অবশেষে বিলুপ্ত কোয়াবের কমিটি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অবশেষে বিলুপ্ত কোয়াবের কমিটি
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আহ্বায়ক সেলিম শাহেদ। ছবি : ভিডিও থেকে

দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠন ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পুনর্গঠনের আলোচনা হচ্ছিল। কিন্তু কখনো আশার আলো দেখেনি। আজ মিরপুরে আলোচনা শেষে সর্বশেষ কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এতে কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা নাঈমুর রহমান ও দেবব্রত পালের দীর্ঘ ১১ বছরের রাজত্বের অবসান হয়েছে।

কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি দুজনই মেনে নিয়েছেন বলে আজ জানিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান।

সর্বশেষ কমিটিই শুধু ভেঙে দেওয়া হয়নি, আজ নতুন একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। যার নেতৃত্বে আছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির কাজ করা সেলিম শাহেদ। তিনি ছাড়া আহ্বায়ক কমিটিতে আরো ১২ সদস্য আছেন।

আট বিভাগীয় দলের প্রতিনিধির সঙ্গে আছেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত

দায়িত্ব নেওয়ার পর আহ্বায়ক সেলিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের প্রথম কাজ হবে গঠনতন্ত্রকে একটা কাঠামোর মধ্যে আনা। যেন প্রক্রিয়াটা মেনে চলা হয়। সিস্টেমটার উন্নতি করার চেষ্টা করব। গঠনতন্ত্র আপডেট করব।

কারা ভোটার, এটারও কিন্তু কোনো গাইডলাইন নেই। এটা করতে ৩ মাসও লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করার চেষ্টা করব।’ সর্বশেষ ২০২৩ সালে কোয়াবের বার্ষিক সভা হয়েছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
ছবি : এএফপি

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের। সুখবর শোনার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির দল। ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে ‘সুখবর’ উদ্‌যাপন করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর যে প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনা সফরে যায় ব্রাজিল। ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই।

উল্টো চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে, ১২ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্যবধান কমায়। ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার  অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয়।
এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। 

গোল পেতে মরিয়া ব্রাজিল বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। কিন্তু তাতেও খেলার খুব আহামরি পরিবর্তন হয়নি। রাফিনিয়া চেষ্টা করেছেন। কিন্তু জালের দেখা পাননি।

উল্টো আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দিকহারা। ৭১ মিনিটে তালিয়াফিকোর ক্রস বেশ কঠিন কোণ থেকে নেওয়া শটে গোল করেন আলমাদার বদলি নামা জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিনরা।

মন্তব্য

‘হামজা দেখিয়েছে সে কতটা ভালো’

শিলং থেকে প্রতিনিধি
শিলং থেকে প্রতিনিধি
শেয়ার
‘হামজা দেখিয়েছে সে কতটা ভালো’
ছবি: মীর ফরিদ, শিলং থেকে

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞতাসম্পন্ন একজন ফুটবলার বাংলাদেশ দলের সঙ্গে কীভাবে মানিয়ে নেয় সেটা নিয়ে ছিল কৌতূহল। রাকিব হোসেন-শেখ মোরসালিনরা হামজাকে বুঝতে পারবেন কিনা এ নিয়েও ছিল নানা প্রশ্ন। তবে লাল-সবুজের জার্সিতে প্রথম ম্যাচেই অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন হামজা। কড়া ট্যাকেল, নিখুঁত পাসিংয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

মোরসালিন, হৃদয়রা ভুল করলে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আবার ট্যাকেল জিতে পুরো দলকে সাহস জুগিয়েছেন। ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বাংলাদেশ কোচ হাভিয়ে কাবরেরা তাই হামজার প্রশংসায় মেতে উঠলেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কাবরেরা বলেছেন, ‘হামজা দেখিয়েছে সে কতটা ভালো।

সে তার মান দেখিয়েছে। দারুণ ফুটবলার সে। এই দলের সঙ্গে সে দারুণভাবে মানিয়ে নিয়েছে।’ র‍্যাংকিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আধিপত্য দেখিয়ে খেলতে পেরেই খুশি কাবরেরা, ‘ম্যাচে কোনো সময়ই ভারত আমাদের উপরে ছিল না।
আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। প্রথমার্ধে আমরা তিনটা-চারটা সুযোগ তৈরি করেছি, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারিনি।’

ফিনিশিং আরো নিখুঁত হওয়ার আশা করেছিলেন কাবরেরা, ‘আসলে আমাদের নিখুঁত স্ট্রাইকারের অভাব নেই। রাকিব আজ অসাধারণ ছিল, সে সারাক্ষণ ওদের রক্ষণে চাপ দিয়ে গেছে। আল আমিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন আছে স্ট্রাইকার হিসেবে, কিন্তু আমাদের ফিনিশিংয়ে নিখুঁত হতে হবে।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

আমরা জিততে পারতাম বললেন হামজা

রানা শেখ শিলং থেকে
রানা শেখ শিলং থেকে
শেয়ার
আমরা জিততে পারতাম বললেন হামজা
ছবি : মীর ফরিদ, শিলং থেকে

ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের মিক্সড জোনে গণমাধ্যমকর্মীদের ভিড়। উদ্দেশ্য হামজা চৌধুরীর সঙ্গে কথা বলা। সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোরা মন খারাপ নিয়ে বেরিয়ে যাওয়ার মিনিট দশেক পর এক এক করে বের হয়ে এলেন শেখ মোরসালিন, তপু বর্মণ, তারিক কাজীরা। যার জন্য অপেক্ষা সেই হামজা এলেন একদম শেষে।

তাকে পেয়েই গণমাধ্যমকর্মীররা একের পর এক প্রশ্ন ছুঁড়লেন।

হামজাও হাসি-মুখে প্রশ্নের উত্তর দিতে থাকলেন। চার-পাঁচটি সহজ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু তা কাজে লাগিয়ে গোল পাওয়া হয়নি।

হামজার এ নিয়ে আক্ষেপ আছে কিনা? ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সহজ সরল উত্তর, ‘আমরা আজ জিততে পারতাম। কিন্তু ফুটবলে এরকম মিস হয়েই থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও হয় এরকম। আমাদের এটা বাজে দিন ছিল।
’ ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে জয় পেতে পারত কয়েক গোলের ব্যবধানে। কিন্তু মজিবুর রহমান জনি, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমনরা সুযোগ নষ্টের মিছিলে নামেন এদিন। হামজার তাই জয় না পাওয়ার আক্ষেপ করে গেলেন।

তবে ব্যক্তিগতভাবে দারুণ উজ্জ্বল ছিলেন হামজা। লাল-সবুজের জার্সিতে অভিষেক ম্যাচেই হৃদয় জয় করে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার।

ম্যাচ না জিতলেও হামজা যেন ‘জিতে’ গেছেন এদিন। নিখুঁত পাসিং, কড়া ট্যাকেল করে ভারতীয় ফরোয়ার্ডদের আক্রমণ ভেস্তে দিয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে এক পয়েন্ট এনে দিয়েছেন। প্রতিটা ট্যাকেলের পর সতীর্থদের উজ্জীবিত করেছেন। হামজা বলেছেন, ‘খেলায় আমাদের খুব ব্যস্ত থাকতে হয়েছে। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।’ প্রথমবার লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে পেরে গর্বিত হামজা, ‘আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এই দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।’

মন্তব্য

২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ
বাংলাদেশের সঙ্গে মেয়াদ বাড়ার পর এমনই খুশি হয়েছেন সিমন্স। ফাইল ছবি

গুঞ্জনটা আগে থেকেই ছিল মেয়াদ বাড়ছে ফিল সিমন্সের। আজ সেই গুঞ্জনটাই সত্যি হলো। ২০২৭ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোচের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

চন্দিকা হাতুরাসিংহ চাকরিচ্যুত হওয়ার পর স্বপ্ল সময়ের জন্য দায়িত্ব পেয়েছিলেন সিমন্স। নির্দিষ্ট করে বললে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হওয়া ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে বাংলাদেশ ভালো না করলেও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই ৬১ বছর বয়সী কোচকে দায়িত্ব দিয়েছে বিসিবি। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ।

আরো পড়ুন
সুযোগ পেয়েও ২২ বছরের জয়খরা কাটানো হলো না বাংলাদেশের

সুযোগ পেয়েও ২২ বছরের জয়খরা কাটানো হলো না বাংলাদেশের

 

মেয়াদ বাড়ায় খুশি হয়েছেন সিমন্স। তিনি বলেছন, ‘দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে দারুণ সব প্রতিভাবান ক্রিকেটার আছে। বিশ্বাস করি এক সঙ্গে দারুণ কিছু অর্জনের সম্ভাবনা আমাদের রয়েছে।

নতুন যাত্রায় এগিয়ে যেতে মুখিয়ে আছি।’

আরো পড়ুন
‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’

‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’

 

২০০০ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া সিমন্স জিম্বাবুয়ের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচ হওয়ার পর পরে আয়ারল্যান্ডের দায়িত্ব পালন করেছেন। সাফল্য পেয়েছে নিজ দেশের হয়েই। ২০১৬ সালে তার অধীনেই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

পরে আফগানিস্তান, ক্যারিবিয়ান হয়ে বাংলাদেশের দায়িত্ব নেন ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলা সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ