ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
শেয়ার
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে চাকরি ফিরে পেতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির পালন করছে।

গত দুই দিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে চাকরি হারানো ৩২১ জন পুলিশ এসআই। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নেতা মামুনুর রশীদ মামুন।

জানা গেছে, মামুনুর রশীদ মামুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রলীগের সহসম্পাদক এবং পরবর্তী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তৃতীয় কমিটিতে সভাপতির পদ প্রত্যাশা করলেও তা না পেয়ে লভিং করে কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ পান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের মতে, মামুন ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, মাদক সেবন এবং শিক্ষার্থীদের মারধরের মতো নানা অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে প্রক্টর অফিসে একাধিক অভিযোগ জমা পড়ে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো হলে সিট বাণিজ্য এবং মাদক সেবনের ঘটনা।

দিনাজপুরের বাসিন্দা মামুন সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু হুসাইন বিপুর সঙ্গেও তার সখ্যতা ছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, ‘মামুন খুব প্রভাবশালী ছিলেন। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করত না।

তিনি ক্ষমতার প্রদর্শন করতে নিয়মিত খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে ছবি পোস্ট করতেন।’

অভিযোগ রয়েছে, মামুনুর রশীদ মামুন অস্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশের এসআই পদে নিয়োগ পান। এ নিয়োগে খালিদ মাহমুদ চৌধুরীর সুপারিশ ছিল বলে জানা যায়।

চাকরি থেকে বাদ পড়ার পর এসআইদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নেতৃত্ব নিয়ে ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার মামুনের একটি ভিডিও বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারিত হলে বিতর্ক আরো তীব্র হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক এস এম আশিকুর রহমান বলেছেন, পুলিশ প্রশাসনে যে অধিকাংশ নিয়োগ ছাত্রলীগ কোটায় হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তাদের মধ্য থেকে একদল ছিল, যারা পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিল এবং তাদের মধ্যে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এটি অত্যন্ত যথাযথ এবং সময়োপযোগী সিদ্ধান্ত বলে আমরা মনে করি।

প্রশাসনে স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সন্ত্রাসী ছাত্রলীগের নেতৃত্বে অনশন বা অন্য কোনো অজুহাতে প্রশাসনে তাদের পুনর্বহালের যে অপচেষ্টা চলছে, তা রুখে দিতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, স্বৈরাচারের দোসরদের প্রশাসনে কোনো স্থান নেই। তাদের অপতৎপরতা রুখতে আমরা সর্বদা প্রস্তুত। প্রয়োজনে আবার রাজপথে নামব, কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না।

রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেছেন, ‘শেখ হাসিনা পালানোর পরও আওয়ামী লীগের দোসরদের উত্থান হয়েছে। তাদের শৃঙ্খলা আইন ভঙ্গ করার কারণসহ ও সুনির্দিষ্ট যৌক্তিক কারণে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়ে কিছু অযৌক্তিক মানুষ ষড়যন্ত্র করছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সঠিক তদন্তের মাধ্যমে যদি নিষিদ্ধ সংগঠনের তথ্য পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হক।’

তবে এ বিষয়ে জানতে চাইলে মামুনুর রশীদ মামুনকে একাধিক বার কল দিলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা দাবি করে চোরের চিরকুট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা দাবি করে চোরের চিরকুট
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রামে এক রাতেই ২০টি পল্লী বিদ্যুতের সেচ মিটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গতকাল শনিবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা, নাগরকান্দি ও ডেওয়াবাড়ী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র মাঠের গভীর নলকূপের মিটার চুরি করে নিয়ে যায়।

চোরেরা চুরি হওয়া মিটার বক্সের পাশে টাকা দাবি করে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে দমদমা গ্রামের গভীর নলকূপের মালিক উজ্জ্বল হোসেন, রেজাউল করিম, আলমগীর হোসেন ও রুহুল আমিন জানান—দমদমা, নাগরকান্দি ও ডেওয়াবাড়ী গ্রামে গভীর নলকূপের প্রায় ২০টি বৈদ্যুতিক সেচ মিটার চুরি হয়। চোরচক্র মিটারগুলো চুরির পর চিরকুটে একটি নম্বর রেখে যায়। মিটারের গ্রাহকরা ওই নম্বরে যোগাযোগ করলে তাদের নিকট থেকে প্রতিটি মিটার ফেরতের জন্য ৭-৮ হাজার করে টাকা দাবি করে।

এ টাকা ওই নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

এ ঘটনায় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু মুছা সরকার বলেন, মিটার চুরি ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে জামায়াত : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে জামায়াত : শাহজাহান চৌধুরী
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম সম্পর্কে জানা ও জ্ঞানার্জন করা ফরজ। ইসলামের দাওয়াত ব্যাপকভাবে সাধারণ মানুষের নিকট পৌঁছাতে হবে। জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন।

ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে।’

রবিবার (১৩ এপ্রিল) জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে কাজ করে। এটি একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ দল।

জামায়াতে ইসলামী একাধারে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সংস্কারমূলক দল।’

ঈদ পুনর্মিলনী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, বায়েজিদ থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, জামায়াত নেতা জাফর আলম, সরওয়ার আলম ও ওসমান গণি প্রমুখ।

মন্তব্য

প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা ও তার বাবা গ্রেপ্তার

ববিশাল অফিস
ববিশাল অফিস
শেয়ার
প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা ও তার বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি

বরিশালে ছুরিকাঘাতে প্রেমিক মাসুদুর রহমান খুনের অভিযোগে প্রধান অভিযুক্ত প্রেমিকা হালিমা বেগম শান্তা (৩১) ও তার বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের মোল্লার দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আরো পড়ুন
ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন : ইসলামী আন্দোলন

ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন : ইসলামী আন্দোলন

 

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, মাসুদ খুনের ঘটনায় তার ভাইয়ের  করা মামলায় গ্রেপ্তার করে মাসুদের প্রেমিকা ও তার বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মামলায় মাসুদের ভাই অভিযোগ করেছেন টাকা ছিনিয়ে নিতে প্রেমিকা শান্তা মাসুদকে ছুরিকাঘাত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজীব রেজা জানান, অভিযুক্ত হালিমা বেগম ওরফে শান্তার সঙ্গে মাসুদুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন থেকে শান্তা তার (নিহত ব্যবসায়ীর) টাকা-পয়সা আত্মসাৎ করে আসছেন। ঘটনার দিনও মাসুদের সাথে থাকা টাকা নিতে চেয়েছিলেন শান্তা।

মাসুদ দিতে অস্বীকৃতি জানালে ওই ঘটনা ঘটে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানীশংকৈল উপজেলায় জমি দখল নিয়ে চলমান বিরোধ রূপ নিয়েছে সহিংসতায়। পর পর দুটি এলাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন উভয় উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হরিপুর উপজেলার আমগাঁও কিশমত গ্রামে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় শনিবার রাতে ধর্মগড় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত আটঘরিয়া বাজারেও সংঘর্ষ ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এখনো ওই এলাকায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এদিকে টানা সহিংসতার জেরে হরিপুর ও রানীশংকৈলের সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জনসাধারণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে, বন্ধ রয়েছে স্বাভাবিক জনজীবন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ