<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৌষ শেষ হয়ে এলো আজ। কাল বুধবার থেকে শুরু হচ্ছে মাঘ মাস। তবে সেই অর্থে পৌষে একটানা তীব্র শীত দেখা যায়নি সারা দেশে। পৌষের শুরুতে ও মাঝামাঝি সময়ে কয়েক দিন ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। দুই দফায় শৈত্যপ্রবাহ হলেও তাও ছিল সংক্ষিপ্ত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়াবিদরা বলছেন, আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে শীতের অনুভূতিতে বড় পরিবর্তন আসার সম্ভাবনা কম। সেই অর্থে নেই শৈত্যপ্রবাহের আশঙ্কাও। অর্থাৎ মাঘের শুরুতেও হাড়কাঁপানো শীত অনুভূত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল সোমবার রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দিকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাপমাত্রা তুলনামূলক কম থাকতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা তেমন কমার সম্ভাবনা নেই। বুধবার থেকে পরের দুই-তিন দিন তাপমাত্রা একটু একটু করে কমতে পারে। তবে কমলেও তা খুব বেশি নয়। দুই-তিন দিন পর আবার তাপমাত্রা বাড়তে পারে। ১৯ বা ২০ জানুয়ারির পর আবার কিছুটা কমতে পারে তাপমাত্রা। তখন দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ মঙ্গলবার শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আগামীকাল বুধবারও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।</span></span></span></span></span></p>