ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা।
ঈদ আয়োজন
ঈদে টিভি পর্দায় থাকছে যেসব ধারাবাহিক
বিনোদন প্রতিবেদক

চ্যানেল আই
[ঈদের দিন থেকে সাত দিন]
মিশন মুন্সীগঞ্জ [সন্ধ্যা ৬টা ১০ মিনিট] : ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে। পরিচালনা আফজাল হোসেন।
এনটিভি
[ঈদের দিন থেকে সাত দিন]
রূপবানের প্রেম [সন্ধ্যা ৬টা ৩০ মিনিট] : গল্প কাব্য হাসান, চিত্রনাট্য তানিন রহমান ও পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে তাসনুভা তিশা, শাওন, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, শেলী আহসান।
আরটিভি
[ঈদের দিন থেকে ৭ দিন]
এক্সকিউজ মি প্লিজ [রাত ৯টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা শহীদ উন নবী।
বাংলাভিশন
[ঈদের দিন থেকে সাত দিন]
টিম আফ্রিকা [সন্ধ্যা ৬টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম প্রমুখ।
চার কুতুব [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে চাষী আলম, মুসাফির বাচ্চু, পাভেল, শামীমা নাজনীন।
বৈশাখী
[ঈদের দিন থেকে ৭ দিন]
ব্লাক মানি [বিকেল ৫টা ১৫ মিনিট] : পরিচালনা হাসান জাহাঙ্গীর। অভিনয়ে ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
মানি লোকের মান [বিকেল ৫টা ৪৫ মিনিট] : পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
শাশুড়ির বিয়ে [সন্ধ্যা ৬টা ২০ মিনিট] : পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
লন্ডনি জামাই [সন্ধ্যা ৭টা ৩০ মিনিট] : পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
ট্রাক ড্রাইভার [রাত ৯টা ২০ মিনিট] : পরিচালনা রুহুল আমিন শিশির। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
[ঈদের দিন থেকে সাত দিন]
বিয়ের জ্বালা [সন্ধ্যা ৭টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা শহীদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন।
মধুমালা [রাত ৯টা ১০ মিনিট] : রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায় প্রমুখ।
সম্পর্কিত খবর

তারকাদের ঈদ
বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব
বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে দেশের আলোচিত তারকা দম্পতি মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর এই প্রথম ঈদ করছেন তারা। তাদের দুজনের প্রথমবার ঈদ উদযাপন নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই। তারাও জানিয়েছেন ঈদের পরিকল্পনার কথা।
সম্প্রতি সংবাদ সম্মেলনে ঈদ পরিকল্পনা প্রসঙ্গে মেহজাবীন বলেন, এবারের ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম হতে যাচ্ছে। কারণ, আমরা দুই পরিবার একসঙ্গে ঈদ উদযাপন করবো।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার বিষয়ে তিনি আরও বলেন, ঈদের দিন সবাই একসঙ্গে থাকব, একে অপরের সঙ্গে সময় কাটাবো—এটাই সবচেয়ে বড় আনন্দ। আমি এই মুহূর্তটির জন্য মুখিয়ে আছি।
অন্যদিকে, নির্মাতা আদনান আল রাজীবের কথায়ও ফুটে উঠেছে পারিবারিক উষ্ণতার ছোঁয়া।
চলতি বছর ভালোবাসা দিবসে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব।

তারকাদের ঈদ, কে কোথায় করবেন
বিনোদন ডেস্ক

একমাসের সিয়াম সাধনা শেষে আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে চলছে নানা আয়োজন। মানুষ কর্মব্যস্ত জীবন ফেলে ছুটেছেন নাড়ির টানে। আবার অনেকে ঢাকাতেই ঈদ করবেন।
শাকিব খান
এই ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে। এরইমধ্যে গান-টিজার থেকে দর্শকদের অভাবনীয় সাড়া পাওয়া গেছে।
অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার ছেলে জয়কে নিয়ে ঈদ করবেন ঢাকায়।
সাদিয়া ইসলাম মৌ
ঈদের ছুটিতে ঢাকায় থাকবেন জনপ্রিয় এই মডেল-নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
আফরান নিশো
দ্বিতীয়বারের মতো ‘দাগি’ সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন আফরান নিশো। এই সিনেমা দিয়ে দুই বছর পর ফিরছেন তিনি বড় পর্দায়। এবার এই অভিনেতা ঈদ করছেন ঢাকাতেই।
শবনম বুবলী
এবার আমার দু’টি সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। তাই ঈদটা এবারো আমার জন্য বিশেষ। ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছি এখন। আর ঈদেও সেই ব্যস্ততা চলবে। অধীর অপেক্ষায় রয়েছি ঈদের ছবি মুক্তির। দর্শকদের মতামতা জানার।
জাকিয়া বারী মম
মম ঈদের ছুটি কাটাবেন ঢাকার বাসায়। তার মা, ভাই ও ভাবি হজে গেছেন। মম বলেন, ‘মা-ভাই-ভাবি ফিরে এলেই মূলত আমার ঈদ শুরু হবে। তাই বড় কোনো পরিকল্পনা করিনি।’
তমা মির্জা
পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করছেন নায়িকা তমা মির্জা। এবার তার অভিনীত দাগি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তমা জানান, বাবা, মা ভাইয়ের সঙ্গে ঈদের সারাদিন কাটাবেন পাশাপাশি ঈদের ছবিগুলো দর্শকদের সঙ্গে দেখার ইচ্ছাও রয়েছে।
সজল
ঈদের সিনেমাগুলোর মধ্যে গান দিয়ে এরইমধ্যে বেশ এগিয়ে আছে ‘জ্বীন-৩’ সিনেমা। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। সজল জানান, এবারের ঈদ তার জন্য অনেক বেশি স্পেশাল। তার ছবির পাশাপাশি অন্য নায়কদের আরও বেশ কিছু ছবি আসছে। ঢাকায় ঈদের নামাজের পর পরিবারকে সময় দিয়ে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখবেন তিনি।
সিয়াম
এবার ঈদে সিয়াম অভিনীত জংলি ছবিটি মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে প্রচারণায় বেশ ঘাম জড়িয়েছেন এই নায়ক। ঈদে পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ করছের সিয়াম।
নুসরাত ফারিয়া
এবার ঈদে আমার অভিনীত ‘জিন ৩’ সিনেমা মুক্তি পাচ্ছে। আমি খুব এক্সাইটেড ছবিটি নিয়ে। আমি অপেক্ষায় রয়েছি ছবিটি হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখার। তাই ঈদ ঢাকাতেই করা হবে।
পরীমনি
আমার জন্য ঈদ মানে আমার পুত্র ও কন্যা। এবার আমার নানাভাইকে অনেক মিস করবো। কারণ তিনিই বড় হওয়ার পর আমার একমাত্র অভিভাবক ছিলেন। ঈদ এবার ঢাকাতেই করার পরিকল্পনা।
স্পর্শিয়া
ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়ার এবারের ঈদ পরিকল্পনা ঢাকাকেন্দ্রিক। যদিও চেয়েছিলেন এবার যুক্তরাষ্ট্রে শ্বশুরবাড়ির সবার সঙ্গে ঈদ করতে, কিন্তু কাজের ব্যস্ততায় তা সম্ভব হচ্ছে না। স্পর্শিয়া বলেন, পুরান ঢাকায় আমার ঈদের মজাই আলাদা। তবে এবার চেয়েছিলাম ইউএসে ঈদ করতে। কিন্তু ঢাকাতেই ফ্যামিলির সঙ্গে থাকব, বন্ধুদের সঙ্গে সময় কাটাব। আর ঈদের সিনেমাগুলো হলে গিয়ে দেখার প্ল্যান করেছি!
দিঘী
প্রতিবার পরিবারের সঙ্গেই ঈদ ঢাকায় ঈদ করেন অভিনেত্রী দিঘী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দিঘী বলেন, প্রতিবারের থেকে এবারের ঈদটা আমার জন্য একটু আলাদা কেননা এবার ঈদে আমার অভিনীত ছবি জংলি মুক্তি পাচ্ছে। পরিবারের সঙ্গে সময় দিয়ে ঈদের আমার ছবির টিমের সঙ্গে হল ভিজিটে যাবো।

ঈদে টিভি পর্দায় থাকছে যেসব সিনেমা
বিনোদন ডেস্ক

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।
দীপ্ত টিভি
ঈদ উপলক্ষে দীপ্ত টিভিতে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’।
ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’। একই দিন দুপুর ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি।
ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। দুপুর ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’। একই দিন দুপুর ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সপ্তম দিন দুপুর ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।
চ্যানেল আই
ঈদের দিন: ঈদের সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনন্ত জলিল ও বর্ষার ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এমডি ইকবাল।
ঈদের দ্বিতীয় দিন: শাকিব খান অভিনীত অনন্য মামুনের ছবি ‘দরদ’। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
ঈদের তৃতীয় দিন: সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ এর টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন পূজা চেরী।
ঈদের চতুর্থ দিন: কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’ প্রথমবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে। এটি পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
ঈদের পঞ্চম দিন: ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ দেখা যাবে ঈদের পঞ্চম দিন। এমডি ইকবালের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই।
ঈদের ষষ্ঠ দিন: আকাশ আচার্য্যর নির্মাণে ‘মাকড়সার জাল’ দেখানো হবে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু।
ঈদের সপ্তম দিন: অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমা। চ্যানেল আইয়ে ‘মেকআপ’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদের সপ্তম দিন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী।
নাগরিক টেলিভিশন
ঈদের দিন: সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘শান’ ছবিটি দেখা যাবে দুপুর ২টায়। বিকেল ৫টায় শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘টপ হিরো’।
ঈদের দ্বিতীয় দিন: ‘স্বামীর সংসার’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রচারিত হবে সকাল ১১টায়। দুপুর ২টায় প্রচারিত হবে ‘প্রেমী ও প্রেমী’, সিনেমাটিতে অভিনয় করেছেন, আরেফিন শুভ ও নুশরাত ফারিয়া।
ঈদের তৃতীয় দিন: শাকিব খান ও সাহারা অভিনীত সিনেমা ‘আমাদের ছোট সাহেব’ দুপুর ২টায় দেখা যাবে। বিকেল ৫টায় দেখা যাবে ‘অনেক সাধের ময়না’। অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি।
ঈদের চতুর্থ দিন: এদিন শাকিব খানের পাঁচ সিনেমা দেখানো হবে। সকাল ৯টায় ‘নষ্ট ছাত্র’, সকাল ১১টায় ‘সাহেব নামের গোলাম‘, দুপুর ২টায় ‘ডন নাম্বার ওয়ান’, বিকেল ৫টায় ‘রাজা ৪২০’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘যদি বউ সাজোগো’ সিনেমা।
ঈদের পঞ্চম দিন: সকাল ৯টায় ‘ওরা দালাল’ অভিনয়ে: শাকিব খান, সাহারা। সকাল ১১টায় ‘স্বপ্নের বাসর’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। দুপুর ২টায় সিনেমা ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টায় ‘ভালোবাসা এক্সপ্রেস’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘স্বপ্নের নায়ক’, অভিনয়ে : সালমান শাহ, শাবনূর।
ঈদের ষষ্ঠ দিন: সকাল ৯টায় ‘স্বপ্নের ঠিকানা’ অভিনয়ে: সালমান শাহ, শাবনূর। সকাল ১১টায় ‘ফুল নেব না অশ্রু নেব’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। দুপুর ২টায় ‘বলবো কথা বাসর ঘরে’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। বিকেল ৫টায় ‘পোড়ামন’, অভিনয়ে: সাইমন সাদিক, মাহিয়া মাহি এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘তান্ডব লীলা’, অভিনয়ে : মান্না, মৌসুমী।
ঈদের সপ্তম দিন: সকাল ৯টায় ‘বর্তমান’ অভিনয়ে: মান্না, মৌসুমী। সকাল ১১টায় ‘মাস্তানের ওপর মাস্তান’, অভিনয়ে: মান্না, পূর্ণিমা। দুপুর ২টায় ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। বিকেল ৫টায় ‘পাষান’, অভিনয়ে: ওম (ভারত), ঐশী। রাত ১১টা ৩০ মিনিটে ‘সাত খুন মাফ’, অভিনয়ে : শাকিব খান ও নদী।

ঈদের দিন টিভি পর্দায় যা যা থাকছে
বিনোদন প্রতিবেদক

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।
মাছরাঙা
বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মধুমালা’। অভিনয়ে—চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, লাবণ্য লিজা প্রমুখ। বিকাল ৫টা ৫০ মিনিটে একক নাটক ‘ব্রেকআপ থেকে শুরু’।
বিটিভি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন।
১৩ ব্যান্ডের বিশেষ শো : বিটিভি দর্শকদের মন মাতাতে ঈদে পর্দায় আসছে দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড। মূলত ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড শো’তে হাজির হবেন দলগুলোর সদস্যরা। শোনাবেন তাদের দর্শকপ্রিয় গানগুলো। ঈদের দিন সন্ধ্যা ৭টায় গান পরিবেশস করবে চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো। সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন।
আরটিভি
দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘পোড়ামন ২’। অভিনয়ে—সিয়াম আহমেদ, পূজা চেরী প্রমুখ। বিকাল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’ পর্ব ১। শিল্পী—হায়দার হোসেন; প্রযোজক : নূর হোসেন হীরা। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘নীল রঙের সাইকেল’। রচনা : সেজান নূর; পরিচালনায় : সোহেল হাসান; অভিনয়ে—নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। একই জুটির ‘খাল কেটে কুমির’ প্রচারিত হবে ৯টা ৩০ মিনিটে। আনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাওলাদার।
এটিএন বাংলা
ঈদের দিন শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রাজকুমার’ প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনী কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা’ প্রচার হবে ঈদের দিন ও ঈদের সপ্তম দিন রাত ১০টা ৩০ মিনিটে। ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেম ভাই’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
চ্যানেল আই
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘সামনে সমুদ্র’। রাবেয়া খাতুনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে—আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম প্রমুখ। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় রাত ৯টা ৩৫ নাটক ‘চালাকি’। অভিনয়ে—শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্র লেখা গুহ প্রমুখ।
নাগরিক টেলিভিশন
রাত ৮টায় নাটক ‘চোর পুলিশ’। অভিনয়ে মোশাররফ করিম, রুবিনা রেজা জুঁই, পরিচালনা : তাইফুর জাহান আশিক। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী : শফিমণ্ডল ও বন্যা তালুকদার।
এনটিভি
সকাল ৯টায় নাটক ‘লাস্ট নাইট’। রচনা ও পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। দুপুর ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘রাইট অর রং’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে—পার্থ শেখ, মীর রাব্বি, পারসা ইভানা, ফাহমিদা বন্যা, শারমিন শর্মি প্রমুখ। সাত দিন সন্ধ্যা পৌনে ৭টায় ধারাবাহিক নাটক ‘রূপবানের প্রেম’। পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয়ে—তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, শেলী আহসান, আবদুল্লাহ রানা, সুমন পাটোয়ারী, শহীদ উন নবী প্রমুখ।
চ্যানেল নাইন
ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। অভিনয়ে—মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ডিপজলসহ অনেকে।
বৈশাখী টেলিভিশন
সকাল ১০টায় একক নাটক : ‘আয়েশা’। অভিনয় করেছেন আবদুর নূর সজল, মিম মান্তাসা, শামীম শান, সুজাত শিমুল প্রমুখ। রচনা : আনন জামান, পরিচালনা : শুদ্ধমান চৈতন। রাত ৯টা ৫৫ মিনিটে নাটক ‘ডাকাতিয়া প্রেম’। অভিনয় করেছেন—ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। রচনা ও পরিচালনা : রাফাত মজুমদার রিংকু।