‘জিএম কাদেরকে ফোন, আপনি ঢাকা গেলেই অ্যারেস্ট হবেন’

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
‘জিএম কাদেরকে ফোন, আপনি ঢাকা গেলেই অ্যারেস্ট হবেন’
ছবি: কালের কণ্ঠ

গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আমাকে ঢাকা থেকে আজকে একজন বলেছে, আপনি ঢাকা গেলেই আপনাকে অ্যারেস্ট করা হবে। রংপুরে লোকের সামনে সরকার আপনাকে অ্যারেস্ট করতে পারবে না। এটাকে আমি আমার অন্তর থেকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছিলাম। আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করিনা এবং আমার কাছে এটি ভালো লেগেছে যে রংপুরের লোক সব সময় সত্যের পথে থাকে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জিএম কাদের বলেন, সারা দেশ একদিকে, রংপুরের লোক আরেকদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছেন। ওরা গতানুগতিক ধারায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় না।

সত্যের পথে দাঁড়ায়। তারা দেখিয়েছে যখন এরশাদ সাহেবকে নিয়ে আন্দোলন করা হয়।

জিএম কাদের বলেন, উই ডোন্ট মাইন্ড। তোমরা জনসম্মুখে থাকো।

কারণ তোমাদের যেন মানুষ ভুলে যায়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পাঁয়তারা করছে। এসব পাঁয়তারা আমরাও ওয়াকিফহাল আছি। এসব পাঁয়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করব। যেখানেই আমাদের বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
জীবন দিয়ে হলেও সেটা আমরা করব।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কখনো অবাধ সুষ্ঠু বলা যাবে না। প্রতিটি রাজনৈতিক দল, যেগুলো বৈধ রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে সঠিকভাবে নির্বাচন দিতে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঘরের আড়ায় ঝুলছিল প্রতিবন্ধী যুবকের নিথর দেহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
ঘরের আড়ায় ঝুলছিল প্রতিবন্ধী যুবকের নিথর দেহ
সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সুমন মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সুমন ওই গ্রামের রফিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন।

সোমবার সন্ধ্যায় তাকে একা বাড়িতে রেখে তার বাবা রফিক মিয়া ধান খেতে পানি দেওয়ার জন্য বের হন। খেতে পানি দেওয়া শেষে বাড়ি ফিরে দেখেন- ছেলের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ দৃশ্য দেখে তিনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য

নওগাঁয় উপজেলা আ. লীগের সভাপতি বুলু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নওগাঁয় উপজেলা আ. লীগের সভাপতি বুলু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নওগাঁর বদলগাছী আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। 

আরো পড়ুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

 

ঘটনার পরের দিন বেলাল হোসেন শৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ নেতাকর্মীসহ আরো অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় বুলুকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন
২৫ মার্চ 'গণহত্যা দিবস' আজ

২৫ মার্চ 'গণহত্যা দিবস' আজ

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আবু খালেদ বুলু বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য

বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার
সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ফৌজিয়া আফরিন (৩৪) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে পৌর এলাকার তিনানী পাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।

নিহত স্কুল শিক্ষিকা বগারচর ইউনিয়নের জাকিরুল ইসলামের স্ত্রী। তিনি রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, আজ মঙ্গলবার সকালে নিজবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে বকশীগঞ্জ পৌর শহরে যাচ্ছিলেন ফৌজিয়া আফরিন। পথিমধ্যে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে তিনানী পাড়া নামক স্থানে আসলে বিপরীতগামী একটি পিকআপ ভ্যান সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন অটোভ্যানে থাকা স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন। পরে স্থানীয়রা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে।

মন্তব্য

ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে ঘেরাও করে মারধর

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে ঘেরাও করে মারধর
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জে প্রকাশ্যে বিপনী বিতানে ঢুকে ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক কর্মকর্তাকে ঘেরাও করে মারপিটের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টায় হবিগঞ্জ জেলা শহরের ঘাটিয়াবাজারে এসডি প্লাজা নামে ওই দোকান তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযুক্ত শামীম আল মামুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক পদে কর্মরত।

আরো পড়ুন
বন্ধ হচ্ছে অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল, বিটিআরসির নির্দেশ

বন্ধ হচ্ছে অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল, বিটিআরসির নির্দেশ

 

সরেজমিনে দেখা যায়, সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এসডি প্লাজার সামনে ঘাটিয়াবাজারের কয়েকশো ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতা ওই কর্মকর্তাকে ঘেরাও করে রেখেছেন।

উত্তেজিতরা ভুয়া, ভুয়া স্লোগান দিয়ে তাকে মারধরের চেষ্টা করেন। পরে থানার পুলিশ ও ব্যবসায়ী নেতারা গিয়ে তাকে ঘিরে ধরে নিরাপত্তা দেন। তাকে পুলিশের পিকআপ ভ্যানে তোলে নেওয়ার সময় কয়েকজন উত্তেজিত লোক চড়-থাপ্পড় দিতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

দোকান মালিকের ছেলে শুভ দাশ জানান, শামীম আল মামুন এক সপ্তাহ আগে এসডি প্লাজায় একা গিয়ে কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর বিভিন্ন ধারায় মামলা দায়েরের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করন। সেদিন টাকা দেওয়া হয়নি। পরে সোমবার রাতে আরেক দফায় দোকানটিতে গিয়ে ঘুষের টাকার জন্য চাপ দেন।

এ সময় দোকানের লোকজন ও কাস্টমস কর্মকর্তার মধ্যে উত্তেজনা দেখা দিলে কয়েক শো লোক এগিয়ে এসে তাকে ঘেরাও করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

আরো পড়ুন
আবারো মা হলেন এমি জ্যাকসন

আবারো মা হলেন এমি জ্যাকসন

 

পুলিশ হেফাজতে থাকা কাস্টমস কর্মকর্তা শামীম আল মামুন জানান, ঘুষ চাওয়ার বিষয়টি মিথ্যা। তিনি দায়িত্ব পালনে এসডি প্লাজায় গিয়েছিলেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী বলেন, ‘ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা দুইপক্ষ বিপরীতমুখী বক্তব্য দিচ্ছেন।

মূল ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ