দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন-শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ এনেছে শাওমি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘সেলিব্রিটিং ঈদ উইথ মি’ আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন। শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটি ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। শাওমি রেডমি এ৫ স্মার্টফোনটি ৪জিবি+৬৪জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা।