<p>তাপমাত্রা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কিছুটা কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আগের দিন দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও শনিবার তা কমে পাঁচ জেলায় নেমে আসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবারও (১২ জানুয়ারি) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী দুই দিনে দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।</p> <p>আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘শনিবার সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। এখন তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকায় কুয়াশাও কম থাকবে। এরপর আবার দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও তা খুব উল্লেখযোগ্য কিছু না। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত শীতের অনুভূতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736608406-e2c6f7921349bc75bac389b3ce6258bb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/11/1467565" target="_blank"> </a></div> </div> <p>শাহীনুল ইসলাম বলেন, ‘বুধবার থেকে শীতের অনুভূতি আবার খানিকটা বাড়তে পারে। বৃহস্পতি বা শুক্রবার দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছি না আমরা।’</p> <p>আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা কমতে পারে পরদিন মঙ্গলবারও। আগামী কিছুদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।</p> <p>এদিকে শনিবার পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগের দিনের তুলনায় কমেছে শৈত্যপ্রবাহের তীব্রতা ও বিস্তৃতি। আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ বন্ধের সিদ্ধান্ত বিএসএফের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736607272-c1324a71a95c76846fc8b4a0d194c427.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ বন্ধের সিদ্ধান্ত বিএসএফের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/11/1467562" target="_blank"> </a></div> </div> <p>শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি। দক্ষিণ-পশ্চিমের জেলা যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি। এ ছাড়া  গোপালগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সিরাজগঞ্জের শাহজাদপুর—এই চার অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি। তবে অনেক অঞ্চলে বাড়লেও রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১.৩ ডিগ্রি। ঢাকায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.২ ডিগ্রি।</p>