ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান হাইওয়ে পুলিশের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান হাইওয়ে পুলিশের

ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বুধবার (২৬ মার্চ) দুপুরে ঈদ উপলক্ষে মহাসড়ক পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শন কালে মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, ‘ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে সবাই বিরত থাকুন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

খোলা ট্রাক, পিকআপ এবং বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ি না চালাতেও আহ্বান জানান তিনি।

অতিরিক্ত আইজিপি আরো বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল প্যাট্রলিং, কুইক রেসপন্স টিম, সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা নজরদারি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড়সহ মহাসড়কের সব স্থানে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করছে।

 

তিনি আরো বলেন, ‘ঈদকে সামনে রেখে যেসব পরিবহনে অতিরিক্ত টাকা, ভাড়া নেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘরমুখো মানুষ যেন যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে।’

এ সময় ডিআইজি সফিকুল ইসলাম, হাবিবুর রহমান, ছালমা আক্তার রুপফার সুলতানা, আবুল কালাম আজাদ, এডিশন ডিআইজি মো. সামসুল আলম, আখতারুজ্জামান, এডিশনাল এসপি সীমা রানী সরকার, নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিনসহ হাইওয়ে পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

পাবনায় ২ টাকায় ঈদ আনন্দ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় ২ টাকায় ঈদ আনন্দ
ছবি : কালের কণ্ঠ

মাত্র দুই টাকায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ আমেজ ছড়ালেন শিক্ষার্থীরা। ‘দুই টাকায় ঈদ আমেজ’ নামে ব্যতিক্রমী মেলার আয়োজন করেন শিক্ষার্থীরা।

বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় রবিবার (৩০ মার্চ) বেড়া পৌর এলাকায় সান্যালপাড়া ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করেন শিক্ষার্থীরা।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো মোরশেদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় মেহেরাব হোসেন জিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের সাবেক সহসভাপতি হাজী ইউনুস আলী, বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির।

মেলা থেকে দুই টাকার প্রতীকী মূল্যে এলাকার গরীব অসহায় দরিদ্র প্রায় ৭০০ পরিবারের মাঝে সেমাই, চিনি, লবণ, ডালসহ বিভিন্ন রকমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

দেশের বড় ঈদ জামাত শোলাকিয়ায়

শফিক আদনান, কিশোরগঞ্জ
শফিক আদনান, কিশোরগঞ্জ
শেয়ার
দেশের বড় ঈদ জামাত শোলাকিয়ায়

মাসখানেকের প্রস্তুতি শেষ। ঈদের নামাজের জন‌্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ মাঠ। ঐতিহ‌্যবাহী এ ঈদগাহ মাঠে এবারও অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। ঈদুল ফিতরের ১৯৮তম জামাতকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

ঈদগাহের নিরাপত্তা এ বছরও রয়েছে সর্বোচ্চ অগ্রাধিকারে। জেলা পুলিশ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নিরাপত্তামূলক ব‌্যবস্থা গ্রহণ করেছে। ঈদের দিন নিশ্চিদ্র নিরাপত্তাবেষ্টনীতে থাকবে শোলাকিয়া ঈদগাহ দমাঠ ও আশপাশের এলাকা। প্রথমবারের মতো নিরাপত্তাব‌্যবস্থায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী।

তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

এদিকে শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান করেছে পরিচালনা কমিটি। ১৫ বছর আগে রাজনৈতিক কারণে বাদ দেওয়া ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাকে পুনর্বহাল করা হয়েছে। তিনি এবার জামাতে ইমামতি করবেন।

সকাল ১০টায় শুরু হবে ঈদের জামাত।

আরো পড়ুন
লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা

 

এদিকে গতকাল শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও র‌্যাব-১৪-এর কমান্ডিং অফিসার নাইমুল হাসান শোলাকিয়া মাঠ পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তারা মাঠে শোলাকিয়ার ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দূর-দূরান্তের মুসুল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেন দুটি ঈদের দিন সকাল ৬টায় ভৈরব রেলস্টেশন থেকে ও পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন দুটি যথাক্রমে সকাল ৮টা ও সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। পরে ওইসব যাত্রী নিয়ে দুপুর ১২টায় আবার আগের গন্তব‌্যে ফিরে যাবে। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, মুসল্লিদের খাওয়ার পানি সরবরাহ করবে জনস্বাস্থ‌্য বিভাগ। এ ছাড়া বহুসংখ‌্যক স্বেচ্ছাসেবক, কয়েকটি মেডিক‌্যাল টিম ও ফায়ার সার্ভিসের সদস‌্যদের সেখানে মোতায়েন রাখা হবে।  

জেলা পুলিশ জানিয়েছে, ২০১৬ সলের ঈদুল ফিতরে রক্তাক্ত জঙ্গি হামলার পর থেকে শোলাকিয়ার ঈদের জামাতে নিরাপত্তার দিকটি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেন লোকজনের মধ্যে নিরাপত্তা নিয়ে কোনো অস্বস্তি বা ভীতি না থাকে। 

আরো পড়ুন
হিজলায় জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

হিজলায় জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তার দিক থেকে কোনো ঝুঁকি না থাকলেও নিরাপত্তাব্যবস্থাকেই শোলাকিয়ায় প্রাধান্য দেওয়া হচ্ছে। শোলাকিয়া মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, উৎসবমুখর ও শান্তিপূর্ণ ঈদ জামাত। তা করতে গিয়ে যা করা দরকার সবই কিছুই করা হচ্ছে। 

তিনি জানান, এরই মধ্যে মাঠসহ পুরো এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। মাঠে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব. আনসার সদস্যের সমন্বয়ে নিশ্চিদ্র ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি চালাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া শহরসহ মাঠের প্রবেশ পথগুলোতে 
থাকছে একাধিক নিরাপত্তা চৌকি। নামাজ শুরুর আগে পুরো মাঠ তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে। থাকবে পাঁচটি আর্চওয়ে। দেহ তল্লাশির পর এগুলোর ভেতর দিয়ে মুসল্লিরা মাঠে ঢুকবে। শোলাকিয়া মাঠ ও শহরের যত অলিগলি আছে, সবখানে বসানো হবে নিরাপত্তা চৌকি। নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন‌্যকিছু নিয়ে মাঠে না নেওয়ার অনুরোধও করেছেন তিনি।

শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, এবারেই প্রথমবারের মতো শোলাকিয়ার জামাতে নিরাপত্তাব‌্যবস্থায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। তাছাড়া মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বিজিবি। তারা পুলিশসহ অন‌্যান‌্য বাহিনীর পাশাপাশি মাঠের নিরাপত্তা দেবে। 

আরো পড়ুন
বান্ডিল বান্ডিল টাকা বিতরণ ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল

বান্ডিল বান্ডিল টাকা বিতরণ ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল

 

তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবারও বিপুলসংখ‌্যক মুসল্লির আগমন ঘটবে শোলাকিয়ায়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

দীর্ঘ ১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম হিসেবে পুনর্বহাল হয়েছেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ২ সেপ্টেম্বর জেলা প্রশাসন তাকে ইমাম পদ থেকে সরিয়ে দেয়। তখন তার বদলে ইমাম নিয়োগ দেওয়া হয় বেসরকারি সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদদীন মাসউদকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আবার জেলা প্রশাসন আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহকে ইমাম হিসেবে পুনর্বহাল করে। গত ২ মার্চ শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ‌্য, তার বাবা মাওলানা আবুল খায়ের মুহাম্মদ নুরুল্লাহ ৩০ বছর শোলাকিয়া ঈদগাহের ইমাম ছিলেন।

এ বিষয়ে আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ বলেন, দীর্ঘ ১৫টি বছর তার প্রতি অন‌্যায় করা হয়েছে। ইমামতি ফিরে পেয়ে তিনি খুশি হয়েছেন। এর প্রভাব পড়বে এবারের জামাতেও। এবারের জামাতে কম করে হলেও লক্ষাধিক নতুন মুসল্লির আগমন ঘটবে। 

কিশোরগঞ্জ শহর থেকে পূর্ব দিকে নরসুন্দা নদীর তীরে অবস্থিত শোলাকিয়া মাঠ। এর আয়তন ৭ একর। প্রায় ২০০ বছর ধরে এই মাঠে বিশাল ঈদের নামাজের জামাত হয়ে আসছে। 

আরো পড়ুন
আমার ‘ভাইব্রেটর’ হাতে নিয়ে মা প্রশ্ন করলেন, এটা কার?

আমার ‘ভাইব্রেটর’ হাতে নিয়ে মা প্রশ্ন করলেন, এটা কার?

 

স্থানীয়রা জানিয়েছেন, শোলাকিয়ার সাহেববাড়ির সুফি সৈয়দ আহম্মদ ১৮২৮ সালে তার নিজ জমিতে ঈদের জামাতের আয়োজন করেন। এতে তিনি ইমামতি করেন। বাংলাদেশ সরকারের জাতীয় তথ্য বাতায়নের তথ্য বলছে, ঈদের প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। পরে উচ্চারণ বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়ালাখিয়া এবং সেখান থেকে শোলাকিয়া শব্দটি প্রচলিত হয়েছে। ঈদগাহ মাঠে মোট ২৬৫টি সারি আছে। প্রতি সারিতে ছয় থেকে সাতশো মুসল্লি দাঁড়াতে পারে। সে হিসাবে মাঠের ভেতরেই এক লাখ ৮৫ হাজারের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। বর্তমান শোলাকিয়া নামে পরিচিত এই এলাকাটির প্রাচীন নাম ছিল রাজবাড়ীয়া। 

দীর্ঘদিনের রীতি অনুযায়ী শোলাকিয়ার ঈদ জামাত শুরুর পাঁচ মিনিট আগে শটগানে তিনটি, তিন মিনিট আগে দুটি ও এক মিনিটি আগে একটি গুলির আওয়াজ করা হয়। এটি নামাজ শুরু করার সংকেত বলে সংশ্লিষ্টরা বলছেন। কিশোরগঞ্জ জেলা ছাড়াও সারা দেশ থেকে অসংখ্য মানুষ শোলাকিয়ার ঈদের নামাজে অংশ নেন। যা দিন দিন বেড়েই চলছে। এ কারণে মাঠের বাইরে বিস্তৃত এলাকায় এই জামাত ছড়িয়ে পড়ে। ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন  জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল শোলাকিয়ায়। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি।

মন্তব্য

পানি উত্তোলনের পাইপে গ্যাস, চলছে রান্না-বান্না

আলম ফরাজী, ময়মনসিংহ
আলম ফরাজী, ময়মনসিংহ
শেয়ার
পানি উত্তোলনের পাইপে গ্যাস, চলছে রান্না-বান্না
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পানি উত্তোলনের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। ওই গ্যাস দিয়ে চলছে রান্না-বান্না। পৌরশহরের ধামদী মল্লের ভিটা মহল্লার আবুল হাসেমের বাড়িতে এমন ঘটনা ঘটে।

হাসেমের ছেলে একরাম হোসাইন জানান, বাড়িতে পানি উত্তোলনের জন্য প্রায় এক মাস আগে একটি মোটার বসানো হয়।

কিন্তু মোটারের কাছে যেতেই শব্দ শোনা যায় বলে জানান তার মা। পরে দুই দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসে ঘটনার সত্যতা পান একরাম। 

আরো পড়ুন
বান্ডিল বান্ডিল টাকা বিতরণ ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল

বান্ডিল বান্ডিল টাকা বিতরণ ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল

তিনি আরো বলেন, শব্দ হওয়ার জায়গায় কিছুটা মাটি খুড়ে দেখা যায়, বুঁদবুঁদ উঠছে। সেই সঙ্গে গ্যাসের গন্ধ পাওয়া যায়।

দিয়াশলাই জ্বালাতেই আগুন জ্বলে উঠে। পরে বাজার থেকে গ্যাস সঞ্চালনের পাইপ দিয়ে আগুন জ্বালাই। 

খাইরুন নাহার নামে এক গৃহবধু জানান, গ্রামে এই ঘটনা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। অনেকেই দূর-দূরান্ত থেকে এসে ঘটনাটি দেখছে।

তাদের দাবি, এমন ঘটনা সত্যিই অলৌকিক। তাদের এলাকায় এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। এখন মনে হচ্ছে শহরে আছি। 

তিনি বলেন, 'আগে আমরা কোনো দিন গ্যাস দেখিনি। এখন স্বচক্ষে দেখতে ও রান্না করতে পেরে খুব খুশি লাগছে।

'

আরো পড়ুন
নির্বাচনী এলাকায় সক্রিয় এনসিপি নেতারা

নির্বাচনী এলাকায় সক্রিয় এনসিপি নেতারা

এক আগন্তুক জাহিদ হাসান জানান, এমন ঘটনা সত্যিই বিরল। গ্যাসের অস্তিত্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

বাড়ির মালিক আবুল হাসেম বলেন, ‘আমি সাধারন একজন কৃষক। ১২০ ফুট নিচ পর্যন্ত খনন করে পাইপ দেওয়া হয়েছে। এখন আনন্দের সঙ্গে ভয়ও লাগছে, কখন কী হয়। আমাদের দাবি, সরকারিভাবে পর্যালোচনা করা হোক।’

তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহম্মেদ বলেন, ‘আমি এ ব্যাপারে খোঁজ নিয়েছি এবং আবারও খোঁজ নেব।’

আরো পড়ুন
শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশে সংকট তৈরি হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশে সংকট তৈরি হবে : মির্জা ফখরুল

মন্তব্য

নালিতাবাড়ির দুই গ্রামে ঈদ উদযাপন

নালিতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি
শেয়ার
নালিতাবাড়ির দুই গ্রামে ঈদ উদযাপন
সংগৃহীত ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুটি গ্রামে ঈদুল ফিতর উদযাপান হচ্ছে। রবিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ঈদের জামাতে ৫০-১০০ মুসল্লি নামাজ আদায় করেন। পুরুষের পাশাপাশি নারীরাও পর্দার আড়ালে ঈদের নামাজে অংশ নেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আয়োজন করা হয় প্রীতিভোজের, যেখানে গ্রামবাসীরা একত্রে খাওয়া-দাওয়া করেন।

আরো পড়ুন
অস্ট্রেলিয়ায় হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন : গবেষণা

অস্ট্রেলিয়ায় হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন : গবেষণা

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত কয়েক বছর ধরে নালিতাবাড়ীর দুটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতর উদযাপন করে আসছে। প্রতি বছরই মুসল্লিদের সংখ্যা বাড়ছে বলে জানান তারা।

গোবিন্দনগর ছয়আনি পাড়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা চাঁদের হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখি এবং ঈদ উদযাপন করি। এতে আমরা আত্মিক শান্তি পাই।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ