<p>অপারেটর ও গ্রাহকদের আপত্তির মধ্যেই মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহার খরচ আবার বাড়ল। বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক দিতে হয় ২০ শতাংশ। এটি বাড়িয়ে ২৩ শতাংশ। আগের সরকারের আমলে আরোপ করা করের সঙ্গে এ বাড়তি কর যোগ করেছে অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। </p> <p>বর্তমানে মোবাইল ফোন ব্যবহারে প্রতি ১০০ টাকায় গ্রাহককে কর দিতে হবে ৫৬.৩ টাকা। যার মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ ২৯.৮ টাকা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে ৬.১ টাকা, পরোক্ষ কর কাটবে ২০.৪ টাকা। ফলে গ্রাহক ১০০ টাকায় ব্যবহার করতে পারবেন মাত্র ৪৩.৭০ টাকা।</p> <p>তাই মোবাইল ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় ইন্টারনেট গ্রাহক কমছে। তা ছাড়া অনেকে ডাটা ব্যবহারের খরচে কাটছাঁট করছেন। এই বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্যেও। </p> <p>বিটিআরসির সর্বশেষ তথ্যানুযায়ী, গত নভেম্বর মাসে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১৮ কোটি ৮৭ লাখ, যা গত জুনের চেয়ে ৭৩ লাখ কম। অন্যদিকে জুনের চেয়ে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৭ লাখ কমে ১৩ কোটি ২৮ লাখে নেমেছে।</p> <p>এর আগে বিগত সরকারের শাসনামলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছিল। সে অনুযায়ী, বর্তমানে মোবাইল ফোনে ১০০ টাকার রিচার্জ করলে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮.১ টাকা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ৬.১ টাকা, পরোক্ষ কর দিতে হয় ২০.৪ টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকায় দিনে কেমন শীত পড়বে, জানাল আবহাওয়া অফিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736562018-c6d561165968ec55d14b6ab1f87c865a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকায় দিনে কেমন শীত পড়বে, জানাল আবহাওয়া অফিস</p> </div> </div> </div> </div> </div> <p>এ প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ বলেন, ‘মোবাইল ফোন ব্যবহারের ওপর হঠাৎ আরো ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় আমরা বিস্মিত। এমন পরিস্থিতিতে এটি বাড়ানো হলো যখন ধকল কাটিয়ে উঠছে অর্থনীতি, দেশে মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে, দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এই নিয়ে গত সাত মাসের মধ্যে দ্বিতীয়বার সম্পূরক শুল্ক বাড়ানো হলো। ২০২৪ সালের জুনে ৫ শতাংশ বাড়ানো হয়েছিল। এখন আবারও ৩ শতাংশ বাড়ানো হলো। সে ক্ষেত্রে মাত্র সাত মাসের মাথায় গ্রাহকদের ওপর পরোক্ষ করের বোঝা বাড়ল ৯.২ শতাংশ।</p>