ফ্রান্সকে হারাল ক্রোয়েশিয়া
উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। স্বাগতিক ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন আন্ত বুদিমির ও ইভান পেরিসিচ।
ব্যবধান আরো বড় হতে পারত। পঞ্চম মিনিটেই একটি পেনাল্টি পায় ক্রোয়েশিয়া।
কিন্তু আন্দ্রে ক্রামারিচের শট ফ্রান্সের গোলকিপার মাইক মেনিয়ঁ রুখে দেয়। ২৬তম মিনিটে পেরিসিচের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন আন্ত বুদিমির। প্রথমার্ধের যোগ করা সময়ে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ।
এই হারে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের ফ্রান্স দলে ফেরাটা স্মরণীয় হলো না।
রবিবার রাতে প্যারিসে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
স্পেন-নেদারল্যান্ড ড্র
একই রাতে অন্য ম্যাচে স্পেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস।
নবম মিনিটে নিকো উইলিয়ামস স্পেনকে এগিয়ে নেওয়ার পর ২৮তম মিনিটে নেদারল্যান্ডকে সমতায় ফেরান কোডি হাকপো।
দ্বিতীয়ার্ধে ৩৯ সেকেন্ডের মাথায় টিয়ানি রেইন্ডার্সের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্পেনের হয়ে সমতা টানেন মেরিনো।
এ নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।
আগামী রবিবার স্পেনের ভালেন্সিয়ায় হবে ফিরতি লেগ।
ইতালির বিপক্ষে জার্মানির জয়
সান সিরোয় ইতালির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে জার্মানি। জার্মানদের দুটি গোলই দ্বিতীয়ার্ধে।
সান্দ্রো তোনালির করা ৯ মিনিটের গোলে ইতালি এগিয়ে গিয়েছিল। কিন্তু ৪৯ মিনিটে ফরোয়ার্ড টিম ক্লাইনডাইস্ট ও ৭৬ মিনিটে লিয়ন গোরেৎস্কার গোলে জয় তুলে নেয় জার্মানি।২০২৩ সালের নভেম্বরের পর জার্মানি দলে ফিরেই গোল পেলেন গোরেৎস্কা। জাতীয় দলের হয়ে প্রায় চার বছর পর গোল করলেন তিনি।
জার্মানদের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ হারল ইতালি। ২০২২ সালের জুনে এই প্রতিযোগিতাতেই ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।
রবিবার শেষ আটের ফিরতি লেগের লড়াইটি ডর্টমুন্ডে।