ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের চাপায় পারভিন বেগম (৪২) নামে এক দাদি ও তার নাতি মহশিন মোল্যা (৬ মাস) নামে দুজন নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মাগুরার মহম্মদপুর-বোয়ালমারী সড়কের শাহ জাফর মহিলা মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে আরো তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত পারভিন বেগম ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী ও শিশু মহসিন মোল্যা তার ভাতিজা নূর মিয়ার ছেলে।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর-ফরিদপুরের বোয়ালমারী সড়কে বোয়ালমারীগামী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ময়না শাহ জাফর মহিলা মাদরাসা এলাকায় রাস্তার পাশে বসে থাকা পারভীন বেগম (৪২) ও জুনু বেগম (৫০) ও ৬ মাস বয়সের মহশিন মোল্যা নামে এক শিশুকে চাপা দেয়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রীও মারাত্মক আহত হন।
স্থানীয়রা আহত ৫ জনকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে গুরুতর আহত পারভীন বেগম (৪২) ও নাতি মহশিন মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহিলা কলেজ এলাকায় তারা দুজন মারা যায়।
এ ঘটনায় আহত জুনু বেগম, অজ্ঞাত অটো চালক ও তার স্ত্রী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মান্নান বিশ্বাস জানান, নিহত পারভীন বেগমের স্বামী আমিনুল ইসলাম রাস্তার পাশে বাঁশ কাটছিলেন। সেখানে পাশেই বসেছিলেন পারভীন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা ৬ মাসের মহসিন মোল্যা। দূর থেকে আসা ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাদের চাপা দেয়।
এ ব্যাপারে নিহত পারভীন বেগমের ভাসুর প্রফেসর মজিবর রহমান বলেন, ইজিবাইকটি কামারখালী থেকে বোয়ালমারী যাচ্ছিলেন। এ ঘটনায় পারভীন বেগম ও তার চাচতো নাতি মহশিন মারা গেছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ বুধবার রাতে তারাবি নামাজ বাদে জানাজা শেষে দাফন করা হয়েছে।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ইজিবাইক চাপায় দাদ-নাতি নিহত হয়েছে বলে শুনেছি।
তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।