বন্ধ লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ ও রেলপথ অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
বন্ধ লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ ও রেলপথ অবরোধ
ছবি : কালের কণ্ঠ

বন্ধ থাকা লোকাল ট্রেন চালুর দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী ওই লোকাল ট্রেনটি ইঞ্জিন সংকটের অজুহাতে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

আজ বুধবার (২৬ মার্চ) বিকেলে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এসব কর্মসূচি পালন করা হয়।

সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম এসব কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

আরো পড়ুন
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ৫ জনের মৃত্যুদণ্ড

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ৫ জনের মৃত্যুদণ্ড

 

কর্মসূচিতে মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মো. আল হেলাল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আল মুজাহিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির এ টি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি জামিউল ইসলাম রাকিব, পৌর বিএনপির নেতা খালেদ হাসান তুহিন, উপজেলা শিবিরের সভাপতি মো. ফারাবি রায়হান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন প্রমুখ।

বক্তারা বলেন, ‘কোনো একটা পক্ষকে লাভবান করতেই ষড়যন্ত্র করে ইঞ্জিন সংকটের বাহানায় লোকাল ট্রেনটি বন্ধ করে রাখা হয়েছে।

হাওরাঞ্চলের শিক্ষার্থীরা এই ট্রেনে চড়ে জেলা শহরে গিয়ে পড়াশোনা করেন। রোগীরা সেবার জন্য শহরে যান এই ট্রেনে। ব্যবসায়ীরা কম খরচে নিরাপদে পণ্য পরিবহন করেন, চাকরিজীবীরা নির্বিঘ্নে যাতায়াত করেন লোকাল এই ট্রেনে। ব্রিটিশ আমল থেকেই এই ট্রেন সাধারণ মানুষের চলাচলের ভরসা।

আরো পড়ুন
এখনো লড়ছেন জুলাই যোদ্ধা মহিবুল্লাহ

এখনো লড়ছেন জুলাই যোদ্ধা মহিবুল্লাহ

 

বক্তারা আরো বলেন, ট্রেন বন্ধ থাকায় অতিরিক্ত খরচে বাস-সিএনজিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। টালবাহানা বাদ দিয়ে দ্রুত টেনটি চালু করার দাবি জানান তারা। অন্যথায় এই রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন। কোনো বাহানা চলবে না, দ্রুত এই ট্রেনটি চালু করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত বছরের ৯ ডিসেম্বর থেকে মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করা লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে। এতে এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

রংপুরে ১২০ পরিবারের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
রংপুরে ১২০ পরিবারের ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঈদুল ফিতর উদযাপন করছে ১২০ পরিবার। রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর পূর্ব মৌলভীপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল বাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বাগপুর পূর্ব মৌলভীপাড়া গ্রামের মাওলানা আব্দুর রশীদ বাদশা ঈমাম হয়ে ২০-৪০ জন মুসল্লিকে সঙ্গে নিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন শুরু করেন।

তখন থেকেই এ নিয়ম চলে আসছে সেখানে।

২০২২ সালে মাওলানা আব্দুর রশীদ বাদশার মৃত্যুর পর তার বড় ছেলে মাওলানা আব্দুল বাতেন বাবার শুরু করা এই প্রথা ধরে রেখেছেন। বর্তমানে মাওলানা আব্দুল বাতেন ইমাম হয়ে ১২০টি পরিবারকে সঙ্গে নিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। জামাতের সঙ্গে নামাজ আদায় করতে আশপাশের গ্রাম ও শহর থেকে মুসল্লিরা আসেন।

এসময় সেখানকার নিরাপত্তায় গঙ্গাচড়া মডেল থানার পুলিশ সদস্যদের দেখা যায়।

ঈদের নামাজ আদায় করা স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক ও সাইফুল ইসলাম বলেন, বছরে দুই বার ঈদের নামাজ আদায় করতে আসি ছোট বয়স থেকে। আমাদের জানা মতে, শুধু গঙ্গাচড়ার এই গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করা হয়। আমরা মনে করি, সৌদি আরবের সাথে রোজা করা সঠিক।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান বলেন, বড়বিল ইউনিয়নের একটি গ্রামের প্রায় ১২০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছে। তারা যেন সুন্দর ও সুষ্ঠভাবে নামাজ আদায় করে বাড়ি ফিরে যেতে পারেন সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

মন্তব্য

রংপুর-দিনাজপুর মহাসড়কে ঈদে দুর্ঘটনার শঙ্কা বাড়াবে অটোরিকশা

রফিকুল ইসলাম, রংপুর
রফিকুল ইসলাম, রংপুর
শেয়ার
রংপুর-দিনাজপুর মহাসড়কে ঈদে দুর্ঘটনার শঙ্কা বাড়াবে অটোরিকশা
ছবি: কালের কণ্ঠ

২০২১ সালের ২১ জুলাই ছিল ঈদের দিন। ঈদ শেষে ঘুরতে বের হওয়া যাত্রী বোঝাই ব্যাটারি চালিত তিন চাকার একটি অটোরিকশাকে রক্ষা করতে দুই কোচের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত আরো ১৫ জন। রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে আনজিরনেছা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটেছিল।

দুর্ঘটনা এড়াতে মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধে পরিবহন মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। মাঝেমধ্যে জেলা, মহানগর ও হাইওয়ে পুলিশ এ নিয়ে মামলা দিয়ে মহাসড়কে এই ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে উদ্যোগ নিলেও কার্যত কোনো কাজই হচ্ছে না। ঈদকে ঘিরে মহাসড়কে চাল চলাচল তিনগুণ বেড়েছে। বেড়েছে তিন চাকা যানের সংখ্যাও।

এতে দুর্ঘটনার শঙ্কা বেড়েছে। এমন পরিস্থিতিতে রংপুর-দিনাজপুর ও রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় শঙ্কা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরো পড়ুন
সৌদির স‌ঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৫ উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত

সৌদির স‌ঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৫ উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত

 

গতকাল শনিবার (২৯ মার্চ) রংপুর-দিনাজপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে, মহাসড়কে তিন চাকার যানবাহন ফ্রি স্টাইলে চলাচল করছে। বেপরোয়া এই অটোরিকশার কারণে দ্রুতগামী বাস, মিনিবাস ও নাইটকোচকে এলোমেলোভাবে চালাতে হচ্ছে।

একটি পরিবহনের সঙ্গে আরেকটি পরিবহণ অতিক্রম করার সময় মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে চালককে।

মহাসড়কটির রংপুরের মেডিক্যাল মোড় থেকে সৈয়দপুর অংশে প্রায় ৪০ কিলোমিটারে অবাধে চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা, রিকশা ও ভ্যান। কোথাও কোথাও প্রকাশ্যেই চলছে নছিমন, করিমন, ভটভটিও। মহাসড়কের ওপরেই বসা বিভিন্ন স্ট্যান্ডে থাকা সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছেন। মহাসড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে ছুটছেন তারা।

দূরপাল্লার বাস, মিনিবাসের সঙ্গে অসংখ্য অটোরিকশা যাত্রী তুলছেন। সেখান থেকে মহাসড়কের ওপর দিয়ে সৈয়দপুর, পাগলাপীরসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ধরে চলে যাচ্ছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এসব যানবাহন চললেও নেই কোনো আইনি পদক্ষেপ। দুর্ঘটনা রোধে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি দীর্ঘদিনের। তবে তারাগঞ্জসহ বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ অবস্থান করলে, সেই পয়েন্ট ছেড়ে অন্যরুটে চলে যাচ্ছে এই অটোরিকশা ও থ্রি হুইলার। সে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই তিন চাকার বাহনকে। একই অবস্থা রংপুর সাতমাথা থেকে কুড়িগ্রাম মহাসড়কেও। কোনো প্রকার বাধা ছাড়াই চলছে অটোরিকশা।

হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সড়কে যে দুর্ঘটনা ঘটে এসবের মধ্যে অটোরিকশা ও যাত্রীদের বাঁচাতেই দুর্ঘটনাগুলো বেশি হয়েছে। কিছু কিছু দুর্ঘটনা হয় রাতে, সেগুলো চালকদের অসাবধানতাবশত হয়।

আরো পড়ুন
বাংলাদেশিসহ লাখো বিদেশির স্বপ্ন ধূলিসাতের উপক্রম

বাংলাদেশিসহ লাখো বিদেশির স্বপ্ন ধূলিসাতের উপক্রম

 

বাসচালক মোখলেছুর রহমান বলেন, ‘তিন চাকার যানগুলো মহাসড়কে চলার কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে। এরা যেখানে সেখানে ওভারটেকিং করে, যেখানে সেখানে যাত্রী নামায় ও মোড় টার্নিং নেম, তারা সড়কে কোনো সিগনাল মানে না, কিন্তু দুর্ঘটনা ঘটলে দোষ হয় আমাদের বড় গাড়ির চালকদের।’

আরেক বাসচালক নাসির মিয়া বলেন, ‘মহাসড়কে অটোরিকশার কারণে আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হয়। তারা সড়কে গাড়ি চালানোর নিয়ম-নীতি বোঝে না। আসন্ন ঈদ ঘিরে তারা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। যে কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।’

হাইওয়ে পুলিশ বলছে, বগুড়া -রংপুর -সৈয়দপুর -দশ মাইল ও বাংলাবান্ধা এই ২৫০ কিলোমিটারের মহাসড়কটি যানজট মুক্ত এবং অপরাধমুক্ত রাখতে গোবিন্দগঞ্জ বাজার,  মায়ামনি মোর, পলাশবাড়ী, মিঠাপুকুর, শঠিবাড়ী, পীরগঞ্জ বাজার, সৈয়দপুর এবং দশ মাইল এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, সেই সঙ্গে এ সমস্ত এলাকায় টহল পুলিশ দ্বিগুণ করা হয়েছে।

আরো পড়ুন
সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

 

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে মহাসড়কে ইজি বাইক এবং থ্রি হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্যান্য সকল মালবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। হাতীবান্ধা থেকে সব বালু এবং পাথর বহনকারী ট্রাক চলাচল সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এবং বাজারে মহাসড়কের ওপর অবৈধ দোকান, পার্কিং উচ্ছেদ করা হয়েছে।’

মন্তব্য

সারজিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
সারজিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন রাশেদ
ছবি: কালের কণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘ড. ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সারজিস আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বির্তকের সৃষ্টি করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া।

অন্যথায় মানুষ মনে করবে ড. ইউনুসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে আগামীতে তাকে স্টেটম্যান বানাবে তারা। এ ধরনের একটি চিন্তা ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে চলে এসেছে।’

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘ড. ইউনূসকে মূলত সারজিস আলম বির্তকিত করেছেন।

এই সারজিসকে নিয়ে অনেক বির্তক রয়েছে। যে সারজিস কয়েকদিন আগে বলেছিল ম্যানিবাগ খালি, ধার করে চলছি। সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন।’

আরো পড়ুন
আমিরাতে প্রবাসীদের ঈদ

আমিরাতে প্রবাসীদের ঈদ

 

তিনি বলেন, ‘সারজিস আলম ড. ইউনূসকে নিয়ে যে ফেসবুক পোস্ট করেছেন তাতে আওয়ামী লীগের আশা আকাঙ্খার মিল রয়েছে।

আওয়ামী লীগ ড. মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে। ঠিক একইভাবে সারজিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ড. ইউনূস একজন নিরপেক্ষ ব্যক্তি। তিনি কি তাহলে এ পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যাবেন। তিনি যদি এই কাজটি করেন তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে।

তবে তিনি এ কাজ করবেন না বলে আমি বিশ্বাস করি।’

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুটকিহারি কবরস্থান থেকে ৪টি কবর খুঁড়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় চুরির ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৩০ মার্চ) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কঙ্কাল চুরি হওয়া ব্যক্তিরা হলেন— মহেশখালী গ্রামের সিদ্দিকা বেগম, নাজু মিয়া, শরীফা খাতুন ও সিফাত আল হাসান।

আজ রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান, কবরগুলো খোঁড়া এবং মরদেহের কোনো অস্তিত্ব নেই।

পরে কবরস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে ভাতারমারি ফার্ম নামক ব্রিজের নিচে একটি ব্যাগের ভেতর থেকে একটি মানুষের মাথার খুলি ও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে কবরস্থানে ছুটে আসেন স্বজনরা। তারা কাঁদতে কাঁদতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো পড়ুন
প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানালেন শাকিব খান

প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানালেন শাকিব খান

 

সিদ্দিকা বেগমের ছেলে বলেন, ‘আমার মায়ের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, এটা ভাবতেই আমার শরীর শিউরে উঠছে।

যারা এই কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নাজু মিয়ার পরিবারের সদস্য মোখলেসুর বলেন, ‘কবরস্থানে এমন ঘটনা ঘটবে, তা আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা আতঙ্কিত। প্রশাসন যেন দ্রুত অপরাধীদের খুঁজে বের করে।

শরীফা খাতুনের পরিবারের বড় ছেলে রফিকুল বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি, তার ওপর এমন ঘটনা আমাদের আরও বিপর্যস্ত করে তুলেছে।’

সিফাত আল হাসানের পরিবারের বাবা কামাল হোসেন বলেন, ‘এই ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত। আমাদের পরিবারের সদস্যদের কঙ্কাল চুরির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

আরো পড়ুন
লুঙ্গি পরে হাজির হওয়ার কারণ জানালেন বুবলী

লুঙ্গি পরে হাজির হওয়ার কারণ জানালেন বুবলী

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি এবং অপরাধীদের শনাক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ