জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ভাস্কর্য ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা। ফলে শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরি হলে তা হবে তাঁর বিশ্বাস ও চেতনার সঙ্গে গাদ্দারি। এ গাদ্দারি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন দলটির নেতারা।
গতকাল বুধবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাংলা নববর্ষের শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরির ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তাঁরা।