আ. লীগকে আর কোনো সুযোগ নয় : নাসির উদ্দীন

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
আ. লীগকে আর কোনো সুযোগ নয় : নাসির উদ্দীন
ছবি : কালের কণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘শুধু স্বৈরাচারী আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চায় জাতীয় নাগরিক পার্টি। কারণ, আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েম করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। তাই তাদের আর কোনো সুযোগ নয়।’

আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের কালিবাড়ী এলাকায় স্থানীয় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের স্বাধীন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

আরো পড়ুন
ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান হাইওয়ে পুলিশের

ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান হাইওয়ে পুলিশের

 

নাসির উদ্দীন বলেন, ‘রাজধানী ঢাকায় সেই জুলাই বিপ্লবে কতজনকে যে হারিয়েছি! পঙ্গুত্ববরণ করেছেন আরো অনেক। আর তাদের রক্তের ওপর দিয়ে আমাদের নতুন এই স্বাধীনতা। সুতরাং এর মর্যাদা ধরে আগামী বাংলাদেশ গড়তে হবে।

এতে আরো বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব মো. মিরাজ মিয়া, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সফিক আলম।

মন্তব্য

সম্পর্কিত খবর

মা-মেয়ে-স্ত্রীর সঙ্গে ছবি

স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি : তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি : তারেক রহমান
ছবি ফেসবুক থেকে নেওয়া

বেশ কয়েক বছর পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতরের দিনে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন তারেক রহমান।

সেই ছবিতে তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানও রয়েছেন।

ছবিটি শেয়ার করে তারেক রহমান ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করছে। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।’

তিনি বলেন, ‘১৭ বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ প্রার্থনা করে এসেছেন যে তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করবেন; যেখানে স্বৈরাচার তাদের কণ্ঠস্বরকে দমন করতে পারবে না।

২০২৪ সালে সেই প্রার্থনার প্রতিফলন এসেছে। এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে দুই হাজারেরও বেশি জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এই ঈদে আমরা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত একটি দেশে পবিত্র রমজান মাসের পর এই বরকতময় দিনটি উদযাপন করছি। সর্বশক্তিমান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার জন্য এবং সেই সংগ্রামের ক্ষত বহনকারী শহীদদের জন্য প্রার্থনা করছি।

তিনি আরো বলেন, ‘সর্বজনীন ঐক্যের এই উৎসবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীসহ সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানাচ্ছি, স্বৈরাচারমুক্ত দেশে আমাদের প্রথম ঈদের আনন্দ প্রিয়জনদের হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন এমন পরিবারের সাথে ভাগাভাগি করে নিন।’

তারেক রহমান এ-ও বলেন, ‘যাদের সময় এবং সামর্থ্য আছে তাদের প্রতি আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের কমিউনিটির মানুষের যত্ন নিন, আপনাদের সহকর্মী দেশবাসীর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। এতিমখানার শিশুদের সাথে খাবার ভাগাভাগি করুন—যুবকদের যারা পরিবারের অনুপস্থিতিতে তাদের প্রাতিষ্ঠানিক বাড়িতেই ঈদ উদযাপন করতে বাধ্য। দরিদ্রদের প্রতি আপনাদের সমর্থন জানান, যাতে অর্থনৈতিক দুর্দশা তাদের আনন্দের এই মুহূর্তটি কেড়ে না নেয়।’

1

তিনি বলেন, ‘আমি পরিবহন মালিক এবং শ্রমিকদের কাছে আবেদন করছি যে তারা অতিরিক্ত ভাড়া আরোপ করা থেকে বিরত থাকুন, যাতে ঘরমুখো যাত্রীরা বাড়তি বোঝা ছাড়াই তাদের পরিবারের সাথে ঈদের জন্য পুনরায় মিলিত হতে পারেন।

তিনি আরো বলেন, ‘আমরা যখন উৎসব উদযাপন করছি অতীতের শক্তিগুলো আমাদের জাতিকে অস্থিতিশীল করার জন্য বদ্ধপরিকর। আমি সকল নাগরিককে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, যারা এই কষ্টার্জিত শান্তি বিঘ্নিত করতে চায় তারা যেন তাদের এজেন্ডার জন্য ঈদের ছুটিকে কাজে লাগাতে না পারে। যদি আমরা একসাথে দাঁড়াতে ব্যর্থ হই, তাহলে এই শক্তিগুলো আমাদের ঐতিহাসিক বিজয়কে নষ্ট করার ঝুঁকিতে ফেলতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘পরিশেষে, আমি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলাকে ঈদের সময় আরো সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি; যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের জনসাধারণের জীবন ও সম্পত্তির ক্ষতি করা থেকে বিরত রাখতে।’

‘স্বাধীন বাংলাদেশে এই প্রথম ঈদ হোক সকলের জন্য শান্তি, ঐক্য এবং আনন্দের ভাগাভাগি। আমি আল্লাহর কাছে এই আশীর্বাদ প্রার্থনা করি।’

মন্তব্য

শহীদ মীর মুগ্ধর বাসায় জামায়াত আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শহীদ মীর মুগ্ধর বাসায় জামায়াত আমির
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় তার বাসায় যান তিনি।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা।

ডা. শফিকুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

মায়ের অসুস্থতায় দেশে ফিরলেন সৈয়দা শর্মিলা রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মায়ের অসুস্থতায় দেশে ফিরলেন সৈয়দা শর্মিলা রহমান
সংগৃহীত ছবি

মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর-উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

রবিবার (৩০ মার্চ) লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

শর্মিলা রহমানের মা মিসেস মোকারেমা রেজা (৭০ বছর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।

আরো পড়ুন
৩০ চীনা কম্পানির ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি মিলেছে

৩০ চীনা কম্পানির ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি মিলেছে

 

উল্লেখ্য, সৈয়দা শর্মিলা রহমানের বাবা প্রয়াত এম এইচ হাসান রাজা।

পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসানের পর আগামীকাল প্রথম ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। সংগত কারণেই এবারের ঈদ উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। 

রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদ মিছিল, মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ও নেত্বত্ব দেওয়া ছাত্র-জনতা।

আরো পড়ুন
ঈদের নামাজ যেভাবে পড়বেন

ঈদের নামাজ যেভাবে পড়বেন

 

তবে এই আমেজের মধ্যেও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের ভুলে যাননি আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

এবারের ঈদ উৎসব নিয়ে রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সাদিক কায়েম।

তিনি তার পোস্টে বলেছেন, ‘গত বছর যে সন্তানরা এসে মাকে সালাম করত, তাদের সহস্রজন আজ শহীদ! আমাদের একটা উৎসবমুখর ঈদ উপহার দিতে গিয়ে কত প্রাণ পেয়েছে শাহাদাতের ঠিকানা। ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না আমরা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জানাই ঈদ মোবারক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ