<p>রাজশাহীর বাঘায় শনিবার ভোরে (১১ জানুয়ারি) উপজেলার আলাইপুর নামক এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি চপল আলীকে (৩৮) গ্রেপ্তার করে ১৬১ বোতল ফেনসিডিল, ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রাজশাহী র‌্যাব-৫, সিপিএসসি-এর একটি অভিযানিক দল। সে আলাইপুর গ্রামের মৃত খামেদ আলীর ছেলে।</p> <p>র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল জানতে পারে, আলাইপুর নামক এলাকায় একজন মাদক কারবারি নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের অভিযানিক দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং উক্ত মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে চপল আলীকে গ্রেপ্তার করে এবং তার বসতবাড়ি তল্লালি করে নিজ শয়ন কক্ষের এটাস বাথরুমের লো কমোডের ভেতর থেকে অভিনব কায়দায় লুকায়িত ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।</p> <p>গ্রেপ্তার আসামি এলাকার মাদক কারবরি। যার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল।</p> <p>এ বিষয়ে বাঘা থানায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও হেরোইন হস্তান্তরসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।</p>