ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ওয়াই-ফাই রাউটার

  • অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তোমরা রাউটার সম্পর্কে জেনেছ। কম্পিউটার ও স্মার্টফোনে ইন্টারনেট সেবা পৌঁছে দেয় এ ডিভাইস—
আল সানি
আল সানি
শেয়ার
ওয়াই-ফাই রাউটার
বাসা ও অফিসে ব্যবহৃত ওয়াই-ফাই রাউটার। ছবি : সংগৃহীত

নেটওয়ার্কের সঙ্গে একাধিক কম্পিউটার ও স্মার্ট ডিভাইসকে যুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। কী ধরনের কাজে ব্যবহৃত হচ্ছে তার ওপর নির্ভর করে রাউটারের ধরন। বাসা বা অফিসে ব্যবহৃত বেশির ভাগ রাউটারে থাকে দুই থেকে চারটি ল্যান পোর্ট এবং ইন্টারনেট সংযোগের জন্য একটি ওয়্যান পোর্ট। তারহীন ইন্টারনেট সংযোগের জন্য এতে দেওয়া হয় ওয়াই-ফাই প্রযুক্তি।

আরো পড়ুন

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

 

ওয়াই-ফাই সিগন্যাল ছড়িয়ে দেওয়ার জন্য দুই থেকে ষোলোটি পর্যন্ত অ্যান্টেনা দেওয়া হতে পারে। বিদ্যুৎ সংযোগের জন্য থাকে একটি পাওয়ার পোর্ট। ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড প্রথম ব্যবহার শুরু হয় ১৯৯৭ সালে। কোনো একক গবেষকের আবিষ্কার নয় এ প্রযুক্তি, বরং ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স [আইইইই]-এর প্রণীত ৮০২.১১ নেটওয়ার্ক প্রটোকল স্ট্যান্ডার্ডকেই পরে ১৯৯৯ সালে ‘ওয়াই-ফাই’ নামে বাজারে আনে ওয়াই-ফাই অ্যালায়েন্স।

প্রায় ৮০০টি প্রতিষ্ঠান মিলে তৈরি এ অ্যালায়েন্সের মধ্যে আছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল, সিস্কো সিস্টেমস, ইন্টেল, মাইক্রোসফট, ব্রডকম ও কোয়ালকম। প্রথম ওয়াই-ফাই নেটওয়ার্কের গতি ছিল সর্বোচ্চ এক মেগাবিট। পরে তা ক্রমান্বয়ে বেড়ে আজ ১ হাজার ৮০০ মেগাবিট ছাড়িয়ে গেছে। 

আরো পড়ুন

চট্টগ্রাম-২ আসনে আলোচনায় বিএনপির কাদের জামায়াতের নুরুল

চট্টগ্রাম-২ আসনে আলোচনায় বিএনপির কাদের জামায়াতের নুরুল

 

তথ্য আদান-প্রদানের জন্য বেতার তরঙ্গের ২.৪ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করে এই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড।

বাড়তি গতির জন্য এখন ৫ ও ৬ গিগাহার্জ তরঙ্গও ব্যবহৃত হচ্ছে। উচ্চগতির হলেও ৫ বা ৬ গিগাহার্জ তরঙ্গের নেটওয়ার্ক বেশি দূর থেকে ব্যবহার করা যায় না, তাই এর পাশাপাশি এখনো চলছে ২.৪ গিগাহার্জ তরঙ্গের ব্যবহার।

রাউটারের সঙ্গে কম্পিউটার সংযুক্ত করার জন্য ল্যান ক্যাবলও ব্যবহার করা যেতে পারে। এভাবে দুই থেকে চারটি পর্যন্ত কম্পিউটার রাউটারে সংযুক্ত করা যায়। ল্যান ক্যাবলের মাধ্যমে সংযোগ বেশির ভাগ ক্ষেত্রে ডেস্কটপ পিসির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে ল্যাপটপও ল্যানের মাধ্যমে রাউটারে সংযুক্ত করা যেতে পারে।

ওয়াই-ফাইয়ের তুলনায় ক্যাবলের মাধ্যমে বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা যায়।

আরো পড়ুন

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

 

ল্যান ক্যাবল ব্যবহার করে রাউটারের ওয়্যান পোর্টে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। কিছু ইন্টারনেট সেবাদাতা সরাসরি গ্রাহকের বাসা বা অফিসে ল্যান ক্যাবলের মাধ্যমেই সংযোগ দিয়ে থাকে। তবে এখন এ কাজে অপটিক্যাল ফাইবারের ব্যবহার বেশি। রাউটারে সরাসরি অপটিক্যাল ফাইবার সংযুক্ত করা যায় না।

এর জন্য আলদা একটি ডিভাইসের প্রয়োজন, যার নাম অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট [ওএনইউ]। এটি সরাসরি অপটিক্যাল ফাইবারে সংযুক্ত হয়ে, ল্যান ক্যাবলের মাধ্যমে রাউটারের ওয়্যান পোর্টে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

দাখিল পরীক্ষার নতুন সময়সূচি

বাসস
বাসস
শেয়ার
দাখিল পরীক্ষার নতুন সময়সূচি
সংগৃহীত ছবি

দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ১৩ মে শেষ হবে এ বছরের দাখিল পরীক্ষা।

তবে ১৩ এপ্রিলের আরবি প্রথমপত্র পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। আর ব্যাবহারিক পরীক্ষা যথারীতি আগের সময় অনুযায়ী ১৪ থেকে ১৮ মে অনুষ্ঠিত হবে।

আজ রবিবার মাদরাসা শিক্ষা বোর্ড এই নতুন সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।

প্রকাশিত সময়সূচিতে শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনাবলিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল অথবা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।

আরো পড়ুন
মার্চের ১৫ দিনে রেমিট্যান্স ১৬৫ কোটি ডলার

মার্চের ১৫ দিনে রেমিট্যান্স ১৬৫ কোটি ডলার

 

এতে আরো বলা হয়, কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, পরীক্ষার্থীকে সৃজনশীল অথবা রচনামূলক (তত্ত্বীয়) বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে, প্রত্যেক পরীক্ষার্থী শুধু রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

এসএসসি পরীক্ষা চলাকালে বন্ধ সব কোচিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এসএসসি পরীক্ষা চলাকালে বন্ধ সব কোচিং
ফাইল ছবি

আসন্ন এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৫ এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, ‘প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে।

তিনি এ-ও বলেন, ‘পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সর্বত্র সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগাম বন্যাপ্রবণ এলাকায় পরীক্ষা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে সতর্ক থাকতে হবে।’

বাংলা প্রথম পত্রের মাধ্যমে আগামী ১০ এপ্রিল শুরু হবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) ১৩ মে।

১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

সভায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘২০২৫ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ও সুশৃংখলভাবে গ্রহণের ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা গ্রহণ একটি বিশাল কর্মযজ্ঞ, যার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হয়। এবারের এসএসসি পরীক্ষায় নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে।

এসব চ্যালেঞ্জ অতিক্রম করাসহ পরীক্ষার সময়ে যে কোনো সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তিত বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। ন্যাচারাল আবহাওয়া এবং বর্তমান পারিপার্শ্বিক অস্থিরতা মোকাবেলা করতে হবে। এ ছাড়াও অসাধু চক্রের যেকোনো অপতৎপরতাগর প্রতি নজর রাখতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের সাথে সংবেদনশীলতার সাথে আচরণ হবে।
শিক্ষার্থীদের ন্যায্য প্রাপ্ত নম্বর নিশ্চিত করতে হবে।’

সভায় পরীক্ষা চলাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়। গুজব প্রতিরোধে তাৎক্ষণিক জনসচেতনতার জন্য প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়। বোর্ড থেকে দূরবর্তী কেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত পূর্বক উত্তরপত্র দ্রুততম সময়ে বোর্ডে পৌঁছানোর জন্য ডাক বিভাগকে অনুরোধ জানানো হয়। বোর্ডের নিকটবর্তী কেন্দ্রগুলো থেকে উত্তরপত্র দ্রুততম সময়ে সরাসরি বোর্ড পৌঁছানোর ব্যবস্থা করতে হবে বলেও জানানো হয়।

২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪,৯০,১৪২ জন। এরমধ্যে ছাত্র ৭,০১,৫৩৮ জন ও ছাত্রী ৭,৮৮,৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮,০৮৪টি।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৯৪,৭২৬ জন। এরমধ্যে ছাত্র ১,৫০,৮৯৩ জন, ছাত্রী ১,৪৩,৮৩৩ জন।পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি প্রতিষ্ঠানের সংখ্যা ৯,০৬৩টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১,৪৩,৩১৩ জন। এরমধ্যে ছাত্র ১,০৮,৩৮৫ জন ও ছাত্রী ৩৪,৯২৮জন।

প্রাসঙ্গিক
মন্তব্য

ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
শেয়ার
ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার
ছবি : কালের কণ্ঠ

ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দুই শিক্ষার্থীর নাম বিকর্ণ দাশ দিব্য ও প্রণয় কুণ্ডু। তারা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যয়নরত। আজ রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে বিষয়টা জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘গত শুক্রবার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। তাদের বিভাগ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তাদের কারণ দর্শানো নোটিশের জবাব দিলেও সেটি সন্তোষজনক হয়নি বলে জানানো হয়। এ বিষয় নিয়ে আজ ডিসিপ্লিন বোর্ডের জরুরি মিটিং হয়।

মিটিংয়ে দুই শিক্ষার্থীকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’

গত শুক্রবার (১৪ মার্চ) রাতে ইসলাম ধর্ম অবমাননা নিয়ে বিকর্ণ দাশ দিব্য এবং প্রণয় কুণ্ডুর ফেসবুক পোস্ট এবং কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই রাতেই দুই শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে ক্যাম্পাস বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে দুই শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

আজ জরুরি ডিসিপ্লিন বোর্ড মিটিংয়ে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এদিকে গতকাল রাতে ফার্মেসি বিভাগের সনাতন বিদ্যার্থী সংসদের সদস্যদের মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। ওই গ্রুপে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিদ্যুৎ সরকার, সুবর্ণা সরকার, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপু বিশ্বাস, ২০১৯-২০ শিক্ষাবর্ষের তনয় সরকার এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের অংকন ঘোষ ইসলাম অবমাননা করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। নতুন করে এই পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং প্রশাসনিক ভবনে তালা মেরে দেন।

এরপর প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান শুরু করেন। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও তারা সাত শিক্ষার্থীর বহিষ্কারের সিদ্ধান্ত ছাড়া স্থান ত্যাগ করবেন না বলে জানান।

দুপুর আড়াইটার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার এবং ২৪ ঘণ্টার মধ্যে ফার্মেসি বিভাগের পাঁচ শিক্ষার্থীর বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত দেওয়ার কথা জানান। তারপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে অবস্থান ত্যাগ করেন।

মন্তব্য

সেশনজটমুক্ত হচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় : ভাইস চ্যান্সেলর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সেশনজটমুক্ত হচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় : ভাইস চ্যান্সেলর
সংগৃহীত ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, ‘সব ঠিকঠাক থাকলে আগামী এক বছরের মধ্যেই সেশনজটমুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এ জন্য বিভিন্ন বর্ষের বকেয়া পরীক্ষাগুলো খুব অল্প সময়ের মধ্যেই নেওয়া হবে এবং ফলাফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।’

আজ রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অধিভুক্ত মাদরাসাসমূহের আটটি ব্যাচের মূল সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন
বইটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা, সম্পূর্ণ গণ-অভ্যুত্থানের ইতিহাস নয় : আসিফ মাহমুদ

বইটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা, সম্পূর্ণ গণ-অভ্যুত্থানের ইতিহাস নয় : আসিফ মাহমুদ

 

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী ও রেজিস্ট্রার মো. আইউব হোসেন বক্তৃতা করেন।

এ সময় অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল (স্নাতক) অনার্স-২০১৯, ২০২০ ও ২০২১, কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স-২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ এবং কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি-২০১৮ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ ও নম্বরপত্র বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষগণকে যথা সময়ে মূল সনদ ও নম্বরপত্র গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ