সুযোগ বহুদলীয় গণতন্ত্র পথচলা নিশ্চিতের

  • তারেক রহমান
শেয়ার
সুযোগ বহুদলীয় গণতন্ত্র পথচলা নিশ্চিতের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর এখন সুযোগ এসেছে বাংলাদেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত করার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে গতকাল তিনি কথা বলেন। তারেক রহমান সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার বছরের সংগ্রামমুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা।

আজকের এই দিনে আমি দেশবাসী, প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, এই স্বাধীনতা দিবসে আনন্দের মুহূর্তের মধ্যে প্রথমেই যে কথা মনে পড়ে, তাহলো এ দেশের অগণিত দেশপ্রেমিক শহীদের আত্মদান। আমি এ মহান দিনে তাঁদের গভীর শ্রদ্ধা জানাই। যাঁদের অবিস্মরণীয় আত্মদানে অর্জিত হয়েছে দেশমাতৃকার মুক্তি।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমসহ সব জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা।

তিনি আরও বলেন, যাঁদের জীবনমরণ লড়াইয়ে ৯ মাসে আমরা বিজয় লাভ করেছি সেসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব মা-বোনের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধিকার আর স্বাধীনতাসংগ্রামের ধারাবাহিকতায় একাত্তরের মুক্তিযুদ্ধে রক্তস্নাত পথে বিশ্ব মানচিত্রে উদ্ভাসিত হয় আমাদের মানচিত্র।

এ দিনে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাঁর ঐতিহাসিক ঘোষণায় সেই মুহূর্তে দিশাহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয়মন্ত্র। একটি শোষণ, বঞ্চনাহীন, মানবিক সাম্যের উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্যক্রমে গণতন্ত্রবিনাশী শক্তির চক্রান্ত এখনো থেমে নেই।

বারবার ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও অবৈধ শক্তি আমাদের সে লক্ষ্য পূরণ করতে দেয়নি।

দেশি-বিদেশি চক্রান্তের ফলে আমাদের গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতি হোঁচট খেয়েছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চক্রান্তমূলকভাবে হত্যার পরে বেগম খালেদা জিয়ার সফল ও সার্থক নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের ধারা সূচিত হলেও গণতন্ত্রের শত্রুদের কারণে স্থায়ী ও মজবুত গণতান্ত্রিক কাঠামো তৈরি করা সম্ভব হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আ. লীগ দেশের মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আ. লীগ দেশের মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছে : রিজভী
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাঁওতাবাজি করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
চাঁদাবাজরা মনে করছে চাঁদা আদায় করা তাদের দায়িত্ব : আসিফ মাহমুদ

চাঁদাবাজরা মনে করছে চাঁদা আদায় করা তাদের দায়িত্ব : আসিফ মাহমুদ

 

প্রধান অতথির বক্তব্যে রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা ও কাজের সঙ্গে মিল ছিল না। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। ব্যাংক-বীমা ও বড়বড় প্রকল্পের আড়ালে তার পরিবার অর্থ লুট করেছে। যা সব দেশের বাইরে পাচার করেছে শেখ পরিবার।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে? আমরা নির্বাচনের জন্য দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানাই।’

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সেনা সদস্যকে মারধর, ছাত্রদল সভাপতির পদ স্থগিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সেনা সদস্যকে মারধর, ছাত্রদল সভাপতির পদ স্থগিত
সংগৃহীত ছবি

বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সব পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

আরো পড়ুন
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২৯টি নতুন প্রকল্প অনুমোদন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২৯টি নতুন প্রকল্প অনুমোদন

 

জানা যায়, গত সোমবার (২৪ মার্চ) ছুটিতে বাড়িতে এসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক সেনা সদস্য তার চাচার সঙ্গে বরিশাল সদরে বালু মহালের দরপত্র জমা দিতে গিয়ে অপহরণ ও মারধরের শিকার হয়েছেন। ঘটনার পরদিন মঙ্গলবার (২৫ মার্চ) ওই সেনা সদস্যের চাচা বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

পরে এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেন (৪২), বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুর হোসেন সুজন (৩৫) এবং হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার (৩৫)।

মামলার অন্য আসামিরা হলেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু (৩৬), বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী (৫২), রুবেল (৫১), বেলায়েত (৩২), মো. জাহিদ (৪৫), মহানগর মহিলা দলের নেত্রী ফরিদা বেগম (৪৫), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল ইসলাম (৫০), মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু (৪৮) এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নিজাম।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরেও কমিটি-বাণিজ্যসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুর সাংগঠনিক সব পদ সাময়িক স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রদল।

প্রাসঙ্গিক
মন্তব্য

২৪ যাদের জন্য ‘দ্বিতীয় স্বাধীনতা’, জানালেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২৪ যাদের জন্য ‘দ্বিতীয় স্বাধীনতা’, জানালেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। ফাইল ছবি

যারা ১৫ বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়।’

আজ বৃহস্পতিবার ২০২১ সালের আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীতে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তব্যকালে এসব বলেন নাহিদ ইসলাম।

এ সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির বাংলাদেশে আগমন জনগণ প্রত্যাখ্যান করেছিল বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

তিনি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দলের কার্যক্রম নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। স্বৈরশাসকরা নির্যাতন চালালে এক সময় বিচার হয়, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।’

ভারত-বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র।

তাদের সাথে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

মন্তব্য

আওয়ামী লীগ-জাতীয় পার্টির যোগসাজশেই মানুষ গণতন্ত্রের আবহাওয়া থেকে বঞ্চিত : আখতার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
আওয়ামী লীগ-জাতীয় পার্টির যোগসাজশেই মানুষ গণতন্ত্রের আবহাওয়া থেকে বঞ্চিত : আখতার

আওয়ামী লীগ-জাতীয় পার্টির যোগসাজশেই মানুষ গণতন্ত্রের আবহাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রহসনের তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশেই বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আবহাওয়া থেকে পরিপূর্ণ ভাবে বঞ্চিত হয়েছে।’ 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুরের সাত মাথায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট ছিল, তার সব থেকে বড় শক্তি ছিল এই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ২০২৪ সালে যে গণহত্যার সঞ্চলিত হয়েছে এই গণহত্যার প্রকাশ্য ইন্ধন দাতা সংগঠন আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, জুলাই আন্দোলনের যে হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যাকাণ্ডের ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি জড়িত।’ 

তিনি আরো বলেন,‎ ‘প্রধান উপদেষ্টা সম্প্রতি ডিসেম্বর ও জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন।

আমরা মনে করি, সরকারের তরফে যদি সদিচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যে সংস্কারের প্রাথমিক এবং বিচারের প্রাথমিক দৃশ্যমান কর্মসূচি হাতে নেওয়া সম্ভব। যদি রাজনৈতিক শক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করে তাহলে সংস্কার ও বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময় সীমার কথা বলেছেন সে সময়ের মধ্যে নির্বাচন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি তৈরি হতে পারে।’ 

এসময় এনসিপির স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ