আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করতে চায় বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘কেবল স্বৈরাচার আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চায় জাতীয় নাগরিক পার্টি। কারণ আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েম করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। তাই তাদের আর কোনো সুযোগ নয়।
’
গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুরের কালীবাড়ি এলাকায় স্থানীয় এনসিপি আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাজধানী ঢাকায় জুলাই আন্দোলনে কতজনকে যে হারিয়েছি। পঙ্গুত্ববরণ করেছেন আরো অনেক। আর তাঁদের রক্তের ওপর দিয়ে আমাদের নতুন এই স্বাধীনতা।
সুতরাং এর মর্যাদা ধরে আগামীর বাংলাদেশ গড়তে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মো. মিরাজ মিয়া, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সফিক আলম প্রমুখ।