হার্দিকের পর এবার পরাগকে জরিমানা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হার্দিকের পর এবার পরাগকে জরিমানা
রায়ান পরাগ। ছবি : বিসিসিআই

চেন্নাই সুপার কিংসকে ৬ রানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। জয়ের পথে ২৮ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দলটির নিয়মিত অধিনাক রায়ান পরাগ। জয়ের দিনে অবশ্য দুঃসংবাদও পেতে হয়েছে তাকে। 

জয়ের দিনে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে পরাগকে।

আইপিএলের চলতি আসরে হার্দিক পান্ডিয়ার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছেন পরাগ। পুরনো নিয়ম তুলে নেয়ায় অবশ্য এখনই নিষিদ্ধ হতে হচ্ছে না তাকে।

আগে ব্যাটিং করতে নেমে নীতিশ রানার ৮১ ও পরাগের ৩৭ রানের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে রাজস্থান। সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই।

ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি তারা। রুতুরাজ গায়কোয়াড়ের হাফ সেঞ্চুরির পরও ৬ রানে হেরেছে চেন্নাই। লঙ্কান হাসারাঙ্গা লেগ স্পিনে নিয়েছেন ৪ উইকেট।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘বড় ইনিংস খেলে সমালোচকদের মুখেই প্রশংসা শুনবেন রোহিত’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘বড় ইনিংস খেলে সমালোচকদের মুখেই প্রশংসা শুনবেন রোহিত’
রোহিতের সঙ্গে খোশগল্পে পোলার্ড। ছবি : বিসিসিআই

সময়টা বড্ড বাজে যাচ্ছে রোহিত শর্মার। জাতীয় ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বশেষ ৯ ইনিংসে করতে পেরেছেন মাত্র এক ফিফটি। সেই ফিফটিই এসেছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপর আগে পরে শুধুই রান খরা গেছে তার ব্যাটে।

আইপিএলে সেই বাজে ফর্ম চলমান থাকায় রোহিতকে শুনতে হচ্ছে নানান রকমের সমালোচনা। ভারতের সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকারের মতে, ভারতীয় অধিনায়কের সময় ফুরিয়েছে এসেছে। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন, নামটা রোহিত বলেই তিনি মুম্বাইয়ের একাদশে এমন বাজে পারফরম্যান্সের পরও সুযোগ পাচ্ছেন।

আরো পড়ুন
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও নেই প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও নেই প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান

 

সমালোচনা শুনে রোহিত কোনো জবাব না দিলেও তার হয়ে যেন ‘ব্যাট’ চালালেন কাইরন পোলার্ড।

মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অলরাউন্ডার ও বর্তমান ব্যাটিং কোচ জানিয়েছেন, সামনে বড় ইনিংস খেলে রোহিতই সমালোচকদের মুখ থেকে প্রশংসা কাড়বেন। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার জানিয়েছেন, কয়েকটা ইনিংস দিয়ে রোহিতকে বিচার না করতে।

রোহিত খুব শিগরিই ছন্দে ফিরবেন বলে জানিয়েছেন পোলার্ড। তিনি বলেছেন, ‘অনেক সময় আসে যখন আপনি অল্প রানে আউট হবেন... তবে সে ব্যক্তি হিসেবে নিজের ক্রিকেট উপভোগ করছে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে চাপের মুখেও পড়ে না।

তাই কয়েকটি অল্প ইনিংসে তাকে বিচার করবে না। জানি, ক্রিকেটে সাফল্যের চেয়ে আমরা বেশি ব্যর্থই হই। আমি নিশ্চিত, বড় ইনিংস খেলে সে প্রশংসা কাড়বে। সে সামনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।’

আরো পড়ুন
পাকিস্তানের বিপক্ষে ডিজঅ্যাবল ক্রিকেটারদের খেলানোর সময় এসেছে কি না প্রশ্ন আকমলের

পাকিস্তানের বিপক্ষে ডিজঅ্যাবল ক্রিকেটারদের খেলানোর সময় এসেছে কি না প্রশ্ন আকমলের

 

ক্রিকেটে সে কিভাবে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে তার ইতিহাসও কিছুটা তুলে ধরেছেন পোলার্ড।

৩৭ বছর বয়সী কোচ বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকেই তার সঙ্গে খেলছি। খেলাটির যেকোনো সংস্করণে, যেকোনো পরিস্থিতিতে রেকর্ড বইয়ে তার নাম খোদাই করে রাখতে সে বাধ্য করেছে। খেলাটির কিংবদন্তি সে এবং মানুষ হিসেবেও’।

এখন দেখার বিষয় এক সময়কার মুম্বাই সতীর্থ ও বর্তমানে গুরুর ভূমিকায় থাকা পোলার্ডের মুখের কথা ব্যাটে আনতে পারেন কি না রোহিত। এর জন্য অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না তাকে। আজই সেই সুযোগ পাচ্ছেন তিনি, লক্ষ্নৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।

মন্তব্য

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও নেই প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও নেই প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর চাপম্যানের উদযাপন। ছবি : ক্রিকইনফো

দুর্দান্ত এক সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মার্ক চাপম্যান। কিন্তু ১৩২ রানের ইনিংসটির মুহূর্তটা পুরোপুরি উপভোগ করতে পারেননি নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

সেই চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি চাপম্যান।

তাকে ছাড়াও অবশ্য টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে কিউইরা। আগামীকাল যখন পাকিস্তানকে ধবলধোলাই করতে নামবে নিউজিল্যান্ড, তখন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানকে পাবেন না উইল ইয়ং-ড্যারিল মিচেলরা।

পুরোপুরি সুস্থ না হওয়ায় তৃতীয় ওয়ানডে থেকেও ছিটকে গেছেন চাপম্যান। মাউন্ট মঙ্গানুইয়ে যে ৩০ বছর বয়সী ব্যাটারকে পাওয়া যাচ্ছে তা আজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।

তার পরিবর্তে ডাকা হয়েছে টিম সেইফার্টকে। এতে করে দীর্ঘ ছয় বছরের বেশি সময় পর ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

সর্বশেষ ২০১৯ সালে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন সেইফার্ট। টি-টোয়েন্টির নিয়মিত মুখ হলেও ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র তিনটি।

পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে ৪-১ ব্যবধানের জয়ে সিরিজসেরা হয়েছিলেন তিনি। ২০৭.৫০ স্ট্রাইক রেটে করেছিলেন ২৪৯ রান। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সই তাকে আবারও ওয়ানডে খেলার সুযোগ করে দিয়েছে।

মন্তব্য

পাকিস্তানের বিপক্ষে ডিজঅ্যাবল ক্রিকেটারদের খেলানোর সময় এসেছে কি না প্রশ্ন আকমলের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পাকিস্তানের বিপক্ষে ডিজঅ্যাবল ক্রিকেটারদের খেলানোর সময় এসেছে কি না প্রশ্ন আকমলের
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের সময় এভাবেই হতাশা নিয়ে মাঠ ছাড়েন পাকিস্তানি ক্রিকেটাররা। ছবি : ক্রিকইনফো

ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফির হতাশা ঘোচাতে নিউজিল্যান্ড সফরে যায় পাকিস্তান। কিন্তু সাদা বলের দুই সংস্করণের সিরিজেই বাজেভাবে পরাজয় দেখেছে তারা। এমন হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনা হচ্ছে ক্রিকেটারসহ কোচিং প্যানেলের। বাদ যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চ্যাম্পিয়নস ট্রফির আগে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশা উপহার দিয়েছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের এমন বাজে ফলের ক্ষোভ পিসিবির সভাপতি মহসিন নাকভির ওপর ঝেড়েছেন কামরান আকমল। পাকিস্তানের সাবেক উইকটেরক্ষক-ব্যাটার জানিয়েছেন, সম্মান থাকতেই নাকভির পদত্যাগ করা উচিত।

আরো পড়ুন
মেসির অনুজ্জ্বল দিনে হেরেছে মায়ামি

মেসির অনুজ্জ্বল দিনে হেরেছে মায়ামি

 

নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন আকমল। পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলেয়ে আড়াই শর ওপরে ম্যাচ সাবেক ওপেনার বলেছেন, ‘এটা বিব্রতকর। পিসিবি সভাপতির ভাবা উচিত যে যদি তিনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার পদত্যাগ করা উচিত। নিজের সুনাম নষ্ট করবেন না।

যদি পদত্যাগ করতে না চান তাহলে বর্তমান দলের উন্নতি করান।’

আরো পড়ুন
দেড় বছর পর পাওয়া গোলটি ভাইকে উৎসর্গ গ্রিলিশের

দেড় বছর পর পাওয়া গোলটি ভাইকে উৎসর্গ গ্রিলিশের

 

বিশ্ব ক্রিকেটে সব সময় পাকিস্তানের বোলারা দাপট দেখালেও গত কয়েক বছর ধরে তা পারছে না। এশিয়ার মাঠে বোলারদের জন্য কিছু নেই বলে যারা অজুহাত দেখান তাদের উদ্দেশে কড়া বার্তাই দিয়েছেন আকমল। পাকিস্তানের বিপক্ষে শারীরিকভাবে অক্ষম ক্রিকেটারদের খেলানোর সময় এসেছে কি না, এমন প্রশ্ন রেখে তিনি বলেছেন, ‘পাকিস্তানি বোলাররা যদি এমন উইকেটেও বোলিং করতে না পারে, তাহলে কোথায় পারবে? তাদের দাবি, এশিয়ার মাঠে বোলারদের জন্য কিছু নেই। কিন্তু যে মাঠে থাকে সেখানেও তারা কিছু করতে পারে না।

এখন কি আমাদের বিপক্ষে ডিজঅ্যাবল ক্রিকেটারদের খেলানো উচিত? কোথায় বোলিং করতে হবে আমরা জানি না। এর অর্থ হলো অবশ্যই পরিবর্তন করা উচিত।’

মন্তব্য

নারী বিশ্বকাপ বাছাই পর্বের দায়িত্বে বাংলাদেশের ২ আম্পায়ার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
নারী বিশ্বকাপ বাছাই পর্বের দায়িত্বে বাংলাদেশের ২ আম্পায়ার
জেসি ও মুকুল। ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। মাঠে যখন নিগার সুলতানা জ্যোতিরা খেলবেন তখন টুর্নামেন্টে ভিন্ন ভূমিকায় থাকবেন আরো দুই বাংলাদেশি।

আরো পড়ুন
মেসির অনুজ্জ্বল দিনে হেরেছে মায়ামি

মেসির অনুজ্জ্বল দিনে হেরেছে মায়ামি

 

তাদের কাজ হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ পরিচালনা করা। সেই দুই আম্পায়ার হচ্ছেন মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।

তাদের রেখেই আজ ১০ জনের আম্পয়ার তালিকা প্রকাশ করেছে আইসিসি। সঙ্গ তিনজন ম্যাচ রেফারির নামও জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

আরো পড়ুন
দেড় বছর পর পাওয়া গোলটি ভাইকে উৎসর্গ গ্রিলিশের

দেড় বছর পর পাওয়া গোলটি ভাইকে উৎসর্গ গ্রিলিশের

 

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আইসিসির কোনো বড় ইভেন্টে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন জেসি। এর আগে অবশ্য নারীদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলা জেসি।

অন্যদিকে আইসিসির বিভিন্ন ইভেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে মুকুলের। ২০২০ এবং ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে ছিলেন তিনি।

ছয় দলকে নিয়ে বাছাই পর্বের টুর্নামেন্টটি আগামী ৯ এপ্রিল শুরু হবে। আর শেষ হবে ১৯ এপ্রিল।

টুর্নামেন্টের শীর্ষ ২ দল ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাবে।

আম্পয়ারদের তালিকা :

মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে), শন হেইগ (নিউজিল্যান্ড)।

ম্যাচ রেফারিদের তালিকা :

আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।

মন্তব্য

সর্বশেষ সংবাদ