সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের টেপার বিল ও শাপলার বিল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে বন বিভাগ। সুন্দরবনের পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ধানসাগর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুলেশ্বর চন্দ্র দাস, ধানসাগর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এবং কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাক্রিয়া হায়দার বলেন, রবিবার দিবাগত রাতভর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শরণখোলা, মোড়েলগঞ্জ, কচুয়া, মোংলা এবং বাগেরহাট সদরের পাঁচটি ইউনিট এজন্য কাজ করে। তবে সকাল থেকে নদীর পানি শুকিয়ে যাওয়ায় দুপুর থেকে তারা কাজ করতে পারছেন না। সন্ধ্যার পর জোয়ারের পানি পাওয়ার পর আবারো আগুন নেভানোর চেষ্টা করা হয়।
যদিও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা বিভাগের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান বলেন, শনিবার একটি পয়েন্টে আগুন লাগলেও রবিবার আরও একটি পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনটি ইউনিট দুপুরের দিকে বিশ্রামে থাকছে এবং দুটি ইউনিট সার্বক্ষনিক কাজ করে। যেহেতু বনের ফায়ার লেন কাটা আছে সেহেতু নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন।
গত শনিবার (২২ মার্চ) সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে। এরপর রবিবার (২৩ মার্চ) একই এলাকা থেকে মাত্র দুই কিলোমিটারের ব্যবধানে নতুন করে আগুনের সূত্রপাত হয়।