলমান রাখবে, সে নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে।’
গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয়সৌধে এনসিপির ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত ইফতারপূর্ব সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নাহিদ এসব কথা বলেন।