<p>নাটোরের নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক রাজিব হোসেন (৩৫) মারা গেছেন। শনিবার (১১ জানুয়ারি) নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রলির সহযোগী রনজু (২৫) আহত হয়েছেন।</p> <p>রাজিব তেলকুপি আব্দুর রাজ্জাকের ছেলে। রনজু একই গ্রামের আশরাফের ছেলে।</p> <p>নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে মনোয়ার নামের যাত্রীবাহী বাস মাধনগর যাওয়ার পথে বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজিব ও রনজু আহত হন। তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে রাজিবের অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। </p> <p>নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, যাত্রীবাহী বাস জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।</p>