<p>শরীয়তপুরের জাজিরায় থানায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের লাশ। শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>তিনি বলেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা ভবনে আল আমিনের কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পান সহকর্মীরা। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি আমি। আমরা গিয়ে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলছে।</p> <p>প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে নিশ্চিত হতে অধিকতর তদন্তের কথা জানান পুলিশ সুপার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই ঘোষণাপত্রে কিছুটা সময় লাগবে, ধৈর্য ধরার আহ্বান মাহফুজের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736423632-544ea2aaafbce96d98064460567f8389.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই ঘোষণাপত্রে কিছুটা সময় লাগবে, ধৈর্য ধরার আহ্বান মাহফুজের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/09/1466897" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘শরীরের অবস্থান এবং ফাঁস দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে সিআইডির ফরেনসিক দল এলে আমরা সুরতহাল করব। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।’</p> <p>বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের প্রকৃত ঘটনা জানানো হবে বলে জানান পুলিশ সুপার।</p>