ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে জয় পেতে পারত কয়েক গোলের ব্যবধানে। কিন্তু মজিবুর রহমান জনি, মোহাম্মদ হূদয়, শাহরিয়ার ইমনরা সুযোগ নষ্টের মিছিলে নামেন এদিন। হামজা তাই জয় না পাওয়ার আক্ষেপ করে গেলেন।
শেয়ার
হামজা চৌধুরীকে আটকাতে ব্যস্ত ভারতের রক্ষণব্যূহ। তুলনামূলক ভালো খেলেও ম্যাচটা গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।