ভুল বক্তব্যের সংশোধনী দিলেন রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভুল বক্তব্যের সংশোধনী দিলেন রিজভী
ফাইল ছবি

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ভুল বক্তব্যের সংশোধনী দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি আজকের সংবাদ সম্মেলনে ভুলবশতঃ এবং ভালভাবে সংবাদ না জেনে রাজধানীর পুলিশ অফিসার্স ম্যাচে গত শুক্রবার এক ইফতার মাহফিল আয়োজন করেন অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা বলে উল্লেখ করি- যা সঠিক নয়।’

আরো পড়ুন
আপিল বিভাগে নিয়োগ পেলেন ২ বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন ২ বিচারপতি

 

‘মূলত : রাজধানীর পুলিশ অফিসার্স ম্যাচে গত শুক্রবার এক ইফতার মাহফিলে পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সেখানে দেড় দশকে আওয়ামী দুঃশাসনকালে বঞ্চিত ও অনিয়মের শিকার পুলিশ কর্মকর্তারা তাদের অধিকার নিয়ে কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা এবং পুলিশকে আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি এই সংবাদটির যথার্থতা যাচাই না করে অসাবধানতাবশত : আমার বক্তব্যে উল্লেখ করেছি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আ. লীগকে আর কোনো সুযোগ নয় : নাসিরউদ্দিন

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
আ. লীগকে আর কোনো সুযোগ নয় : নাসিরউদ্দিন
ছবি: কালের কণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, কেবলমাত্র স্বেরাচারী আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চায় জাতীয় নাগরিক পার্টি। কারণ, আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েম করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। তাই তাদেরকে আর কোনো সুযোগ নয়।

আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের কালিবাড়ি এলাকায় স্থানীয় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের স্বাধীন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

আরো পড়ুন
ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান হাইওয়ে পুলিশের

ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান হাইওয়ে পুলিশের

 

নাসিরউদ্দিন বলেন, ‘রাজধানী ঢাকায় সেই জুলাই বিপ্লবে কতজনকে যে হারিয়েছি! পঙ্গুত্ববরণ করেছেন আরো অনেক। আর তাদের রক্তের ওপর দিয়ে আমাদের নতুন এই স্বাধীনতা। সুতরাং এর মর্যাদা ধরে আগামী বাংলাদেশ গড়তে হবে।

এতে আরো বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সফিক আলম।

মন্তব্য

স্বাধীনতাসংগ্রামের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই গণ-অভ্যুত্থান : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতাসংগ্রামের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই গণ-অভ্যুত্থান : সাইফুল হক
সংগৃহীত ছবি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘স্বাধীনতাসংগ্রামের গণ-আকাঙ্ক্ষা বারবার প্রতারিত ও পদদলিত হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিপরীতে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। পাকিস্তানি জমানার মতো এক দেশে দুই অর্থনীতি কায়েম হয়। যে কারণে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২০২৪ সালে গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ সব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবকে আড়াল করে সামনে এগোনো যাবে না।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে ন্যূনতম জাতীয় সমঝোতা বিনষ্ট করা যাবে না।

কারো কারো হঠকারিতা ও বাড়াবাড়ির কারণে গণ-অভ্যুত্থানের অর্জন নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্পর্কে সাইফুল হক বলেন, ‘নির্বাচন নিয়ে অস্পষ্টতা রয়েই গেল। কেউই অপরাধের বিচার ও সংস্কারের বিরুদ্ধে নয়।’ ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে লক্ষ্য রেখে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য

সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে : গয়েশ্বর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে : গয়েশ্বর
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশিদিন টিকবে না। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে।

রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার করবে।’

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি।

অন্তর্বর্তী সরকার বোধ হয় তা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি। কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে, তা অত্যন্ত আপত্তিজনক।

সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে। এতে সরকারের দায় আছে। কারণ সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জনগণ যদি আপনাদের (এনসিপি) ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথাবার্তা সংযত হয়ে বলতে হবে।

জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্ল্যাহ ইকবালের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আবু তালেবের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ভিপি হারুন অর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ভিপি মাহবুবুল হক নান্নু, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।

মন্তব্য

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব : রুহিন হোসেন

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব : রুহিন হোসেন
সংগৃহীত ছবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘নির্বাচনব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। ভালোভাবে সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব।’

আজ বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন
জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব গৃহীত

 

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ভালো সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন ডিসেম্বরে কেন তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি।

আমরা বলেছি, নির্বাচনব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। আমরা মনে করি, এর জন্য এই যে এত দিন সময় গেল, এটা কালক্ষেপণ হলো।’

তিনি আরো বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে ওই টিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক যে নির্বাচনব্যবস্থা কী করে সংস্কার করে ভালো নির্বাচন করা যায়, দুই মাসও সময় লাগবে না। অতএব নির্বাচন ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেন তার আগেই বাংলাদেশে সম্ভব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ