জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। তবে পুরোপুরি এখনো সুস্থ হননি তিনি। বাংলাদেশের সাবেক ওপেনারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকতে হবে।
তামিমের সুস্থতার জন্য দেশ-বিদেশের অনেক ক্রিকেটারই প্রার্থনা করেছেন।
জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। তবে পুরোপুরি এখনো সুস্থ হননি তিনি। বাংলাদেশের সাবেক ওপেনারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকতে হবে।
তামিমের সুস্থতার জন্য দেশ-বিদেশের অনেক ক্রিকেটারই প্রার্থনা করেছেন।
এক বিবৃতিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সব চিকিৎসক ও বিশেষজ্ঞের প্রতি আমরা কৃতজ্ঞ।
দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহায়তা বিসিবি করবে বলে জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘তার শারীরিক অবস্থার বিষয়ে বিসিবি সব সময় মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে।
আজ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়।
সম্পর্কিত খবর
চোটে না পড়লে সতীর্থদের সঙ্গে মনুমেন্তালে জয়োৎসব করতেন লিওনেল মেসি। সেই সুযোগ না হলেও নিজের দেওয়া কথা রেখেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার সময়ই সতীর্থদের জানিয়েছিলেন, ভক্ত হিসেবে দলকে সমর্থন দেবেন তিনি।
ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে সেই সমর্থন ঘরে বসে দিয়েছেন মেসি।
ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার হুংকার ছুরেছিলেন রাফিনিয়া।
মেসি নাম ধরে না বললেও এনজো ফার্নান্দেজ সরাসরি রাফিনিয়ার নাম ধরে তাকে বিনয়ী হতে বলেছেন। দলের দ্বিতীয় গোলদাতা ও এক গোলের সহায়তাকারী চেলসি মিডফিল্ডার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।’
হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরেই তার পরিবার অভিযোগ করেন চিকিৎসার অবহেলার কথা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ৭ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চলছে বিচারও।
বিচারকাজ চলার সময়ই নতুন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালতে দেহরক্ষীর দাবি, ম্যারাডোনার মৃত্যুর সময় ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তার।
আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে।
ভারতের বিপক্ষে গতকাল যতগুলো সুযোগ পেয়েছিল বাংলাদেশ তাতে জয়টা প্রাপ্যই ছিল। তবে সুযোগগুলো মিস করায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তাতে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেননি হামজা চৌধুরীও।
রাতে দেশের হয়ে গলা ফাঁটানো বাংলাদেশের দর্শকরাই পরে দুই ভাগ হয়ে গেছেন।
দলের জয়ে একটি গোল ও সহায়তা করা ফার্নান্দেজ তাদের জয়টা বাংলাদেশের জয় বলেও জানিয়েছেন। আর্জেন্টিনার মিডফিল্ডার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’
বাংলাদেশের আর্জেন্টিনাই সমর্থকদের ধন্যবাদ জানানো অবশ্য নতুন নয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এএফএ) তাদের খেলোয়াড়দের।
সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুধু ব্যবধান কমানোর সুযোগ ছিল সালমান আগার দলের। সেই সুযোগ তো পায়নি উল্টো শেষ টি-টোয়েন্টিতে বিব্রতকর রেকর্ড গড়েছে তারা।
নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করার ম্যাচে ৬০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে।
পাকিস্তানকে বিব্রতকর রেকর্ডের স্বাক্ষী করতে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন টিম সেইফার্ট।
এর আগে টস জিতে অধিনায়ক সালমানের ফিফটিতে ১২৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। তার ৫১ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অলরাউন্ডার শাদাব। প্রতিপক্ষকে অল্প রানে আটকানোর ম্যাচে পাকিস্তানের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন জিমি নিশাম। ক্যারিয়ারসেরা ২২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।