ঈদের জামাত রাস্তার ওপর পড়লে কঠোর ব্যবস্থার কথা জানাল ভারতের উত্তর প্রদেশের মিরাট পুলিশ। জামাআতুল বিদার (রমজানের শেষ শুক্রবার) এবং ঈদ-উল-ফিতর-এর নামাজও নির্ধারিত মসজিদে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিরাট পুলিশ সতর্কতা জারি করে বলেছে, এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং বলেছেন, স্থানীয় মসজিদ বা নির্ধারিত ঈদগাহে ঈদের নামাজ পড়া উচিত, কারো রাস্তায় নামাজ পড়া উচিত নয়।
কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, ‘যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়, তবে তাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে। আদালত থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়বে। আদালত কর্তৃক ব্যক্তিদের ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এ ধরনের নথি বাজেয়াপ্ত করা থাকে।
’
মিরাটের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিপিন তাদা জানান, জেলা এবং থানা উভয় স্তরেই বৈঠক করা হয়েছে এবং সকল পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে।
এসএসপি আরো বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করছে বা অস্থিরতা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোর উপরও কড়া নজর রাখছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।’
নিরাপত্তা জোরদার করার জন্য প্রাদেশিক সশস্ত্র কনস্টেবল (পিএসি) এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনশীল এলাকা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএসপি তাদা আরো বলেন, প্রশাসন শান্তি বজায় রাখতে এবং আসন্ন উৎসবগুলো সুষ্ঠুভাবে পালন নিশ্চিত করতে বিশিষ্ট নাগরিক এবং ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নজরদারির ড্রোন মোতায়েন করা হবে এবং স্থানীয় গোয়েন্দা দলগুলো সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জয়ন্ত সিং চৌধুরী জানিয়েছেন। তিনি আরো বলেন, সকল সংবেদনশীল স্থানে ইউনিফর্ম এবং সাদা পোশাকের অফিসাররাও মোতায়েন থাকবে।
মিরাট পুলিশ সতর্ক করেছে, যারা এই আদেশ লঙ্ঘন করবে তাদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে এবং নতুন পাসপোর্ট পেতে আদালতের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রয়োজন হবে।
সূত্র : এনডিটিভি