নারায়ণগঞ্জে ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে শহরের এসএম মালেহ রোড এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। 

এতে ওই সড়কে সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় ভোগান্তিতে পড়ে পথচারীসহ সাধারণ মানুষ।

পরে শ্রমিকদের ছুটির দাবি মেনে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের এসএম মালেহ রোড এলাকায় রাসেল গার্মেন্টস শ্রমিকেরা ছুটি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুপুর ১২টার দিকে কারখানা থেকে রাস্তায় নেমে আসে শ্রমিকরা। পরে তারা এসএম মালেহ রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারীসহ যানবাহন যাত্রীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। দুপুর আড়াইটার দিকে আলোচনা করে শ্রমিকদের ছুটির দাবি মেনে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে যায় ।

কারখানার সুইং সেকশনের শ্রমিক জয়নাল আবেদিন জানান, সরকার ঈদে নয় দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদেরকে তিনদিনের ছুটি দিয়েছে। ছুটি নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের মারধর ও ভয়ভীতি দেখায় মালিকপক্ষের লোকজন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘মালিকপক্ষ শ্রমিকদের ছুটির দাবি মেনে নিলে দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি শান্ত হয়।

অন্য যে দাবি আছে ঈদের পর আলোচনা করে সমাধান করা হবে।’

এ বিষয়ে আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা জানান, ছুটি বৃদ্ধি নিয়ে রাসেল গার্মেন্টস শ্রমিকেরা বিক্ষোভ করেছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ১০ দিনের ছুটির দাবি মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শ্রমিকদের অভিযোগে কারখানার জিএম মোস্তফাকে শোকজ করা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি
জেলার মানচিত্র

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে ঈদের নামাজের পর এক দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় এক ইমামকে বরখাস্তের হুমকি দিয়েছেন স্থানীয় যুবদল নেতা। আজ সোমবার কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাতে এ ঘটনা ঘটে। ওই জামাতে ইমামতি করেন চর কাশিপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ ইমদাদুল হক।

ইমাম অভিযোগ করেন, নামাজের দোয়ায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সৈকত হাসান ইকবাল তাকে হয়রানি করেছেন।

আরো পড়ুন
ঈদে খাবারদাবার বেশি খেয়ে ফেললে কী করবেন

ঈদে খাবারদাবার বেশি খেয়ে ফেললে কী করবেন

 

তিনি একটি ফেসবুক পোস্টে ঘটনাটি উল্লেখ করেছেন যে তাকে "হয়রানি করা হয়েছিল এবং চাকরি হারানোর হুমকি দেওয়া হয়েছিল।"

ওই পোস্টে তিনি উল্লেখ করেন, "ঈদের দিন ঈদগাহ থেকে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম.." শিরোনামের তার পোস্টে, ইমদাদুল ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। স্থানীয় অনেকেই যুবদল নেতার আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান এবং এরই মধ্যে পোস্টটি শতাধিক মানুষ শেয়ার করেছেন।

 কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাত সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হয়।

মোনাজাতের সময়, ইমাম দেশ ও জাতির মঙ্গল এবং সকল অসুস্থ ব্যক্তির আরোগ্য কামনা করে প্রার্থনা করেন। তবে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি।

আরো পড়ুন
এই বছরের ঈদ আরো বেশি স্পেশাল : নুসরাত জাহান

এই বছরের ঈদ আরো বেশি স্পেশাল : নুসরাত জাহান

 

নামাজের পর, যুবদল নেতা সৈকত হাসান ইকবাল এবং তার অনুসারীরা ইমাম ইমদাদুল হকের মুখোমুখি হন। অনুরোধ সত্ত্বেও ইমাম খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ইকবাল ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তিনি ইমামের সাথে তর্ক শুরু করেন, তবে অন্যান্য মুসলিম ব্যক্তিদের তীব্র আপত্তির মুখে তিনি স্থান ত্যাগ করেন।

মুফতি মুহাম্মদ ইমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নামাজের আগে স্থানীয় বিএনপি সমর্থক এবং ঈদগাহ কমিটির সদস্য তাকে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষভাবে প্রার্থনা করার জন্য অনুরোধ করেছিলেন। তবে, তিনি কোনও নির্দিষ্ট নাম উল্লেখ না করে সকল অসুস্থ ব্যক্তির আরোগ্যের জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নেন।

“আমি যথারীতি নামাজ আদায় করেছি এবং কারও নাম উল্লেখ করিনি কারণ এটি সকল রাজনৈতিক পটভূমির লোকদের নিয়ে একটি জনসমাবেশ ছিল। আমি সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি, কিন্তু নামাজের পরে যুবদল নেতা ইকবাল আমাকে চাকরিচ্যুত করার হুমকি দেন।

তিনি আমার সাথে আক্রমণাত্মকভাবে কথা বলেন, আমি কেন তার নাম নেই নি তা জানতে চান। 

ইমদাদুল হক স্থানীয় বিএনপি নেতাদের যুবদল নেতার অসদাচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিযুক্ত যুবদল নেতা সৈকত হাসান ইকবালকে জিজ্ঞাসা করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তার সাথে খারাপ ব্যবহার করিনি। আমি কেবল জিজ্ঞাসা করেছি, অনুরোধ করার পরেও খালেদা জিয়ার নাম উল্লেখ করেননি কেন। তিনি উত্তর দিয়েছিলেন, যে তিনি তা করতে বাধ্য নন। তারপর আমি তার চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করি এবং পরে জানতে পারি তার মসজিদ কমিটির সভাপতি আমাদের ছোট ভাইদের একজন। ইমামকে বরখাস্ত করার হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

মন্তব্য

আগামী বছর আরাকানে ঈদ করার প্রত্যয় রোহিঙ্গাদের

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
আগামী বছর আরাকানে ঈদ করার প্রত্যয় রোহিঙ্গাদের
ছবি : কালের কণ্ঠ

সারা দেশের মতো কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ সোমবার (৩১ মার্চ) সকালে প্রতিটি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন আশ্রিত রোহিঙ্গারা। বিশেষ করে রোহিঙ্গা শিশুদের মাঝে ঈদ উৎসবের ছোঁয়া লেগেছে।

রোহিঙ্গাদের অনেকেই এবারের ঈদকে ভাবছেন বাংলাদেশের আশ্রয় জীবনের শেষ ঈদ। তাদের ঘরে ফেরার স্বপ্ন আরো প্রাণবন্ত হতে শুরু করে, যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে ইফতারে এসে সেই আশার কথা বলেন।

আরো পড়ুন
জিয়া পরিবারের ছবি শেয়ার করে যা বললেন আসিফ নজরুল

জিয়া পরিবারের ছবি শেয়ার করে যা বললেন আসিফ নজরুল

 

গতকাল রবিবার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওতে রোহিঙ্গাদের ‘মেহমান’ সম্বোধন করে একই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদের খতিব মোহাম্মদ অলিউল্লাহ (৩৯)।

নামাজের পর ঈদ মোনাজাতে তিনি দেশে ফেরার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের জন্য দোয়া করেছেন।

অলিউল্লাহ তার ভাষায় বলেন, ‘ইনশাআল্লাহ আইদ্দে বছর আঁরা আরকানত ঈদ গইজ্জুম। বাংলাদেশ আরাল্লাই যেগিন গইজ্জে আজীবন রোহিঙ্গা অক্কল মনত রাখিব। অর্থাৎ ইনশাআল্লাহ আগামী বছর আমরা আরাকানে ঈদ করিব।

বাংলাদেশ আমাদের জন্য যা করেছে তা আজীবন আমরা মনে রাখিব।’

আরো পড়ুন
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত অনুষ্ঠিত

 

২০১৭ সালে মাত্র ১১ বছর বয়স ছিল রোহিঙ্গা কিশোর রকিমের। দেখতে দেখতে কেটে গেছে অনেক দিন। রকিম বলেন, ‘শৈশবের আরাকানকে মনে করলেই কান্না আসে। আমরা ফিরতে চাই সেখানে, সেটিই আমার দেশ।

ঈদকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। এপিবিএন কর্মকর্তারা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি সব ক্যাম্পেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

গাজীপুরে বাসচাপায় সিএনজিযাত্রী ফুফু-ভাতিজি নিহত, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে বাসচাপায় সিএনজিযাত্রী ফুফু-ভাতিজি নিহত, বাসে আগুন
সংগৃহীত ছবি

গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ফুফু-ভাতিজি নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরো তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার ফুফু (৪০) ঘটনাস্থলে মারা যান।

আরো পড়ুন
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত অনুষ্ঠিত

 

স্থানীয়রা সিএনজিচালক ও অপর যাত্রীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু
জাভেদ আলী

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত জাভেদ আলী (১৫) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া - কচুইখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার (৩১ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাভেদ আলী গাংনী উপজেলার কসবা গ্রামের শাহিন আলীর ছেলে।

আরো পড়ুন
বিশ্বজুড়ে ঈদের জনপ্রিয় খাবার

বিশ্বজুড়ে ঈদের জনপ্রিয় খাবার

 

স্থানীয়রা জানান, ভাটপাড়া ও কচুইখালির মধ্যবর্তী জায়গায় মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাভেদ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঢাকায় নেওয়ার পথে আজ সোমবার ভোরে ঢাকার অদূরে তার মৃত্যু হয়।

এদিকে, জাভেদ আলীর মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় ঈদের আনন্দ শোকে পরিণত হয়েছে।

আরো পড়ুন
ঈদ সালামির প্রচলন কবে থেকে

ঈদ সালামির প্রচলন কবে থেকে

 

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়েছি।

আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ