<p>বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ।</p> <p>শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।</p> <figure class="image"><img alt="5" height="471" src="https://scontent.fdac174-1.fna.fbcdn.net/v/t1.15752-9/462567025_2087295408373059_1965694746421586602_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=9f807c&_nc_ohc=Tfxn2J_zCQ4Q7kNvgESS1kP&_nc_zt=23&_nc_ht=scontent.fdac174-1.fna&oh=03_Q7cD1gEIK12woWSHismZsGNI9bbJIRgU4EZVmLdtVByGPKt24g&oe=67A838AB" width="450" /> <figcaption><sub><em>বিমানবন্দরে নিপুণ</em></sub></figcaption> </figure> <p>গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন।</p> <p>বিস্তারিত আসছে...</p>