চট্টগ্রামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চট্টগ্রামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোডা গ্রামের ছড়াকুল এলাকার কবির আহমদের ছেলে। তার স্ত্রী ও তিন ছেলে-মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাসির উদ্দিন ইফতার করার পর ৬টা ৫১ মিনিটে মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিজের ডেইরি ফার্মে যাচ্ছিলেন। এসময় চলন্ত অবস্থায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে গলায় একাধিক কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় রাস্তায় তার মরদেহ অনেক্ষণ পড়ে ছিল। পরে খবর পেয়ে পুলিশ তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

কৃষকদল সীতাকুণ্ড থানার আহ্বায়ক বলেন, নাসির একজন মিষ্টভাষী এবং স্পষ্টবাদী মানুষ ছিলেন। তার সঙ্গে স্থানীয় কারো সঙ্গে দ্বন্দ্বও নেই বলে জানি। কে এমন নৃশংস কাজটা করল? আমরা এ ঘটনার বিচার চাই।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

তবে এখনো এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করে বলা যাবে। আসামিদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

মন্তব্য

সম্পর্কিত খবর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন
ছবি: কালের কণ্ঠ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৬ উপজেলায় আজ রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি করেন।

দিনাজপুর শহরের দিনাজপুর শহরের বাসুনিয়া পট্টি পার্টি সেন্টারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা গ্রামের নুরুলহুদা মাদরাসা মাঠ ও ৬ জোদবানি ইউনিয়নের খয়েরবাড়ী আমগাছি ঈদগা মাঠ।

আরো পড়ুন
রোনালদোকে ছুঁয়ে এমবাপ্পে বললেন, এটা খুবই স্পেশাল

রোনালদোকে ছুঁয়ে এমবাপ্পে বললেন, এটা খুবই স্পেশাল

 

এ ছাড়া নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাঘবেন্দপুর বাজার মাদরাসা মাঠ, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গোরস্থান ঈদগাঁ মাঠ, বিরল থানাধীন ধর্মপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে বনগাঁও জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করে কয়ে শতাধিক পরিবার।

আজ রবিবার সকাল ৯টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সাইতাঁড়া ইউনিয়নের রাবারড্যাম চিরিনদী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন আশপাশের কয়েকটি পরিবারের মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম।

আরো পড়ুন
অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

 

দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ।

প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২২ সালে এসে তা বেড়ে প্রায় ২০০ জনে পৌঁছেছে।

মন্তব্য

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন

লক্ষ্মীপুর, পটিয়া ও রাঙ্গাবালী প্রতিনিধি
লক্ষ্মীপুর, পটিয়া ও রাঙ্গাবালী প্রতিনিধি
শেয়ার
সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন
ছবি: কালের কণ্ঠ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করেছেন দেশের বিভিন্ন জায়গার মানুষ। চট্টগ্রামের লক্ষ্মীপুরসহ পটিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালীসহ বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন করা হচ্ছে।

চট্টগ্রামের লক্ষ্মীপুরে ১১ গ্রামের সহস্রাধিক মানুষ আজ রবিবার ঈদ উদযাপন করছেন। আজ সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নূরানী মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন শতাধিক মুসল্লি।

এ উপজেলার ৪টি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, হানাফি মাজহাব অনুসারে ঈদ পালন করছেন বলে জানিয়েছেন ইমাম ও মুসল্লিরা।

আরো পড়ুন
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠেছে। তারা পৃথকভাবে স্ব স্ব এলাকার মসজিদে ঈদের নামাজের আয়োজন করেছেন।

সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ার, সাড়ে ৯টায় পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। হানাফি মাজহাব অনুসারে ৫০ বছরেরও বেশি সময় ধরে তারা একদিন আগে ঈদ পালন করে আসছেন।

ব্যবসায়ী আরিফ হোসেন ও হারুনুর রশিদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদির সঙ্গে মিল রেখে তারা রোজা রাখেন। আবার সৌদির সঙ্গে মিল রেখেই রোজা ভাঙেন তারা।

পৃথিবীর কোথাও একবার চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করতে হবে। সৌদি আরবে চাঁদ দেখা গেছে। এতে তারা সারাবিশ্বের সঙ্গে মিল রেখেই মাজহাব অনুযায়ী ঈদ পালন করছেন। ঈদের নামাজ আদায় করেছেন। পুরো দেশে একইভাবে ঈদ পালনের নিয়ম চালু করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

আরো পড়ুন
ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

 

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রবিবার দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ মির্জাখীল দরবার শরীফের অনুসারী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতরের ঈদ উদযাপন করেছেন। সকাল ১০টায় মির্জাখীল দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতের ইমামতি করেন দরবারের বড় শাহজাদা ড.মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। ওই জামাতে আনুমানিক এক হাজারের অধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ ও মোনাজাত আদায় করেছেন।

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলী উপজেলার মির্জাখীল দরবার শরীফের আকিদার মুসলমানেরা এ ঈদ উদযাপন করছেন। প্রায় আড়াই শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।

মির্জাখীল দরবার শরীফের মেঝ শাহজাদা মোহাম্মদ মছুদুর রহমান বলেন, ‘প্রায় আড়াই শ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান (রহ.) হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা একই নিয়মে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের সাথে মিল রেখে আজ রোববার  ঈদ-উল-ফিতরের ঈদের নামাজ আদায় করে ঈদ উদযাপন করছি।’

এ ছাড়া পটুয়াখালীর রাঙ্গাবালীর ৮টি গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন আজ রবিবার। জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রেখে আসছেন।

আরো পড়ুন
অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

 

জানা গেছে, উপজেলার নিজহাওলা, পশুরবুনিয়া, চরযমুনা, উত্তর পশুরিবুনিয়া, সেনেরহাওলা, কাছিয়াবুনিয়া, ফুলখালী, কোড়ালিয়াসহ ৮টি গ্রামে দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করে থাকেন। তারা বিশ্বাস করেন, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা ইসলামিক ঐক্যের অংশ হিসেবে গ্রহণযোগ্য। এই কারণে তারা সৌদি আরবের সঙ্গে একদিনে রমজান শুরু করেন এবং ঈদুল ফিতর উদযাপন করেন।

জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারী ইউসুফ আলী সিরাজুল বলেন, ‘ঈদ উপলক্ষে রাঙ্গাবালীর এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকালে সবাই মিলে ঈদের জামাতে অংশ নিয়েছি, এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানাই। শুধু রাঙ্গাবালীতেই নয়, দেশের আরো অনেক স্থানে রয়েছে । সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের এই নিয়ম চলমান রয়েছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।’

মন্তব্য

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে ‘হোটেল ভিশন আবাসিকে’ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে অভিযান চালানো হয়। 

এ সময় ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকাণ্ড, মাদক সেবনের দায়ে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ভিশন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাদের।

প্রাসঙ্গিক
মন্তব্য

গাজীপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রীর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরে বাসচাপায় এক ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ রবিবার (৩০ মার্চ) সকালে মহানগরীর কোনাবাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল ইসলাম জানান, তাকওয়া পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে পৌঁছলে একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায়।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

 

তিনি আরো জানান, এ ঘটনায় আহত তিন যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মধ্যবয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাসটি আটক করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ