বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ বলেই বাড়তি নজর রাখছেন অনেকেই। বাংলাদেশ জিতবে এমন ছবিও এঁকে ফেলেছেন সমর্থকরা। তাতে জামাল ভূইয়াদের ওপর চাপ বাড়ছে কিনা প্রশ্নের জবাবে জামালের উত্তর,'চাপ অনুভব করছি আবার আমরা শান্তও আছি।
'
ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে উত্তেজনা ও উন্মাদনা তত বাড়ছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে এটাকেই সবচেয়ে বড় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। ২০০৩ সালের পর আর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই আশায় বুক বেধেছে লাল-সবুজের দল।
ভারতের মাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে চান জামাল,'এই দলে যারা আছে তাদের সবার মানসিকতা এমন যে আমরা তিন পয়েন্ট নিতে পারি। যদি ড্রও করি তাহলে ঠিক আছে। সবার মানসিকতা এখন জেতায়, যদি সবাইকে জিজ্ঞেস করেন যে আমরা কিসের জন্য এসেছি? তিন পয়েন্টের জন্য।'
র্যাংকিংয়ে ভারতের চেয়ে ৫৯ ধাপ পিছিয়ে বাংলাদেশ।
তবে মাঠের খেলায় এটা প্রভাব ফেলবে না মনে করছেন।জামাল। হামজার অনুপ্রেরণা এবং সেরা ও শক্তিশালী স্কোয়াড নিয়েই লড়াইয়ে নামার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক,'আমরা র্যাংকিং নিয়ে চিন্তা করি না। আমাদের মনোযোগ এই ম্যাচ জিততে হবে। কোচ যেটা বলেছেন, এখন পর্যন্ত এই দল সেরা। অনেক শক্তিশালী। হামজা তো এসেছে। অবশ্যই আমাদের জন্য দারুণ উজ্জীবিত করেছে। লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট, আমি চাই, সবাই চাই।'
ভারতের মাটিতে সর্বশেষ দেখায় ২০১৯ সালে সল্ট লেক থেকে ড্র করে ফিরেছিল বাংলাদেশ। এবার লক্ষ্য কি? জামালের উত্তর,'আমি যে উত্তর দেব এটা এমন যে, আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন তখন সবসময় জিততে চান। আমরাও তেমনই। আর চাপ তো থাকবেই। প্রত্যেক ম্যাচেই চাপ থাকে। এই ম্যাচে অনেক ফোকাস আছে। আর এটা তো ভারতের বিপক্ষে। আপ্নারা জানেন, গত এক বছরে কি হয়েছে।'