১৬ বছরের আন্দোলন ও অভ্যুত্থানের মধ্যে বিভেদ টানছেন কেন, প্রশ্ন রিজভীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১৬ বছরের আন্দোলন ও অভ্যুত্থানের মধ্যে বিভেদ টানছেন কেন, প্রশ্ন রিজভীর
সংগৃহীত ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলো ১৫ বছর ধরে যে আন্দোলন চালিয়েছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ।’

শনিবার (১৭ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় রিজভী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলায় এবং বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে গিয়ে গত ১৫ বছরে ইলিয়াস আলীসহ বিএনপির অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।’

তিনি বলেন, ‘চূড়ান্তভাবে জুলাই-আগস্টে শিশু-তরুণ ও কিশোররা জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। তাই আমি উপদেষ্টাদের কাছে জানতে চাই, আপনারা কেন এই ১৫ থেকে ১৬ বছরের আন্দোলন এবং জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যে বিভাজনের রেখা টানছেন?’

জনগণের কল্যাণে কাজ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চালের দাম কমানোর দিকে মনোনিবেশ করার জন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘একজন উপদেষ্টা শিক্ষার্থীদের বলেছেন, আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন, এভাবে পাঁচ বছর চললে দেশ আরো উন্নত হবে।

তার মানে এখানে নির্বাচনের কোনো প্রয়োজন নেই।’

রিজভী বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আপনারা তাদের (ছাত্রদের) কী শেখাচ্ছেন? আপনি তাদের ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছেন। এটা অন্যায়।

রিজভী আরো বলেন, ‘তার দল চায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করুক, যেখানে তার প্রতি জনগণের আস্থা বজায় থাকবে।’

বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, ‘জনগণের এমন গভীর আস্থা রয়েছে যে আপনারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।’ তবে বিলম্ব হলে তা ভিন্ন দিকে মোড় নেবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রিজভী।

রিজভী বলেন, ‘দেশে বর্তমান অসন্তোষ শেখ হাসিনার দুঃশাসনের ফল। আমাদের অবশ্যই এই দুঃশাসনের বিকৃত ফলকে উৎপাটন করে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ পুনর্বাসন জনগণ মেনে নেবে না। 

পোস্টে ডা. শফিকুর রহমান আরো লিখেছেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছে।

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবাণীতে উপহার হিসেবে পেয়েছি। এ জন্য মহান রবের দরবারে অসংখ্য-অসংখ্য শুকরিয়া। 

আরো পড়ুন
‘সিউ’ উদযাপন করে রোনালদোকে দর্শক বানালেন হইলুন্দ, হেরেছে পর্তুগাল

‘সিউ’ উদযাপন করে রোনালদোকে দর্শক বানালেন হইলুন্দ, হেরেছে পর্তুগাল

 

এ সময় দেশেকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে এবং বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত বলেও পোস্টে অভিযোগ করেন তিনি।
 
জামায়াত আমির পোস্টে বলেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।

এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই।

আরো পড়ুন
স্বাদে ও উপকারিতায় অনন্য যে ফল

স্বাদে ও উপকারিতায় অনন্য যে ফল

 

তিনি আরো বলেন, আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের ওপর রহম করুন এবং তার একান্ত সাহায্য দিয়ে পরিস্থিতি উত্তরণে আমাদের মেহেরবাণী করুন।

আমীন।

মন্তব্য

দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি : টুকু

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি : টুকু
ছবি: কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাজার হাজার মানুষ জীবন দিয়ে ৫ই আগস্ট দেশ হাসিনামুক্ত করলেও প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি। দেশে নির্বাচন যত দেরীতে হবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে যেতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ইফতারের আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি এম. নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'ইসলাম একটা বিশ্বধর্ম। ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না। ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে কালচার সংস্কৃতি তেমনি আমাদেরও একটি সাংস্কৃতিক কালচার আছে।
'

তিনি আরো বলেন, 'আমরা মুসলমান। আমাদের ঈমান-আকিদা আছে আমরা নামাজ-রোজা করি। কিন্তু ইসলাম ও তৌহিদী জনতার নামে আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এতে কেও লাভবান হওয়ার সুযোগ নেই। বরং সারা বিশ্বের কাছে আমরা কালার হয়ে যাব।

'

ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।

উপস্থিত ছিলেন, সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আকিল উদ্দিন।

প্রায় পনেরো বছর পর মৌলভীবাজারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এমন ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো।

মন্তব্য

প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি : টুকু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি : টুকু
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘হাজার হাজার মানুষ জীবন দিয়ে ৫ আগস্ট দেশ হাসিনামুক্ত করলেও প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি।’

তিনি বলেন, ‘দেশে নির্বাচন যত দেরি হবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে যেতে হবে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘ইসলাম একটা বিশ্বধর্ম। ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না। ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে কালচার তেমনি আমাদেরও একটি কালচার আছে।

তিনি বলেন, ‘আমরা মুসলমান। আমাদের ঈমান-আকিদা আছে। আমরা নামাজ-রোজা করি। কিন্তু ইসলাম ও তৌহিদী জনতার নামে আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এতে কেউ লাভবান হওয়ার সুযোগ নেই।

বরং সারা বিশ্বের কাছে আমরা কালার হয়ে যাব।’

জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।

উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মন্তব্য

বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে : মুরাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে : মুরাদ
সংগৃহীত ছবি

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হতো এখনও সেই সংস্কৃতি দেখা যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে আবার দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ‘দেশের যেকোনো প্রান্তে যেকোনো কিছু ঘটলে তার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।

পরাজিত শক্তির সঙ্গে কিছু সুবধিবাদী দল এই ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে। এ জন্য আমরা ধৈর্য ধরছি।

সবার সঙ্গে সহনশীল আচরণ করছি। এর মানে এই নয় যে, কেউ অন্যায় করে আমাদের ওপর দায় চাপিয়ে দিলে তা মেনে নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উশৃঙ্খল কাজ না করতে পরে সে দিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’ তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্থানীয় নেতা তৈমুর হোসেন তোলা মিয়ার সভাপতিত্ব বক্তব্য রাখেন দেওয়ান লোকমান হোসেন, এবাদুল হক জাহিদ, সুনীল সাহা, ইসমাইল হোসেন সুমন, আইয়ুব আলী, শরিফ, ইসমাইল হোসেন, আনিসুর রহমান, মুখলেছুর রহমান প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ