<p style="text-align:justify">বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিরুদ্ধে একটি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে, সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের ১৯ কোটি টাকার কাজ বিধিবহির্ভূতভাবে বিক্রয় করে দেওয়ার অভিযোগে পেয়ে প্রকল্পটির পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে দুদকের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের ১৯ কোটি টাকার কাজ বিধিবহির্ভূতভাবে বিক্রয় করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছি। আমরা বেশ কিছু নথিপত্র নিয়ে এসেছি। এ ছাড়া তদন্তও চলছে। এসব নথি পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত কশিমন বরাবর প্রেরণ করা হবে। এর পরও যদি প্রয়োজন হয়, তবে সেটি ফের তদন্ত করা হবে।</p> <p style="text-align:justify">এ বিষয়ে বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্পটির পরিচালক মো. শহীদুর রহমান ও বিএমডিএর সেচ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খানকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।</p>