উয়েফা নেশনস লিগে মিশ্র অনুভূতির এক রাত কেটেছে জায়ান্টদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানি এবং তুরস্ক জিতলেও হেরেছে ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম এবং ইতালি। নেদারল্যান্ডসের সঙ্গে শেষ মুহূর্তের গোলে ড্র করেছে স্পেন।
স্প্লিটে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে ফ্রান্স।
বুদিমার ক্রোয়াটদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন পেরিসিচ। কোপেনহেগেনে রাসমুন হোলুন্ডের একমাত্র গোলে ডেনিশরা হারিয়ে দেয় ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে। তবে নিজ মাঠে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইতালি। তোনালির গোলে শুরুতে আজ্জুরিরা এগিয়ে গেলেও ক্লেইনডিয়েনস্ট এবং গোয়ের্টজকার লক্ষ্যভেদ জিতিয়ে দেয় জার্মানদের। রটারডামে ডাচদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্পেন। এ ছাড়া তুরস্ক ৩-১ ব্যবধানে হাঙ্গেরিকে এবং ইউক্রেন একই ব্যবধানে হারিয়েছে বেলজিয়ামকে। এএফপি