বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিন এবং তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে।
গতকাল আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধিদল গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাঁকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেয়। গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাঁকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান।