<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লন্ডনের বিশেষায়িত হাসপাতাল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্য লন্ডন ক্লিনিকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি ভর্তি রয়েছেন। চার-পাঁচ দিন তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলবে। বাংলাদেশের এভার কেয়ার হাসপাতালে যত পরীক্ষা করা হয়েছিল তা আবারও নতুন করে পরীক্ষা করা হচ্ছে। এসব শেষ করতে কয়েক দিন সময় লাগবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার নতুন করে স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি। তিনি আগের চেয়ে ভালো আছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা সব কিছু ফলোআপ করছেন। আমরা তার পরিবারকে সব জানিয়ে দিচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিভার প্রতিস্থাপনের বিষয়ে তিনি বলেন, এটা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ এখানে অনেক বিষয় জড়িত। বিদেশি চিকিৎসকরা অনেক বিষয় দেখে সিদ্ধান্ত নেবেন। ম্যাডামের ইমিউনিটি (শারীরিক সক্ষমতা) কতটা সাপোর্ট করছে, হিমোগ্লোবিন কী পরিমাণ আছে। এ ছাড়া আরো কিছু বিষয় জড়িত। কারণ তিনি মাল্টিডিজিসে আক্রান্ত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাডামের ছেলে তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা প্রতিনিয়ত হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসা থেকে খাবার পরিবেশন করা হচ্ছে। পরিবারের সবচেয়ে কাছের সদস্যদের কাছে পেয়ে ম্যাডাম স্বাভাবিকভাবেই মনোবলের দিক থেকে সতেজ ও সুস্থ আছেন। বাকিটা চিকিৎসকরা করছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গত বুধবার লন্ডনে সাংবাদিকদের জানান, লন্ডনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সব জটিলতা জানার চেষ্টা করেছেন। সেই অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>