২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসিকে সিদ্বান্ত নিতে দিন, বলেছেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসিকে সিদ্বান্ত নিতে দিন, বলেছেন স্কালোনি

পরের বিশ্বকাপে মেসি খেলবেন কি না, কাতার বিশ্বকাপের পর থেকে একই প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে। ২০২৬ বিশ্বকাপ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা নিশ্চিত হওয়ার পর, আবারও সামনে আসছে ৩৭ বছর বয়সী মেসি তার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন কি না? যদিও সেই উত্তর দিতে তাড়াহুড়ো করতে চান না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই বিষয়ে মেসিকে প্রশ্ন করেও অস্থির করে না তোলার অনুরোধ করলেন তিনি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘দেখা যাক কী হয়, এখনো তো অনেক সময় আছে।

স্কালোনি একই বিষয়ে বারবার কথা বলতে চান না। মেসির সিদ্ধান্ত তাকে নিতে দিতে চান কোচ। তিনি বলেন, ‘একটি একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। নইলে তো এই এক বিষয় নিয়েই সারা বছর কথা বলতে হবে।

তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে, দেখি না কী হয়। সে যখন চায় তখন সিদ্ধান্ত নেবে, আমরা তাকে পাগল না করি।’

মাংসপেশী চোটের কারণে আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচে ছিলেন না মেসি। ম্যাচ দুটি জিতে আর্জেন্টিনা প্রমাণ করছে তারা মেসি ছাড়াও জয়ী হতে পারে।

তবে আর্জেন্টাইন সতীর্থরা স্পষ্ট আশাবাদী দলে ফিরবে মেসি। হুলিয়ান আলভারেজ বলেই দিয়েছেন, ‘মেসি থাকলে হয়তো আরো দুই-তিন গোল করতে পারতাম।’ মিডফিল্ডার দি পল বলেছেন, ‘আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।’

পরের বছর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে বিশ্বকাপ।

 প্রথমবারের মতো এবার ৪৮ দল নিয়ে আয়োজিত হবে সবচেয়ে আকর্ষণীয় এই আসর। 

মন্তব্য

সম্পর্কিত খবর

হার্দিকের পর এবার পরাগকে জরিমানা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হার্দিকের পর এবার পরাগকে জরিমানা
রায়ান পরাগ। ছবি : বিসিসিআই

চেন্নাই সুপার কিংসকে ৬ রানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। জয়ের পথে ২৮ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দলটির নিয়মিত অধিনাক রায়ান পরাগ। জয়ের দিনে অবশ্য দুঃসংবাদও পেতে হয়েছে তাকে। 

জয়ের দিনে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে পরাগকে।

আইপিএলের চলতি আসরে হার্দিক পান্ডিয়ার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছেন পরাগ। পুরনো নিয়ম তুলে নেয়ায় অবশ্য এখনই নিষিদ্ধ হতে হচ্ছে না তাকে।

আগে ব্যাটিং করতে নেমে নীতিশ রানার ৮১ ও পরাগের ৩৭ রানের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে রাজস্থান। সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই।

ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি তারা। রুতুরাজ গায়কোয়াড়ের হাফ সেঞ্চুরির পরও ৬ রানে হেরেছে চেন্নাই। লঙ্কান হাসারাঙ্গা লেগ স্পিনে নিয়েছেন ৪ উইকেট।

মন্তব্য

হামজা থেকে রোনালদো, তামিম-শান্তরা জানিয়েছেন ঈদের শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হামজা থেকে রোনালদো, তামিম-শান্তরা জানিয়েছেন ঈদের শুভেচ্ছা

ঈদ উৎসব বিশ্বজুড়ে আনন্দ এবং ভালোবাসার এক অনন্য মুহূর্ত। দেশের ক্রীড়াঙ্গন থেকে আন্তর্জাতিক তারকাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়, এই উপলক্ষে তাদের উত্সাহ এবং ভালোবাসা ফুটে ওঠে। দেশের ফুটবলের হামজা চৌধুরী থেকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা সবাই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। বাদ পড়েনি ফুটবল ক্লাবগুলোও— ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি আলোড়ন তুলে বাংলাদেশ ফুটবলে অভিষেক হয় হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরে গেলেও, নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা। 

এক ভিডিও বার্তায় হামজা ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।

আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন রোনালদো। তাইতো জোব্বা পড়ে, সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আসসালামুয়ালাইকুম সবাইকে! ঈদ মোবারক সবাইকে।

আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।’    

ঈদের শুভেচছা জানিয়েছেন দেশের ক্রিকেটের তরকারাও। টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দুঃসময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ঈদ সবার জীবনে রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে। সমর্থকদের ভালোবাসা রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক। পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল। বরাবরের মতো এবারও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মন্তব্য

বোর্নমাউথকে হারিয়ে টানা সপ্তমবার সেমিতে সিটি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বোর্নমাউথকে হারিয়ে টানা সপ্তমবার সেমিতে সিটি
ছবি : এএফপি

এফএ কাপ কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে টানা সপ্তমবার সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিতে আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। 

বোর্নমাউথের মাঠে ম্যাচের ১৪ মিনিটে আলিং হালান্ড পেনাল্টি মিস করার পর ২১ মিনিটে এভানিলসনের গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। বিরতি পর্যন্ত সেই ব্যবধানই থাকে।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে হালান্ড ও ৬৩ মিনিটে ওমর মারমৌশের গোলে ঠিকই ২–১ গোলের জয় তুলে নেয় সিটি। 

স্বস্তির এ জয়েও দুঃসংবাদ পেয়েছে সিটি। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে ৬০ মিনিটে মাঠ থেকে উঠে যান হালান্ড। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও কিছুক্ষণ পর ব্যথায় মাঠে পড়ে যান।

সিটি কোচ গার্দিওলা বাধ্য হয়েই বদলি নামিয়ে তাকে তুলে নেন। ম্যাচে তখন ১–১ গোলের সমতা। প্রথমার্ধে পেনাল্টি মিস করা হালান্ডের চোট কতটা গুরুতর, ম্যাচ শেষে তার হালনাগাদ তথ্য জানাতে পারেননি গার্দিওলা। পেনাল্টি ছাড়াও প্রথমার্ধে গোলের দুটি স্পষ্ট সুযোগ নষ্ট করেন হালান্ড।
তার বদলি হিসেবে নামার তিন মিনিট পরই গোল করেন মিসর ফরোয়ার্ড মারমৌশ।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ৯ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ২২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পাঁচে সিটি। তাই এই মৌসুমে এফএ কাপ ট্রফিই একমাত্র সুযোগ সিটির। 

মন্তব্য

ফাইনালের আগে জোকোভিচকে মেসির ‘উপহার’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফাইনালের আগে জোকোভিচকে মেসির ‘উপহার’
জোকোভিচকে গোল উৎসর্গ মেসির। ছবি : এএফপি

ঈদ উপলক্ষ্যে এই মুহূর্তে একে-অপরকে নানান উপহারসামগ্রী দিচ্ছেন আপনজনরা। ঠিক তেমনি এক ‘উপলক্ষ্য’ সামনে রেখে নোভাক জোকোভিচকে যেন ‘উপহার’ দিলেন লিওনেল মেসি।

আজ রাতে মায়ামি ওপেনের ফাইনাল খেলতে নামার আগে সার্বিয়ান তারকাকে নিজের গোল উৎসর্গ করেছেন মেসি। শুধু গোলই উৎসর্গ করে থামেননি, সঙ্গে জোকোভিচের শক্তিশালী ফোরহ্যান্ড শটও উদযাপন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

সকালে মেজর লিগ সকারের ম্যাচ খেলতে নেমে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে দারুণ এক গোল করেছেন মেসি। সেটিও বদলি হয়ে মাঠে নামার দুই মিনিটের মাথায়। ৫৭ মিনিটে তার করা গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। পরে ২-১ গোলের জয়ে সতীর্থদের সঙ্গে হাসিমুখে মাঠ ছাড়েন তিনি।

তবে মাঠ ছাড়ার সময়ের চেয়ে মুখে হাসিটা বেশি লেগেছিল গোলের উদযাপনের সময়ই। সতীর্থ লুইস সুয়ারেজের পাস ধরে বলকে ডি-বক্সে ইন-আউট করার পর ডান পায়ে নিচু শট নেন। ডান প্রান্ত থেকে তার নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে জড়ালে দুই হাত তুলে সহজাত উদযাপন করেন। কিছুক্ষণ পর অ্যাসিস্টকারী সুয়ারেজ যোগ দেন।

পরে এক এক করে অন্য সতীর্থরাও।

সতীর্থদের সঙ্গে গোলের আনন্দ ভাগ করার পরেই জোকোভিচের মতো করে ফোরহ্যান্ডের শট উদযাপন করেন মেসি। গতকালই যে পরিবারসহ পুরুষ এককে টেনিসের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামজয়ীর সেমিফাইনাল দেখতে গিয়েছিলেন হার্ড রক স্টেডিয়ামে। তাতে গ্রিগর দিমিত্রভকে ৬–২, ৬–৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। মেসি তার খেলা দেখতে আসায় পরে গর্ববোধ করেছেন জোকোভিচ।

আজ রাতের ফাইনালে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ইয়াকুব মেনসিক। এমন উদযাপন করে যেন ফাইনালের আগে বন্ধু জোকোভিচকে উজ্জ্বীবিতই করলেন মেসি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ