<p>পৌষের শেষে আগমন ঘটেছে মাঘ মাসের। তবে এখনই সারা দেশে হাড়-কাঁপানো শীতের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, আগামী শুক্রবার পর্যন্ত শীতের অনুভূতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। তবে শনিবার থেকে তাপমাত্রা কমে একটানা পাঁচ-ছয় দিন শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। </p> <p>আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আগামী দুই-তিন দিন তাপমাত্রা বাড়া বা কমার তেমন উল্লেখযোগ্য প্রবণতা নেই। কখনো কিছুটা বাড়তে পারে, আবার কখনো কমতে পারে। তবে আগামী শনিবার থেকে দিনের তাপমাত্রা কমার একটা প্রবণতা দেখা যাচ্ছে। ফলে তখন শীতের অনুভূতি বাড়তে পারে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কখন মুক্তি পাচ্ছেন বাবর? যা জানা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736857023-8dd495c23ec6b47392e2cddaf6e8771f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কখন মুক্তি পাচ্ছেন বাবর? যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/14/1468624" target="_blank"> </a></div> </div> <p>হাফিজুর রহমান বলেন, শনিবার থেকে পরের সপ্তাহজুড়ে শীত কিছুটা বেশি থাকতে পারে। কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহও হতে পারে। তবে শৈত্যপ্রবাহ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। দেশের উত্তরাঞ্চলে কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েক দিন সারা দেশে কুয়াশা কম থাকতে পারে।</p> <p>আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বুধবার। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিপজলের মৃত্যুতে শেখ হাসিনার নামে হত্যা মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/08/30/1725019106-ba6b8df6a3c939e57090a6b37f603601.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিপজলের মৃত্যুতে শেখ হাসিনার নামে হত্যা মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/08/30/1420354" target="_blank"> </a></div> </div> <p>আগামী বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। পরদিন শুক্রবার আবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। </p> <p>এদিকে পৌষের শেষ দিনে এসে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। জেলার তেঁতুলিয়ায় গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।</p>