গাজীপুরের টঙ্গীতে জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার মামলায় শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মজিবুর রহমান টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে হামলা মামলায় শিক্ষক মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।