নেতৃত্বের জন্য কি প্রস্তুত তাসকিন?

  • লিটন নিয়মিত পারফরম করলে তাসকিন অধিনায়ক বিষয়ক আলোচনায় এতটা জায়গা পেতেন কি না, তা নিয়ে তর্ক হতে পারে। তবে ব্যক্তিগত সাফল্যে প্রতিদিন উন্নতি করায় তাসকিন এখন আলোচনায়।
শেয়ার
নেতৃত্বের জন্য কি প্রস্তুত তাসকিন?

ক্রীড়া প্রতিবেদক : প্রশ্নটা কানে যেতে মৃদু হাসলেন তাসকিন আহমেদ। অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় কি এই ডানহাতি পেসারের নাম আছে? ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান নেতৃত্ব চালিয়ে যেতে অনাগ্রহ প্রকাশ করলে তিন সংস্করণের জন্য অধিনায়কের খোঁজে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সময় মিরপুরের বিসিবি অফিসের সামনে সংবাদ সম্মেলন করছিলেন তৎকালীন সভাপতি নাজমুল হাসান। অনুশীলন শেষে সেদিক দিয়ে বের হওয়ার পথে প্রশ্নটি শুনতে পান তাসকিন।

মুচকি হাসলেও সেদিন সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি।

ওই সময় অবশ্য তাসকিনকে নিয়ে এমন কোনো ভাবনা ছিল না বিসিবির। অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় যে চারজনকে নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে নাম ছিল না এই পেসারের। তবে দেড় বছরের মধ্যে ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

অধিনায়কত্বের আলোচনায় শক্ত অবস্থান তৈরি করেছেন তাসকিন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ-পরবর্তী সময়ে তিন সংস্করণের নেতৃত্ব পান নাজমুল হোসেন। তবে এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার টি-টোয়েন্টিতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বোর্ডকে। তাতে সুযোগ তৈরি হয়েছে তাসকিনের সামনে।
কিন্তু এই দায়িত্ব সামলাতে কতটা প্রস্তুত তিনি?

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলার সময় তাসকিন বলেন, ‘জি, অবশ্যই (স্বপ্ন আছে)। কেন নয়? সব খেলোয়াড়েরই এই (নেতৃত্ব দেওয়ার) স্বপ্ন থাকে। ধাপে ধাপে সব কিছুই হবে একসময়।’ কিন্তু ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার খুব বেশি অভিজ্ঞতা নেই তাঁর। এবার তাসকিনের নেতৃত্বে বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস সুবিধা করতে পারেনি।

গতবার অর্ধেক মৌসুম দায়িত্ব সামলে উল্লেখ করার মতো সাফল্য এনে দিতে পারেননি দলকে। তার ওপর বাংলাদেশ জাতীয় দলের সংস্কৃতিতে পেসারদের অধিনায়ক হওয়ার খুব বেশি উদাহরণ নেই। ব্যতিক্রম ছিলেন মাশরাফি বিন মর্তুজা। আরেকজন ছিলেন অবশ্য, তিনি খালেদ মাহমুদ সুজন। তবে অলরাউন্ডার হিসেবেই খ্যাতি ছিল তাঁর।

গতকাল অবশ্য ওয়াসিম আকরাম-ইমরান খানদের প্রসঙ্গে টেনে পরিষ্কার বলে দিলেন মাহমুদ, ‘পেস বোলার হলে অধিনায়কত্ব করতে পারবে না—কথাটা একদমই ঠিক নয়। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেস বোলার অধিনায়কত্ব করতে পারবে না—এটা ভুল কথা। অধিনায়কত্বের জ্ঞান আছে কি না এটা গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে অবশ্য এই আলোচনায় লিটন দাসের নাম টেনেছেন তিনি, ‘এত বছর ধরে ক্রিকেট খেলছে, লিটন বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছে। সুতরাং ওর মধ্যে যে সামর্থ্য আছে, সেটি তো আমরা জানি।’

লিটন নিয়মিত পারফরম করলে তাসকিন অধিনায়ক বিষয়ক আলোচনায় এতটা জায়গা পেতেন কি না, তা নিয়ে তর্ক হতে পারে। তবে ব্যক্তিগত সাফল্যে প্রতিদিন উন্নতি করায় তাসকিন এখন আলোচনায়। সেই আলোচনার পরিণতি ইতিবাচক হলে অধিনায়কত্বের ভার বহন, সতীর্থদের ওপর কর্তৃত্ব স্থাপন, মাঠে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিচক্ষণতা এবং চাপ সামলানোর প্রস্তুতি সেরে রাখতে হবে তাসকিন আহমেদকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

লা লিগা, লেগানেস-বার্সেলোনা

সরাসরি, রাত ১টা, জিও সিনেমা

বুন্দেসলিগা, বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ড

সরাসরি, রাত ১০-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি ও ইউটিউব

ক্রিকেট

ডিপিএল, আবাহনী-মোহামেডান

সরাসরি, সকাল ৯টা

আইপিএল, লখনউ-গুজরাট

সরাসরি, বিকেল ৪টা

হায়দরাবাদ-পাঞ্জাব

সরাসরি, রাত ৮টা

পিএসএল, পেশোয়ার-কোয়েটা

সরাসরি, বিকেল ৩টা, টি স্পোর্টস অ্যাপ

করাচি-মুলতান

সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস অ্যাপ

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুই সমর্থকের মৃত্যু

শেয়ার
দুই সমর্থকের মৃত্যু

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে সংঘর্ষে জড়িয়ে দুই সমর্থক প্রাণ হারিয়েছে। ঘটনা ঘটে গত পরশু ফোর্তালেজা-কোলো কোলো ম্যাচে। ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চড়াও হলে দুজন প্রাণ হারায়। এএফপি

মন্তব্য

লিভারপুলেই থাকছেন সালাহ

শেয়ার
লিভারপুলেই থাকছেন সালাহ

অন্য কোথাও যাচ্ছেন না মোহাম্মেদ সালাহ, অ্যানফিল্ডে আরো দুই বছর থাকছেন মিসরীয় এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে ৩৯৪ ম্যাচে ক্লাবের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪৩ গোল করেছেন তিনি।

এএফপি

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ