ইউরোপের কিছু শহরে বিনা মূল্যে মুরগি বিতরণের কারণ

বিবিসি
বিবিসি
শেয়ার
ইউরোপের কিছু শহরে বিনা মূল্যে মুরগি বিতরণের কারণ
প্রতীকী ছবি : এএফপি

ফ্রান্স ও বেলজিয়ামের শহরগুলো বছরের পর বছর ধরে মুরগি বিতরণ করে চলেছে। এর প্রধান উদ্দেশ্য হলো, শহরের বাসিন্দাদের যে খাদ্য বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্যের সুহারা করা। এরপর আশ্চর্যজনক ফলাফল পাওয়া গেছে।

ফ্রান্সের কোলমারে এই উদ্যোগের সূচনা হয়েছিল ২০১৫ সালে, ইস্টারের সময় থেকে।

শহরের খাদ্য বর্জ্যের পরিমাণ হ্রাস করার জন্য সেখানকার বর্জ্য সংগ্রহকারী বিভাগ পরীক্ষামূলকভাবে চালু করেছিল এই উদ্যোগ। তার পর থেকেই সেখানে এই প্রকল্প চলে আসছে। কোলমার অ্যাগ্লোমেরেশনের (মেয়রের অনুরূপ ভূমিকা) প্রেসিডেন্ট গিলবার্ট মেয়ার ২০১৪ সালে পুনর্নির্বাচিত হয়েছিলেন যে স্লোগানের হাত ধরে সেটা ছিল, ‘একটা পরিবার, একটা মুরগি।’

স্লোগানের লক্ষ্য ছিল, স্থানীয় বাসিন্দাদের একটা করে মুরগি দত্তক নিতে উৎসাহিত করা।

পরের বছর ওই প্রকল্প বাস্তবায়নও করা হয়। এই উদ্যোগে অংশীদার করা হয় নিকটবর্তী মুরগির খামারগুলোকে। জনসাধারণকে ভাবতে উৎসাহিত করা হয়েছিল, মুরগি পালন করতে তাদের যে পরিশ্রম করতে হবে, তার ফলও তারা সত্ত্বর পেতে চলেছেন। কারণ বিনা মূল্যে ডিম পাবেন স্থানীয় বাসিন্দারা।

প্রাথমিকভাবে সেখানকার চারটি পৌরসভার অন্তর্গত দুই শতাধিক বাড়ি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। তাদের প্রত্যেককে দুটি করে মুরগি দেওয়া হয়েছিল, হয় রেড চিকেন (পুলে রুজ প্রজাতি) বা সেখানকার স্থানীয় প্রজাতি আলসাসি। অংশগ্রহণকারী প্রতিটা পরিবার মুরগি পালনের অঙ্গীকার জানিয়ে স্বাক্ষরও করে। সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা যেকোনো সময় বাড়িতে উপস্থিত হয়ে খতিয়ে দেখতে পারেন মুরগিগুলোকে কি অবস্থায় রাখা হচ্ছে, যেটা ভালোভাবেই জানতেন স্থানীয় বাসিন্দারা।

তবে মুরগিগুলোর জন্য কোনো ‘হেনহাউস’ সরবরাহ করা হয়নি।

বরং বাসিন্দাদের ওপরই এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হয়েছিল যে তারা নিজেরাই মুরগিদের জন্য থাকার জায়গা তৈরি করবেন নাকি বাজার থেকে ‘হেনহাউস’ কিনে আনবেন।

প্রকল্প পরিচালনাকারী বিভাগ নিশ্চিত করেছিল, প্রতিটা বাড়িতে মুরগির জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এ ক্ষেত্রে তাদের মানদণ্ড ছিল আনুমানিক আট থেকে ১০ বর্গমিটার জায়গা, যা মুরগি পালনের জন্য যথেষ্ট।

কোলমারে এই প্রকল্প বেশ সাফল্য পেয়েছে এবং এখনো তা চলছে। কোলমার অ্যাগ্লোমেরেশনের বর্তমান প্রেসিডেন্ট এরিক স্ট্রুমান বলেছেন, ‘গত কয়েক বছরে অন্যান্য পৌরসভাও এই প্রকল্পে যোগ দিয়েছে। ২০২২ সাল থেকে অ্যাগ্লোমেরেশনের ২০টি পৌরসভাই এই প্রকল্পের অংশ।’

এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের পাঁচ হাজার ২৮২টি মুরগি বিতরণ করা হয়েছে। চলতি বছরের জুন মাসেও মুরগি বিতরণ করা হবে এবং তার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। এই প্রকল্পের হাত ধরে স্থানীয় বাসিন্দারা যে শুধু পর্যাপ্ত পরিমাণে ডিম পেয়েছেন এমনটাই নয়, খাদ্য বর্জ্য মোকাবেলাও করতে সক্ষম হয়েছেন।

পালন করা মুরগিগুলোকে খাওয়ানোর জন্য তারা ‘কিচেন ওয়েস্ট’ ব্যবহার করেছেন। এই বর্জ্য তাদের কোথাও না কোথাও ফেলতে হতো, তার পরিবর্তে সেগুলো মুরগিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়েছে।

স্ট্রুমান ব্যাখ্যা করেছেন, ‘যেহেতু একটি মুরগির গড় আয়ু চার বছর এবং প্রতিদিন তারা ১৫০ গ্রাম জৈব বর্জ্য গ্রহণ করে, তাই হিসাব করে দেখা গিয়েছে (২০১৫ সাল থেকে) ২৭৩.৩৫ টন জৈব-বর্জ্য আমরা এড়াতে পেরেছি।’

প্রসঙ্গত, অন্যান্য বর্জ্য পদার্থের চাইতে খাদ্য বর্জ্য বায়ুমণ্ডলে আরো বেশি পরিমাণে মিথেন নির্গমন করে। যুক্তরাষ্ট্রের হিসাবে বলতে গেলে বর্জ্য পদার্থ থেকে বায়ুমণ্ডলে যে পরিমাণ মিথেন নির্গত হয় তার প্রায় ৫৮ শতাংশই আসে খাদ্য বর্জ্য থেকে। কার্বন ডাই-অক্সাইডের চেয়ে মিথেন বায়ুমণ্ডলে স্বল্পস্থায়ী হলেও বিশ্বের উষ্ণায়নে এর প্রভাব কার্বন ডাই-অক্সাইডের চেয়ে বেশি। বিশ্ব উষ্ণায়নের দিক থেকে ২০ বছরের সময়সীমায় মিথেনের প্রভাব কার্বন ডাই-অক্সাইডের চাইতে ৮০ গুণ বেশি।

বিশ্বজুড়ে মানুষের জন্য উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় বা নষ্ট হয়, যার মোট পরিমাণ প্রতিবছর ১৩০ কোটি টন। খাদ্য অপচয় ও খাদ্য বর্জ্যের কারণে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার ৮ থেকে ১০ শতাংশ। এই অঙ্কটা বিমান পরিষেবার সঙ্গে যুক্ত ইন্ডাস্ট্রির কারণে গ্রিনহাউস নির্গমনের প্রায় পাঁচ গুণ।

এদিকে সংক্রমক রোগের উদ্বেগের কারণে যুক্তরাজ্যে মুরগিকে কিচেন স্ক্র্যাপ খাওয়ানোর বিষয়টা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশ্বের অন্যত্র এটা একেবারে আইনসম্মত। এতে খাদ্য বর্জ্যের পরিমাণ যেমন হ্রাস করা যায় তেমনি এমন একটা চক্রের সূচনা করা যায়, যা সব পক্ষের জন্যই উপকারী।

কোলমার একমাত্র শহর নয়, যেখানে বিনা মূল্যে মুরগি বিতরণের এই উদ্যোগ চালু করা হয়েছে। পাশাপাশি কোলমারেই যে এই প্রকল্প প্রথম শুরু হয়েছিল, এমনটাও নয়। ২০১২ সালে উত্তর-পশ্চিমে অবস্থিত আরেকটা ছোট্ট ফরাসি শহর পানসিতে জৈব বর্জ্য কমানোর জন্য এই জাতীয় একটা উদ্যোগ শুরু হয়। সেখানকার প্রতিটা পরিবারকে দুটি করে মুরগি দেওয়া হয়েছিল। সেই সময় পানসির মেয়র লিডি পাস্টিউ সেখানকার স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, ‘শুরুতে এটা মজার বিষয় ছিল, কিন্তু পরে আমরা বুঝতে পারি যে এই ভাবনাটা বেশ ভালো।’

মোট ৩১টা পরিবারকে মুরগি ও এক ব্যাগ ফিড (মুরগির খাবার) দেওয়া হয়েছিল। এই উদ্যোগের সাফল্য ‘বিস্ময়কর’ ছিল বলেই জানিয়েছিলেন মেয়র লিডি পাস্টিউ।

এ ছাড়া বেলজিয়ামের মুস্ক্রন, অ্যান্টওয়ার্প শহর ও লিম্বাগ প্রদেশে মুরগি বিতরণ করা হয়েছিল। সেখানকার বাসিন্দাদের অবশ্য কমপক্ষে দুই বছর মুরগি না খাওয়ার জন্য একটা চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছিল। শুধু লিম্বাগ প্রদেশে এক বছরে আড়াই হাজারেরও বেশি পরিবারকে পালনের জন্য মুরগি দেওয়া হয়েছিল।

তত্ত্বগত দিক থেকে এই উদ্যোগ বেশ ভালো বলে মনে করা হচ্ছে, বিশেষ করে বিশ্বের এমন কিছু অংশে, যেখানে ডিমের ঘাটতি রয়েছে বা ডিম ব্যয়বহুল। উদাহরণস্বরূপ ক্যালিফোর্নিয়া বা নিউইয়র্কে এক ডজন ডিমের দাম প্রায় ৯ ডলার। কিছু কিছু প্রজাতির মুরগি প্রতিবছর ৩০০টি পর্যন্ত ডিম দিতে পারে। তাই হিসাব কষলে দেখা যাবে একটা মুরগি প্রতি বছর ২২৫ ডলার পর্যন্ত দামের ডিম দিতে পারে।

তবে এই উদ্যোগের এমন একটা উপকার কোলমারে লক্ষ করা গিয়েছিল যা কেউ প্রত্যাশাও করেনি। না, মুরগি পালনের পরিবর্তে ডিমের জোগান বা খাদ্য বর্জ্য মোকাবেলার সঙ্গেও এর কোনো রকম সম্পর্ক ছিল না। এই প্রকল্পের মাধ্যমে যে বিষয়টা লক্ষ করা গিয়েছিল তা হলো, মুরগি পালনকে কেন্দ্র করে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একাত্মতা। স্থানীয়রা মুরগি পালনের বিষয়ে একে অপরকে সাহায্য করত। কোনো পরিবার ছুটি কাটাতে অন্যত্র গেলে, তাদের পালিত মুরগির যত্ন নেয় প্রতিবেশীরা।

স্ট্রুমানের কথায়, ‘এই উদ্যোগ শুরু হওয়ার সময় থেকেই এখানকার বাসিন্দারা একে স্বাগত জানিয়েছেন। ঠিক সেই কারণেই কোলমারের সব পৌরসভা এখনো এই উদ্যোগে শামিল হয়।’

মন্তব্য

সম্পর্কিত খবর

গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ, ক্ষমতা ছাড়তে আহ্বান

বিবিসি
বিবিসি
শেয়ার
গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ, ক্ষমতা ছাড়তে আহ্বান
গাজার বেইত লাহিয়া এলাকায় ২৫ মার্চ যুদ্ধ বন্ধের দাবিতে একটি সমাবেশে অংশগ্রহণ নেয় ফিলিস্তিনিরা। ছবি : এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় হামাসবিরোধী বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছে। তারা গাজায় হামাসের ক্ষমতাচ্যুতি দাবি করে রাস্তায় নেমে এসেছে। কিন্তু মুখাবয়ব ঢাকা হামাসের যোদ্ধারা, কেউ বন্দুক নিয়ে ও অন্যরা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর আক্রমণ করে তাদের তাড়িয়ে দেয় এবং কয়েকজনকে আক্রমণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের প্রতি সমালোচনাপূর্ণ ভিডিওগুলোতে একদল তরুণ পুরুষকে গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকায় রাস্তায় হাঁটতে দেখা যায়, তারা ‘হামাস তুমি চলে যাও, হামাস তুমি চলে যাও’ স্লোগান দিচ্ছিল।

হামাস সরাসরি এই বিক্ষোভের বিষয়ে মন্তব্য করেনি। তবে বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য দায়ী করেছে। অন্যদিকে হামাসের সমর্থকরা বিক্ষোভের গুরুত্ব কমিয়ে দেখিয়ে অংশগ্রহণকারীদের দেশদ্রোহী বলে অভিযোগ করেছেন।

ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা চালানোর এক দিন পর উত্তর গাজায় এ বিক্ষোভ হয়।

ওই হামলার ফলে বেইত লাহিয়ার বিশাল অংশ খালি করার সিদ্ধান্ত নেয় ইসরায়েল, যা এলাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

ইসরায়েল দীর্ঘ দুই মাসের যুদ্ধবিরতির পর গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে, হামাসের বিরুদ্ধে নতুন মার্কিন প্রস্তাবের সমর্থন না দেওয়ার কারণে। অন্যদিকে জানুয়ারিতে স্বাক্ষরিত মূল চুক্তি বাতিল করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। ১৮ মার্চ ইসরায়েলের বিমান হামলার পর থেকে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।

বেইত লাহিয়ার বাসিন্দা ও বিক্ষোভকারী মোহাম্মদ ডিয়াবের বাড়ি যুদ্ধের মধ্যে ধ্বংস হয়েছে এবং গত বছর ইসরায়েলি বিমান হামলায় তার ভাই নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা কারো জন্য, কোনো দলের এজেন্ডার জন্য বা বিদেশি রাষ্ট্রের স্বার্থে মরতে চাই না। হামাসকে পদত্যাগ করতে হবে এবং শোকাহতদের কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত হতে হবে, যা ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে আসে, সেটাই সবচেয়ে সত্যবাদী কণ্ঠস্বর।’

এ ছাড়া শহরটির একটি ফুটেজে বিক্ষোভকারীদের ‘হামাস শাসনের বিরুদ্ধে, মুসলিম ব্রাদারহুড শাসনের বিরুদ্ধে’ স্লোগান দিতে দেখা যায়। ২০০৭ সাল থেকে হামাস গাজার একমাত্র শাসক, যখন তারা এক বছরের পুরনো ফিলিস্তিনি নির্বাচনে জয়ী হয়ে সহিংসভাবে তাদের প্রতিদ্বন্দ্বীদের বিতাড়িত করে।

যুদ্ধের শুরু থেকেই গাজায় হামাসের প্রতি সরাসরি সমালোচনা বেড়েছে, রাস্তায় ও অনলাইনে। তবে এখনো যারা হামাসের প্রতি তীব্র আনুগত্য দেখায় তাদের সংখ্যা কম নয় এবং এটি সঠিকভাবে বলা কঠিন যে হামাসের প্রতি সমর্থন কতটুকু পরিবর্তিত হয়েছে। যুদ্ধ শুরুর আগেই হামাসের বিরুদ্ধে বিরোধিতা ছিল। তবে বেশির ভাগ সময় তা প্রতিশোধের ভয়ে গোপন ছিল।

গাজার মোহাম্মদ আল-নাজ্জার তার ফেসবুকে পোস্ট করেন, ‘মাফ করবেন, কিন্তু হামাস আসলে কী বাজি ধরছে? তারা আমাদের রক্তে বাজি ধরছে, সেই রক্ত, যা সারা বিশ্ব শুধু সংখ্যার মতো দেখে। হামাসও আমাদের শুধু সংখ্যা হিসেবেই গণ্য করে। পদত্যাগ করুন এবং আমাদের ক্ষত সারানোর সুযোগ দিন।’

গাজায় যুদ্ধের সূচনা হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মাধ্যমে, যাতে প্রাথমিকভাবে এক হাজার ২০০ জন নিহত হয়, যার বেশির ভাগই বেসামরিক। এরপর ইসরায়েল গাজায় হামাসকে ধ্বংস করতে সামরিক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়া গাজার ২১ লাখ জনসংখ্যার বেশির ভাগই গৃহহীন হয়ে পড়েছে, তাদের মধ্যে অনেকেই একাধিকবার গৃহহীন হয়েছে। আনুমানিক ৭০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাজায় স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খাবার, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের অভাব রয়েছে।

মন্তব্য

হিমশীতল হ্রদে বিধ্বস্ত বিমানের ডানা থেকে পাইলট ও শিশুদের উদ্ধার

এএফপি
এএফপি
শেয়ার
হিমশীতল হ্রদে বিধ্বস্ত বিমানের ডানা থেকে পাইলট ও শিশুদের উদ্ধার
বিমানটি প্রায় সম্পূর্ণ ডুবে গিয়েছিল, কেবল ডানা ও রাডারের ওপরের অংশ দেখা যাচ্ছিল। ছবি : ডেল আইশার/ইন্ডিপেনডেন্ট

একজন পাইলট ও দুই শিশুকে একটি ছোট বিমান থেকে উদ্ধার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একটি বরফাচ্ছন্ন হ্রদে বিধ্বস্ত হয়েছিল। রাতভর অনুসন্ধানের পর তাদের উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এএফপির বুধবারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পাইপার পিএ-১২ সুপার ক্রুজার নামের প্রপেলারচালিত বিমানটি তুস্তুমেনা হ্রদ ও কেনাই পর্বতমালা এলাকায় নিখোঁজ হয় বলে স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টার দিকে জানানো হয়।

নির্ধারিত সময় অনুযায়ী ফিরে না আসায় বিমানটির খোঁজ শুরু হয়।

প্রথমে একজন স্বেচ্ছাসেবী পাইলট বরফাচ্ছন্ন হ্রদের ওপর বিমানটি দেখতে পান, যা নিখোঁজ ঘোষণার প্রায় ১২ ঘণ্টা পর যাত্রীদের উদ্ধারের পথ তৈরি করে। পরে অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ আলাস্কা স্টেট ট্রুপার সোমবার এক বিবৃতিতে জানায়, আজ সকালে একজন স্বেচ্ছাসেবী পাইলট তুস্তুমেনা হ্রদের পূর্ব পাশে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পান।

এ ছাড়া স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে আংশিকভাবে ডুবে থাকা বিমানের ডানার ওপর তিনজনকে বসে থাকতে দেখা যায়।

স্থানীয় আবহাওয়ার রেকর্ড অনুযায়ী, রাতভর তুষারশীতল আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল তাদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তি ও শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে, তবে তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ কোনো আঘাত নেই।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় পাইলটদের একজন ডেল আইশার। তিনি জানান, তারা বেঁচে ফিরেছেন, এটি সত্যিই ভাগ্যের ব্যাপার।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিইউইউকে দেওয়া এক সাক্ষাৎকারে আইশার আরো বলেন, ‘আমি আশা করিনি যে আমরা তাদের খুঁজে পাব, আর জীবিত অবস্থায় পাব, সেটাও ভাবিনি। আমি কিছু উদ্ধার অভিযানে অংশ নিয়েছি, কিন্তু সব সময় এমন ভালো ফল আসে না।’

মন্তব্য

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ৫ জনের মৃত্যুদণ্ড

এএফপি
এএফপি
শেয়ার
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ৫ জনের মৃত্যুদণ্ড
পাকিস্তানের পতাকা। ফাইল ছবি : এএফপি

পাকিস্তানের একটি আদালত অনলাইনে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা সম্পর্কিত কন্টেন্ট পোস্ট করার অভিযোগে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একজন প্রসিকিউশন আইনজীবী বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এএফপি বলছে, দেশটিতে সাম্প্রতিক সময়ে এমন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক বছরে পাকিস্তানে বেসরকারি সংগঠনগুলো শত শত তরুণের বিরুদ্ধে অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেছে।

মুসলিমপ্রধান পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল বিষয়। এমনকি কোনো অভিযোগ প্রমাণিত না হলেও তা জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে এবং অনেক ক্ষেত্রে গণপিটুনিতে হত্যার ঘটনাও ঘটেছে।

এবারের মামলাটি আদালতে নেওয়া বেসরকারি সংগঠন লিগ্যাল কমিশন অন ব্লাসফেমি পাকিস্তানের আইনজীবী রাও আবদুর রহিম বলেন, ‘পবিত্র নবীর (সা.) বিরুদ্ধে ধর্ম অবমাননাকর বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে পাঁচজন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কোরআন অবমাননার অভিযোগে তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে একজন আফগান ও চারজন পাকিস্তানি নাগরিক। তাদের মঙ্গলবার রাওয়ালপিন্ডির একটি আদালতে দণ্ড দেওয়া হয়। রাওয়ালপিন্ডি পাকিস্তানের সেনা সদর দপ্তর থাকা শহর এবং রাজধানী ইসলামাবাদের পাশেই অবস্থিত।

আইনজীবী রহিম আরো বলেন, দণ্ডগুলো একই সঙ্গে কার্যকর হবে।

তবে দণ্ডপ্রাপ্তদের উচ্চ আদালতে আপিল করার অধিকার রয়েছে।

শত শত মামলা  
এত দিন পর্যন্ত পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে কারো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এই রায় ঘোষণার এক দিন আগেই পাকিস্তানের একজন ইউটিউব তারকা ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত হন। তিনি এমন একটি পারফিউম বাজারে ছেড়েছিলেন, যার নাম পাকিস্তানের ব্লাসফেমি আইন অনুযায়ী দেওয়া হয়েছিল।

রাজাব বাট নামের ওই ব্যক্তি তার ‘২৯৫’ নামের পারফিউম উদ্বোধন করেছিলেন, যা পাকিস্তানের দণ্ডবিধির ধর্ম অবমাননা আইনের ধারার সঙ্গে সম্পর্কিত।

বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। দুটি ধর্ম অবমাননা মামলায় তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এর আগে জানুয়ারিতে একই আদালত ‘অনলাইনে ধর্ম অবমাননাকর কনটেন্ট পোস্ট করার’ অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

এদিকে সরকার পরিচালিত জাতীয় মানবাধিকার কমিশন গত বছরের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, ধর্ম অবমাননার অভিযোগে ৭৬৭ জন ব্যক্তি কারাগারে বিচার প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন, যাদের অধিকাংশই তরুণ। এই মামলাগুলো বছরের পর বছর আদালতে চলতে থাকে, যদিও সুপ্রিম কোর্টে আপিলে মৃত্যুদণ্ডের সাজা অনেক সময় যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হয়। এই প্রক্রিয়া দ্রুত করতে সেপ্টেম্বর মাসে পাকিস্তানে ধর্ম অবমাননা মামলার জন্য একটি বিশেষ আদালত গঠন করা হয়।

মন্তব্য

সুদানে খার্তুম বিমানবন্দর পুনর্দখল সেনাবাহিনীর

    ৩ দিক থেকে আরএসএফ ঘাঁটি ঘেরা
এএফপি
এএফপি
শেয়ার
সুদানে খার্তুম বিমানবন্দর পুনর্দখল সেনাবাহিনীর
সুদানের সেনাবাহিনীর প্রতি অনুগত একজন যোদ্ধা ২৪ মার্চ খার্তুমের একটি বাজারে টহল দিচ্ছেন। ছবি : এএফপি

সুদানের সেনাবাহিনী বুধবার খার্তুম বিমানবন্দরকে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছ থেকে পুনর্দখল করেছে। এক সামরিক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে সেনারা শহরের দক্ষিণে আরএসএফের শেষ বড় ঘাঁটিকে তিন দিক থেকে ঘিরে ফেলেছেন।

২০২৩ সালের এপ্রিল থেকে চলা সংঘর্ষে সেনাবাহিনী এবার রাজধানী খার্তুমের কেন্দ্রস্থলে বিমানবন্দর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে বলে ওই সামরিক সূত্র জানায়।

নাম না প্রকাশের শর্তে সূত্র বলেন, ‘আমাদের বাহিনী বিমানবন্দর পুরোপুরি নিরাপদ করেছে।’

গত শুক্রবার প্রেসিডেনশিয়াল প্যালেস পুনর্দখলের পর সেনাবাহিনী খার্তুমের কেন্দ্র দিয়ে অগ্রসর হয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দখল নিয়েছে, যা সংঘর্ষের শুরুতেই আরএসএফ দখল করেছিল। এরপর তারা দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে।

সামরিক সূত্র আরো জানায়, ‘রাজধানীর দক্ষিণে আমাদের বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবেল আওলিয়া এলাকাকে উত্তর, দক্ষিণ ও পূর্ব—তিন দিক থেকে ঘিরে ফেলেছে।

প্রতিটি ফ্রন্ট থেকে এগিয়ে যাওয়া অব্যাহত রয়েছে।’

শহরের কেন্দ্র থেকে দক্ষিণে যাওয়ার পথে হোয়াইট নীল নদীর ওপর থাকা জাবেল আওলিয়া সেতুটি আরএসএফের দখলে থাকা একমাত্র সংযোগ পথ। এটি তাদের পশ্চিম দারফুর অঞ্চলের ঘাঁটির সঙ্গে সংযুক্ত রেখেছে। প্রত্যক্ষদর্শী ও অ্যাক্টিভিস্টদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আরএসএফের যোদ্ধারা এখন দক্ষিণের দিকে পিছু হটছে এবং মনে করা হচ্ছে, তারা জাবেল আওলিয়ার দিকে যাচ্ছে।

আরএসএফের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি।

আরএসএফের ঘাঁটি খালি
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত অসংখ্য মানুষ নিহত ও এক কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ যুদ্ধ বিশ্বে সবচেয়ে বড় ক্ষুধা ও মানবিক সংকট তৈরি করেছে। যুদ্ধের ফলে খার্তুম শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে ৩৫ লাখের বেশি মানুষ রাজধানী ছেড়ে যেতে বাধ্য হয়েছে, ফলে বহু এলাকা পরিত্যক্ত হয়ে গেছে।

আরো লাখো মানুষ, যারা যেতে পারেনি বা যেতে চায়নি, তারা অনাহার, মানবাধিকার লঙ্ঘন এবং সেনাবাহিনী ও আরএসএফ—উভয়ের নির্বিচার গোলাবর্ষণের শিকার হয়েছে।

দুটি চিকিৎসা সূত্র এএফপিকে জানিয়েছে, আরএসএফ সেনারা খার্তুম বিমানবন্দরের দক্ষিণে তামায়োজ হাসপাতাল থেকে সরে গেছে, যা তারা যুদ্ধের শুরু থেকেই তাদের যোদ্ধাদের চিকিৎসার জন্য ব্যবহার করছিল। সাহাফা এলাকার বাসিন্দা ওসামা আবদেল কাদের বলেন, ‘গত রাত থেকে ওই এলাকা পুরোপুরি আরএসএফ শূন্য হয়ে গেছে।’

দক্ষিণ বেল্ট এলাকায়, যেখানে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, সেখানকার বাসিন্দা ইসা হোসেন জানান, ‘রবিবার থেকে রাস্তায় আরএসএফ কম সক্রিয়। গতকাল আমি দেখেছি আরএসএফের সাতটি গাড়ি আসবাবপত্র ও পরিবার নিয়ে জাবেল আওলিয়ার দিকে যাচ্ছে।’

যুদ্ধের শুরু থেকেই আরএসএফের বিরুদ্ধে লুটপাট, মানুষের ঘর দখল, যৌন সহিংসতাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বহু মাস ধরে একের পর এক পরাজয়ের পর গত বছরের শেষ দিকে সেনাবাহিনী যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং মধ্য সুদানে অগ্রসর হয়ে প্রায় পুরো রাজধানীর দখল ফিরে পায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ