‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’কে ভুয়া সংগঠন আখ্যা দিয়ে এই সংগঠনের ইফতার ও সব ধরনের কর্মকাণ্ডে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত না থাকার অনুরোধ জানিয়েছে বিএনপি। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি রবিবার জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে।