ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার। ছবি : এএফপি

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরেই তার পরিবার অভিযোগ করেন চিকিৎসার অবহেলার কথা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ৭ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চলছে বিচারও।

আরো পড়ুন
রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

 

বিচারকাজ চলার সময়ই নতুন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেই ব্যক্তি হচ্ছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়া। তাকে গ্রেপ্তার করার কারণ হিসেবে বার্তা সংস্থা এপিসহ অনেক গণমাধ্যম জানিয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। গতকাল তার সাক্ষ্য নেওয়ার সময় প্রসিকিউটররা বেশ কয়েবার বাধা দেন।

আদালতে দেহরক্ষীর দাবি, ম্যারাডোনার মৃত্যুর সময় ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তার।

তবে তদন্তে জানা যায় মৃত্যুর আগে ও পরে লুক-কোরিয়ার মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে। অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে কোরিয়ার।

আরো পড়ুন
আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ

 

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে।

সেখানে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ৮ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আনিত অভিযোগে বিচার কার্যক্রম চলছে। সেই ৭ জনের মধ্যে আছেন- একজন করে নিউরোসার্জন, মনোরোগবিদ, মনোবিজ্ঞানী, মেডিক্যাল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং রাতের বেলার নার্স। দোষী সাব্যস্ত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে তাদের।

মন্তব্য

সম্পর্কিত খবর

আইপিএলের ইতিহাসে এমন অভিজ্ঞতা আগে হয়নি রশিদ খানের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইপিএলের ইতিহাসে এমন অভিজ্ঞতা আগে হয়নি রশিদ খানের
রশিদ খান।

গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করে রশিদ খান দেন মাত্র ৪ রান। দশম ওভারেও খরচ করেন মাত্র ৬ রান। তবে দুই ওভারে ১০ রান খরচ করেও আর বোলিং পেলেন না রশিদ। আর তাতে আইপিএলে বিরল এক অভিজ্ঞতা হলো আফগান লেগ স্পিনারের।

আইপিএলে ২০ ওভারের কোনো ইনিংসে তার কোটার চার ওভার পূর্ণ না হওয়ার প্রথম ঘটনা এটিই। অর্থাৎ আইপিএলে এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে প্রথম এমন অভিজ্ঞতা হলো রশিদের।

২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন রাশিদ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ করে রান দিয়ে তার উইকেট ১৫০টি।

যদিও কালকের ম্যাচে মাত্র ২ ওভার। মাত্র ১০ রান দিলেও, এই লেগস্পিনার কোনো উইকেট পাননি। কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর রশিদকে আর বোলিংয়েই আনেননি গুজরাট অধিনায়ক শুভমান গিল।

অবশ্য রশিদের বাকি দুই ওভার ছাড়াই ২০ ওভারে মুম্বাইকে ১৬০ রানে থামিয়ে ৩৬ রানের জয় তুলে নেয় শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট।

প্রাসঙ্গিক
মন্তব্য

ম্যানসিটির খারাপ মৌসুমের জন্য আমি দায়ী : গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যানসিটির খারাপ মৌসুমের জন্য আমি দায়ী : গার্দিওলা
পেপ গার্দিওলা।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা এই মৌসুমে তার পারফরম্যান্সকে   ‘সত্যিই দুর্বল’ বলে অভিহিত করেছেন। আর এর জন্য নিজেকে দায়ী করলেন তিনি। 

গত চার মৌসুম ধরে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী সিটি বর্তমানে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে, যেখানে লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে আছে (নয় ম্যাচ বাকি থাকতে)।২০১৬ সালে সিটিতে যোগদানের পর গার্দিওলা দলকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছেন।

তার কোচিং ক্যারিয়ারে কখনও কোনো ক্লাবকে তৃতীয় স্থানের নিচে নিয়ে যেতে হয়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন।

এই মৌসুমে তার নিজের কাজকে কীভাবে মূল্যায়ন করেন এমন প্রশ্নের জবাবে ৫৪ বছর বয়সী গার্দিওলা বলেন, ‘এই মৌসুমে? সত্যিই দুর্বল।’

তিনি আরো বলেন, ‘আমরা অতীতে যেসব শিরোপা জিতেছি, সেখানে প্রতিপক্ষরা কখনো আমাদের জন্য লাল গালিচা পেতে দেয়নি।

আমার দায়িত্ব ছিল এই পরিস্থিতি কাটিয়ে ওঠা, যা আমি এই মৌসুমে করতে পারিনি।"

গার্দিওলা জানান, ‘এর পেছনে “কিছু ছোটখাটো বিষয়” রয়েছে, তবে তিনি আশা প্রকাশ করেন, এটা পরবর্তী মৌসুমে ঘটবে না। এটি গুরুত্বপূর্ণ।’

এদিকে, রবিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের মুখোমুখি হবে সিটি।

টানা সপ্তমবারের মতো সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্য থাকলেও, গার্দিওলা স্পষ্ট করে দিয়েছেন—এফএ কাপ জয় বা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনও এই মৌসুমের ব্যর্থতা ঢাকতে পারবে না।

তিনি বলেন, ‘এফএ কাপের ফাইনালে পৌঁছানো এবং এটি জেতা, পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের জন্য কোয়ালিফাই করা সিটির জন্য একটি বড় সাফল্য হবে। তবে মৌসুমটি অত্যন্ত খারাপ ছিল এবং এটি পরিবর্তন হবে না।’

‘আমাদের মান এবং অনেক কিছুই ভালো ছিল না, এটি বাস্তবতা। আমরা একটি শিরোপা জিতলেই বা চ্যাম্পিয়নস লিগের জন্য যোগ্যতা অর্জন করলেই এটি পরিবর্তন হবে না।

মন্তব্য

রোনালদোকে ছুঁয়ে এমবাপ্পে বললেন, এটা খুবই স্পেশাল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রোনালদোকে ছুঁয়ে এমবাপ্পে বললেন, এটা খুবই স্পেশাল
ছবি : এএফপি

লা লিগায় শনিবার রাতে লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। এই দুই গোলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হয়ে গেল ৩৩টি। রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমেই সবচেয়ে বেশি গোলের তালিকায় ফরাসি তারকা স্পর্শ করলেন তার আদর্শ রোনালদোকে।

রিয়ালের হয়ে নিজেদের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছিলেন রোনালদো।

৪৪ ম্যাচে এমবাপ্পের গোলও এখন ৩৩। পর্তুগিজ মহাতারকা অবশ্য ম্যাচ খেলেছিলেন ৩৫টি। এমবাপ্পে তাকে ছুঁলেন ১০ ম্যাচ বেশি খেলে। সামনের ম্যাচগুলো দিয়ে নিশ্চিতভাবেই ‘সিআর সেভেন’কে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে।

স্প্যানিশ ক্লাবটিতে প্রথম মৌসুমে ৩৩ গোল করেছিলেন রুড ফন নিস্টলরয়ও। সাবেক ডাচ তারকা খেলেছিলেন ৪৭ ম্যাচ। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ৩০ গোল করেছিলেন ৪৪ ম্যাচে।

এমবাপেদের ওপরে আছেন অবশ্য এখনও একজন।

চিলির কিংবদন্তি ইবান সামোরানো রিয়ালের জার্সিতে শুরুর মৌসুমে ৩৭ গোল করেছিলেন ৪৫ ম্যাচে। সামোরানোকেও পেছনে ফেলার সুযোগ আছে এমবাপ্পের। তবে আপাতত রোনালদোকে স্পর্শ করতে পেরেই উচ্ছ্বসিত এমবাপ্পে।

‘এটা খুবই স্পেশাল। রোনালদোর সমান গোল কতে পারা সবসময়ই দারুণ।

আমরা জানি, রেয়াল মাদ্রিদের জন্য রোনালদো কেমন… এবং আমার জন্যও…, সে আমাকে অনেক পরামর্শ দেয়। সে অনেক গোল করেছে। তবে আমাদের শিরোপাও জিততে হবে।।’

রোনালদোর পাশে নাম লেখানোর পর ২৬ বছর বয়সী তারকা জানালেন, প্রিয় নায়কের সঙ্গে তার কথা হয় নিয়মিতই। তবে ব্যক্তিগত এসব অর্জন ছাপিয়ে দলীয় প্রাপ্তির দিকে চোখ তার। ‘আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হয়, সবসময় কথা চলেই। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা খুবই ভালো। তবে আমি তো সবসময়ই বলি, এখানে ট্রফি জিততে হবে আমাদের।’

এই জয়ে পয়েন্টের দিক থেকে বার্সাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সাই। ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৩, এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্টও ৬৩। গোল ব্যবধানেও অবশ্য রিয়ালের (‍+৩৩) চেয়ে এগিয়ে আছে বার্সা (‍+৫১)।

মন্তব্য

মাঠে ফিরেই গোল মেসির, জিতল মায়ামি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মাঠে ফিরেই গোল মেসির, জিতল মায়ামি
ছবি : এএফপি

দুই সপ্তাহ পর মাঠে নেমে গোল পেলেন লিওনেল মেসি। তার গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে চলে এসেছে দক্ষিণ ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় আজ রোববার ভোরে ইন্টার মায়ামির হয়ে ৫৫ মিনিটে মাঠে নামেন মেসি।

নামার দুই মিনিটের মধ্যে গোল করেন আর্জেন্টাইন তারকা। লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের নিখুঁত এক শটে বল পাঠান জালে। এই মৌসুমে এটি মেসির তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এবারের এমএলএস মৌসুমে মেসি যে তিন ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল অথবা গোলে সহযোগিতা করে অবদান রেখেছেন।
 

ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। রবার্ট টেলরের গোলে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ছিল তারা। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিই জেতে ম্যাচটা।

 

দুই সপ্তাহ আগে অ্যাটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে চোট পান মেসি। সঙ্গে পেশির চোটও ছিল। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এই সময় বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচই মিস করেছেন তিনি। তবে ফিফা উইন্ডো চলাকালীন ইন্টার মায়ামির কোনো ম্যাচ না থাকায় ক্লাবের হয়ে কোনো ম্যাচ মিস করেননি তিনি।

 

ইন্টার মায়ামি এখন পর্যন্ত এমএলএসে ৫ ম্যাচ খেলে একটাও হারেনি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচেও অপরাজিত তারা।

৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে এমএলএসে পরের ম্যাচটা খেলবে। তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির বিপক্ষে মুখোমুখি হবে আগামী বুধবার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ