সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা গতকাল স্বাধীনতা দিবসের সকালে একাত্তরের শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে শহীদ মিনারের ফটক তালাবদ্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে তাঁরা শহীদ মিনারের তালা ভেঙে শ্রদ্ধাঞ্জলি দেন। এদিকে শহীদ মিনার তালাবদ্ধ করে রাখার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে যখন দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের সঙ্গে যুদ্ধ চলছিল তখন ৬ ডিসেম্বর সুনামগঞ্জ শহর মুক্ত হয়।